শুভব্রত মুখার্জি: দীর্ঘ এক দশক হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ তো দূর অস্ত নিজেদের ঘরোয়া লিগের ট্রফি জয়েরও ধারে কাছে আসতে পারেনি পাওলো মালদিনির ক্লাব এসি মিলান। তবে এবার সেই হতাশা মুছে ফেলার সুযোগ রয়েছে এসি মিলানের সামনে। প্রায় ১১ বছর বাদে সেরি-এ জয়ের হাতছানি রয়েছে এসি মিলানের সামনে। আটল﷽ান্টাকে হারিয়ে সেই আশাকে আরও দৃঢ় করেছেন মিলান ফুটবলাররা।
চলতি মরশুমে ইতালিতে শিরোপা জয়ের লড়াইটা চলছে দুই মিলানের মধ্যে। সেরি-এ'র শিরোপা জয়ের দৌড়ে আপাতত লিগ ক্রমতালিকায় সবার উপরে রয়েছে এসি মিলান। তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে ইন্টার মিলানও। গত ꦓকয়েক সপ্তাহ ধরেই চলছে এই টানটান লড়াই।এসি মিলান ২ পয়েন্টে এগিয়ে ছিল। সান সিরোতে আটলান্তাকে ২-০ গোলে হারানোর পর ইন্টারের সঙ্গে সেই ব্যবধান বেড়ে দাড়িয়েছিল ৫ পয়েন্টের। তবে দিনের অপর ম্যাচে ইন্টার জিতে সেই ব্যবধান ফের কমিয়ে ফেলেছে। ৩৭ ম্যাচ শেষে মিলানের পয়েন্ট ৮৩, ৩৭ ম্যাচ শেষে ইন্টারের ৮১।
এসি মিলান মরশুমের শেষ ম্যাচটা খেলবে সাসসুয়োলোর বিপক্ষে। ওই ম্যাচ জিতলেই ১১ বছর পর সেরি-এ'র শিরোপা জিতবে তারা। ২০১০-১১ মরওশুমে সর্বশেষ ইতালিয়ান লিগ জিতেছিল মিলান। সেই দলের সদস্য জ্বালাটান ইব্রাহিমোভিচ🌄 এবারও রয়েছেন দলে। গতকাল গ্যালারিতে বসেই ইব্রা স্ত্রী-পুত্রের সঙ্গে ম্যাচ উপভোগ করেছেন। মিলানের হয়ে দুই গোলদাতা, থিয়াও ও হার্নান্দেজ।
প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে মিলানকে ৫৬ মিনিটে এগিয়ে দে༺ন পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লিয়াও। ৭৫ মিনিটে থিও হার্নান্দেজ আটালান্তার বক্সের সামনে লট নেওয়ার আগে দুই-তিনজনকে কাটিয়ে শট গোলে রাখতে ভুল করেননি। হারের পর পয়েন্ট তালিকার ৮ নম্বরে নামল আটলান্তা। ৩৭ ম্যাচ শেষে ওদের পয়েন্ট ৫৯।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।