শুভব্রত মুখার্জি: সাম্প্রতিক সময়ে ভারতীয় অনুর্ধ্ব-২৩ ছেলেদের ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ক্লিফোর্ড মিরান্ডা। ভারতীয় ফুটবলের জগতে অতি পরিচিত নাম এই প্রাক্তন ফুটবলার। ফুটবলার হিসেবে সাফল্য পাওয়ার পরে ক্লাব কোচ হিসেবেও কম সাফল্য পাননি তিনি। প্রথম ভারতীয় কোচ হিসেবে সুপার কাপ জয়ের নজির রয়েছে তাঁর। সেই ক্লিফোর্ড মিরান্ডার অনুর্ধ্ব-২৩ জাতীয় দলের কোচ হিসেবে প্রথম চ্যালেঞ্জ হতে চলেছে আসন্ন এশিয়ান কাপের কোয়ালিফায়ার। সেই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের কথা মাথাতে রেখেই মিরান্ডার তরফে শুক্রবার ২৩ সদস্য🅰ের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। যা নিশ্চিত করা হয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এআইএফএফের তরফে।
আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই কোয়ালিফায়ারের আসর, চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। চিনের ডালান প্রদেশে হবে খেলাগুলি। ভারত রয়েছে গ্রুপ-জি'তে। যেখানে প্রথম দিনেই ভারত মাঠে নামছে। তাদের প্রতিপক্ষ মালদ্বীপ। ৯ সেপ্টেম্বর তারা খেলবে আয়োজক চিনের বিরুদ্ধে। তাদের তৃতীয় ম্যাচ রয়েছে ১২ সেপ্টেম্বর। যেখানে তারা মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরশাহির। ভারতীয় দল তাদের ইতিহাসে প্রথমবার অনুর্ধ্ব-২৩ এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার চেষ্টা চালাচ্ছে। বাস্তবে তা সফল হলে কোচ হিসেবেও নয়া নজির গড়বেন ক্লিফোর্ড মিরান্ড♛া।
২০২৪ সালের এএফ🍒সি আয়োজিত এশিয়ান কাপের মূলপর্বের খেলা অনুষ্ঠিত হবে কাতারে। সেই মূলপর্বের যোগ্যতা অর্জন করতেই ভারতকে লড়াই করতে হবে চিনের মাটিতে। এই এফসি এশিয়ান কাপের মূলপর্বের যথেষ্ট গুরুত্ব রয়েছে। কারণ এখান থেকেই যোগ্যতা 🔴নির্ধারণ হবে প্যারিস অলিম্পিক্সে খেলারও। ১১ জন গ্রুপ বিজয়ী এবং চারটি সেরা দ্বিতীয় স্থানে থাকা দল এশিয়ান কাপের মূলপর্বের জন্য কোয়ালিফাই করবে।
∆ আসুন একনজরে দেখে নেওয়া যাক কোয়ালিফায়ারের ভারতীয় স্কোয়🌱াড:-
১) গোলকিপার:-
ঋত্বিক তিওয়ারি, প্রভসুখন সিং গিল, আর্শ আনোয়া🦩র শেখ
২) ডিফেন্ডার :-
নরেন্দ্রর গেহলট, হোরমিপাম রুইভা, বিকাশ ইয়ুমনা🎐ম, সঞ্জীব স্🦄ট্যলিন, সুমিত রাঠি, জিতেন্দ্র সিং, আব্দুল রাবিহ
৩) মিডফিল্ডার :-
তোইবা সিং মইরাঙ্গথেম, লালরিনলিয়ানা নামতে, জিতেশ্বর সিং, আয়ুষ দেব ছেত্রী, ভিবিন মোহানান, ব্রাইসন দে𒁏ইবেন ফার্নান্ডেজ, অমরজি🌟ত সিং কিয়াম
৪) স্ট্রাইকার :-
সৌরভ কে, পার্থিব গগৌই, রোহিত দানু, নিনথোইগাম্বা মেইতেই খুমানতেম, শিবাশক্তি নারায়ন (অধিনায়ক), সুহেল আহমে🐎ಌদ ভাট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।