অ্যাওয়ে ম্য꧋াচে ক্রমাগত সাফল্যের রেশ পড়ল হোম ম্যাচেও। ঘরের মাঠে পয়েন্ট নষ্টের পুরনো অভ্যাস কাটিয়ে উঠে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড লিডসকে গোলের বন্যায় ভাসিয়ে নিয়ে গেল। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যান ইউ ৬-২ গোলে বিধ্বস্ত করল লিডস ইউনাইটেডকে।
৯ বছর পরে প্রিমিয়র লিগে আবার একই ম্যাচে ৬টি গোল করল। শেষবার তারা কোনও লিগ ম্যাচে ৬টি বা তা🐟রও বেশি গোল করে ২০১১ সালে। সেবার আর্সেনালকে ৮-২ গোলে উড়িয়ে দিয়েছিল ইউনাইটেড।
পরপর জয়ে ম্যান ইউ কার্যত মইয়ে চড়ে লিগ টেবিলের উপরের দিতে উঠে আসে। ১৩ ম্যাচের পর তাদের সংগ্রহ ২৬ পয়েন্ট♔। আপাতত তিন নম্বরে রয়েছে তারা। প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল ও লেস্টারের সংগ্রহ যথাক্রমে ৩১ ও ২৭ পয়েন্ট। দু'দলই ম্যাঞ্চেস্টারেরꦯ থেকে একটি করে ম্যাচ বেশি খেলেছে। সুতরাং ১৪ রাউন্ডের ম্যাচে জয় তুলে নিতে পারলে ইউনাইটেড দ্বিতীয় স্থানে চলে আসবে নিশ্চিত।
ও𒁏ল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ শুরুর ৩ মিনিটের মধ্যে জোড়া গোল করেন স্কট ম্যাকটমিনে। ২ মিনিটের মাথায় ব্রুনো ফার্নান্ডেজের পাস থেকে প্রথম গোল করেন স্কট। ৩ মিনিটের মাথায় মার্শালের পাস থেকে দ্বিতীয় গোল করেন তিনি। ২০মিনিটের মাথায় ফার্নান্ডেজ গোল করে ম্যাঞ্চেস্টারের ব্যাবধান বাড়িয়ে ৩-০ করেন। ৩৭ মিনিটে মার্শালের পাশ থেকে গোল করেন ভিক্তর লিন্ডেয়ফ। ৪২ মিনিটে রাফি🎉নহার পাস থেকে গোল করে ব্যাবধান কমান লিডসের কুপার। বিরতিতে ম্যাচের স্কোরলাইন ছিল ইউনাইটেডের অনুকূলে ৪-১।
দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটের মাথায় ম্যাকটমিনের পাস থেকে গোল করেন জেমস। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ফার্ন﷽ান্ডেজ। ম্যান ইউ এগি♏য়ে যায় ৬-১ গোলে। ৭৩ মিনিটে রাফিনহার পাস থেকেই গোল করে ম্যাচের চূড়ান্ত স্কোরলাইন ৬-২ করেন লিডসের দালাস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।