৮ জুলাই, আগামী বৃহস্পতিবার শুরু হবে ইংল্যান্ড বনাম পাকিস্তানের তিন ম্যাচের একদিনের সিরিজ। ১০ ও ১৩ জুলাই সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাটিতে। ম্যাচগুলোর ভেন্যু যথাক্রমে কার্ডিফও লর্ডস ও এজবাস্টন। সেই ম্যাচের জন্য নিজেদের দল ঘোষণা করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ইংল্যান্ডের ওয়ানডে সির𒀰িজের অধিনায়কত্ব করবেন ইয়ন মর্গ্যান।
এবারও ইংল্যান্ডের স্কোয়াড থেকে বাদ গিয়েছেন তিন ব্রিটিশ তারকা ক্রিকেটার বেন স্টোকস, জফরা আর্চার ও জস বাটলার। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত ক্রিকেট উপহার দেওয়া ইংলিশ দলটিই লড়বে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে। ꧂সেই কারণেই শ্রীলঙ্কা বিরুদ্ধে ইংল্যান্ডের যে🌌ই দল মাঠে নেমেছিল সেই দলে পরিবর্তন করতে চায়নি ইসিবি।
চোটে থাকা তারকা বোলার জোফ্র꧅ে আর্চার এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেননি। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই চোট বাঁধানো বাটলারও যথারীতি এই ম্যাচ মাঠের বাইরেই থাকছেন। তবে প্রশ্ন উঠেছে স্টোকসকে নিয়ে। চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজে না খেলা স্টোকস খেলছেন টি-টোয়েন্টি ব্লাস্টে। জাতীয় দলে তার অন💜ুপস্থিতি তাই একটু চিন্তায় রাখছে ক্রিকেট মহলকে।
একনজরে দেখে নিন দুই দলের স্কোয়াড:
ইংল্যান্ড: ইয়ন মর্গ্যান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জেসন♔ রয়, জো রুট, স্যাম বিলিংস, মইন আলি, স্যাম কারান, ডেভিড উইলি, টম কারান, আদিল রশিদ, মার্ক উড, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস🏅, লিয়াম ডওসন, জর্জ গার্টন, টম ব্যান্টন।
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হারিস সোহাইল, হাসান আলি, ইমাম উল হক, মহম্মদ হাসনাইন, মহম্মদ নাওয়াজ, মহম🧜্মদ রিজওয়ান, সালমান আলি আঘা, সরফরাজ আহমেদ, সাউদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি ও উসমান💯 কাদির।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।