বড় সমস্যায় পড়েছেন অর্জুন পুরস্কার বিজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন। কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী লক্ষ্যের বিরুদ্ধে বয়স নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, বেঙ্গালুরুতে অ্যাকাডেমি চালাচ্ছেন নাগরাজা এমজি-র অভিযোগের পরে লক্ষ্য সেন এবং তাঁর অ্যাকাডেমির (প্রকাশ পা🎀ড়ুকোন অ্যাকাডেমি) একজন কোচের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। তবে লক্ষ্য সেনের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি।
যাদের নাম এফআইআর-এ নথিভুক্ত করা হয়েছে তাদের মধ্যে রয়েছে লক্ষ্য সেন, তাঁর কোচ বিমল কুমার, বাবা ধীরেন্দ্র সেন, ꦆ;মা নির্মলা এবং ভাই চিরাগ। লক্ষ্যের বড় ভাই চিরাগ ন♋িজেও ব্যাডমিন্টন খেলোয়াড়। মামলায় আইপিসির বিভিন্ন ধারা আরোপ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ধারা ৪২০ (প্রতারণা), ৪৬৮ (জালিয়াতি) এবং ৪৭১ (মিথ্যা রেকর্ড)।
আরও পড়ুন… যতবারই আঘাত পেয়ে♕ছি, ততবারই শিখেছি- বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গিয়ে মহম্মদ শামির বার্তা
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকারী নাগরাজা বলেছেন যে ২০১০ সালে, লক্ষ্যের ༺কোচ এবং তার বাবা-মা একটি 🌼জাল জন্ম শংসাপত্র তৈরি করেছিলেন। এ কারণে বড় হওয়া সত্ত্বেও লক্ষ্য বিভিন্ন কম বয়সের ইভেন্ট খেলেন। জন্ম শংসাপত্র অনুসারে, লক্ষ্য সেনের জন্ম ২০০১ সালে হয়েছি এবং নাগরাজা বলেছেন যে এই তারকা খেলোয়াড়ের জন্ম আসলে ১৯৯৮ সালে হয়েছিল।
কাগজে কলমে ভারতের এক নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেনের বর্তমান বয়স হল ২১। ▨কিন্তু নাগরাজার দাবি লক্ষ্যের বয়স আরও তিন বছর বেশি হওয়া দরকার। এই কারণে লক্ষ্য সেন এবং তাঁর পরিবার ও প্রাক্তন জাতীয় কোচ বিমল কুমারের বিরুদ্ಞধে বয়স জালিয়াতি এবং জালিয়াতির অভিযোগ করেছেন নাগরাজা। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে এম গোবিয়াপ্পা নাগারাজার দায়ের করা এফআইআরে অভিযোগ করা হয়েছে যে বর্তমান কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন এবং তাঁর ভাই চিরাগ সেন ২০১০ সাল থেকে বয়স-গোষ্ঠী টুর্নামেন্ট খেলতে তার বয়সকে ফাঁকি দিয়েছিলেন।
আরও পড়ুন… সময়ে না খাবার পেয়েছে⛎ন, না লাগেজ- এয়ারলাইন্সের পরিষেবা নিয়ে রে♍গে লাল দীপক চাহার
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন লক্ষ্য সেনের কোচ সুবিমল কুমার। কাগজে কলমে লক্ষ্য সেন বর্তমানে ২১ বছরে পা দিয়েছেন। গত ১২ বছর ধরে প্রকাশ পাড়ুকোন অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। অভিযোগ প্রসঙ্গে সুবিমল কুমার বলেন, ‘অভিযোꦦগকারী কী অভিযোগ করেছেন আমি জানি না। এতে আমার কোনও ভূমিকা নেই। লক্ষ্য ২০১০ সালে আমার অ্যাকাডেমিতে এসেছিলেন এবং আমি তাঁকে অন্যান্য বাচ্চাদের মতো প্রশিক্ষণ দিয়েছিলাম। আমি নিশ্চিতভাবে শুনেছিলাম যে কেউ আমার এবং অ্যাকাডেমির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে, কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না।’ লক্ষ্য বর্তমানে দেশের এক নম্বর খেলোয়াড়। কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক সহ গত দুই বছরে দেশের হয়ে প্রতিটি বড় টুর্নামেন্টে তিনি পদক জিতেছেন। বুধবারই অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।