এবারও ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণ করতে পারেনি ইস্টবেঙ্গল। যে কারণে সমস্যায় পড়তে পারে লাল-হলুদ ব্রিগেড। আইএসএল খেলতেও কি সমস্যা হবে? এই নিয়ে শুরু জল্পনা। তবে লাল-হলুদ সমর্থকদের নিশ্চ🦄িন্ত করেছে এআইএফএফ।
জানা গিয়েছে, ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণ করতে না পারলেও, আইএসএল খেলতে সমস্যা হবে না ইস্টবেঙ্গলের। বাধা নেই লাল-হলুদের। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং কমিটি ছাড় দিয়েছে লাল-হলুদকে। ইস্টবেঙ্গল ছাড়া হায়দরাবাদ এফসি এবং নর্থইস্ট ইউনাইটেডও ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণ করতেꦆ ব্যর্থ হয়েছে। তারাও ছাড় পেয়েছে
এ দিকে এআইএফএফ-এর লাইসেন্সিং প্রক্রিয়ার সময় 🌠একটি শর্ত পূরণ করতে পারেনি আইএসএলের পাঁচটি ক্লাব। বাকি সব শর্ত পূরণ করেছিল তারা। সেই ক্লাবগুলি হল— মোহনবাগান, বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া, জামশেদপুর এফসি ও মুম্বই সিটি এফসি। এই পাঁচটি ক্লাবকেও ছাড় দিয়েছে সর্বভা🍷রতীয় ফুটবল ফেডারেশন।
আইএসএল ছাড়াও আইলিগে খেলা শ্রীনিধি ডেকান, গোকুলম কেরালা, মহমেডান স্পোর্টিং, রিয়াল কাশ্মীর, চার্চিল ব্রাদার্স এবং আইজল এফস💯ি-ও ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণ করতে পারেনি। তবে তাদেরও ছাড় দিয়েছে লাইসেন্সিং কমিটি।
এআইএফএফ একটি বিবৃতিতে জানিয়েছে, ‘লাইসেন্সিংয়ে ছাড় পাওয়ার জন্য আইএসএলের তিনটি ক𝕴্লাব ও আইলিগে খেলা সাতটি ক্লাব আবেদন করেছিল। তাদের আবেদন খতিয়ে দেখা হয়েছে। তার পরে দশটি ক্লাবের মধ্যে ন’টি ক্লাবকে ছাড় দেওয়া হয়েছে। একমাত্র রাজস্থান ইউনাইডেটকে ছাড় দেওয়া হয়নি। কারণ তারা নিজেদের মাঠের নামই জানাতে পারেনি।
আরও পড়ুন: বিশ্ব ফুটবলে লক্ষত্র পতন, প্রয়াত ব্যালন ডি'অর জয়ী বারꦉ্সার প্রাক্তন তারকা সুয়ারেজ
লিগে খেলার জন্য নিজেদের মাঠ꧋ থাকা ন্যূনতম শর্ত। সেটা পূরণ করতে না পারলে ছাড় দেওয়া সম্ভব নয়।’ রাজস্থানের সামনে অবশ্য এখনও রাজস্থানের রাস্তা খোলা থাকছে। আগামী মরশুমে তারা কোন ক্লাবে খেলবে সেই নাম ফেডারেশনের কাছে জমা দিলে রাজস্থানের আবেদন খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব জেনারেল সাজি প্রভাকরণ বলেছেন, ‘আমাদের লাইসেন্সিং কমিটি সব সময় চেষ্টা করে যাতে ক্লাবগুলো খেলতে পারে। তাতে প্রতিযোগিতার মান আরও ভাল হয়। সেই কারণে ক্লাবগুলোকে যতটা সম্ভব 𝓰ছাড় দেওয়ার চেষ্টা করা হয়। এ বারও সেটাই করেছি আমরা।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।