এএফসি কাপের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানকে🌠 ৪-২ পরাস্ত করেছিল গোকুলাম কেরালা। তবে তারপরেই মাজিয়ার কাছ🍸ে পরাস্ত হয় মালাবারিয়ান্সরা। মঙ্গলবার (২৪ মে) গ্রুপ পর্বের শেষ ম্যাচে সল্টলেক স্টেডিয়ামে ৪.৩০টেয় মাঠে নামছে গোকুলাম এবং তারপর ৮.৩০টা থেকে খেলা এটিকে মোহনবাগানের।
প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানকে হারিয়ে গোকুলাম কোচ ভিনসেঞ্জো আলবার্তো আনেসে দাবি করেছিলেন আই লꦡিগে অবনমনের লড়াই করা রিয়াল কাশ্মীর নাকি তাঁর দলকে মোহনবাগ𝐆ানের থেকে বেশি চাপে ফেলেছিল। তবে পরিস্থিতি এখন এমনই যে দলের বিরুদ্ধে বড় বড় কথা বলেছিলেন, সেই সবুজ-মেরুনের ওপরই এখন গোকুলামের ভাগ্য নির্ভরশীল। এএফসি কাপের গ্রুপ ‘ডি’-তে মাজিয়া, বসুন্ধরা কিংস এবং গোকুলাম ও এটিকে মোহনবাগান, চার দলই একটি করে ম্যাচ জিতে ও একটিতে হেরে তিন পয়েন⭕্টে রয়েছে।
গ্রুপ থেকে মাত্র একটি দলই পশ্চিম এশিয়া জোনের ইন্টার জোনাল সেমিফাইনালে কোয়ালি🅠ফাই করতে পারবে। এই অবস্থায় বসুন্ধরার মুখোমুখি গোকুলাম এবং মাজিয়ার বিরুদ্ধে খেলবে মোহনবাগান। এএফসির নিয়ম অনুযায়ী দুই দল সমান পয়েন্টে শেষ করলে তখন হেড-টু-হেড রেকর্ড দেখা হয়। এবার গোকুলাম যদি নিজেদের ম্যাচ জিতেও যায়, তাও মাজিয়া জিতলে তারাই কোয়ালিফাই করবে।
এমন পরিস্থিতিতে গোকুলামের জন্য মাজিয়ার বিরুদ্ধে এটিকে মোহনবাগানের জয় বা অন্তত ড্র করা প্রয়োজন। মোহনবাগান ম্যাচে হেরে গেলে গোকুলাম নিজেদের অভিষেক মরশুমে আর এর আগে এগোতে পারবে না। অবশ্য গোকুলাম হারলে বা ড্র করলে কিন্তু মোহনবাগানও পরের রাউন্ডে যেতে পারে। তার জন্য মাজিয়াকে তাদেরཧ হারাতে হবে। জুয়ান ফেরান্দোর দল পরে মাঠে নামায় তারা পরিস্থিতি সম্পূর্ণ জেনেই মাঠে নামবে, যা তুলনামূলক𓄧 সুবিধার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।