বৃহস্পতিবার (২৫ অগস্ট) থেকে নতুন করে মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে। বাংলার প্রাক্তন গোলরক্ষক এবং বিজেপি পার্টি সদস্য কল্যাণ চৌবেও ফের নতুন করে প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দেবেন। যা খবর তাতে, এই মুহূর্তে কল্যাণের দিকে বড় সমর্থন রয়েছে। এ দিকে এ দিন প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিলেন বাইচুং ভুটিয়াও। ৪৫ বছরের প্রাক্তন ভারতীয় অধিনায়কের মনোনয়ন প্রস্তাব করেছে অন্ধ্র ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং সমর্থন করেছে রাজ🐓স্থান এফএ।
ভাইচুং পিটিআই-কে বলেছেন, ‘আমি ⛎ফেডারেশনের (AIFF) সভাপতির প🧔দের জন্য আমার মনোনয়ন জমা দিয়েছি এবং মনে করি, এই কাজের জন্য আমিই সঠিক ব্যক্তি।’
এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘আমি দেশ এবং শীর্ষ ক্লাবগুলোর হয়ে অনেক খেলা খেলেছি এবং আমি প্র🅠শাসনিক দিক থেকেও ওয়াকিবহল। কারণ আমি ক্রীড়া মন্ত্রণালয়ের মিশন অলিম্পিক্স সেলের পাশাপাশি অন্যান্য কমিটিতে আছি। আমি চাই, ভারতীয় ফুটবল নতুন উচ্চতায় পৌঁছোক।’
আরও পড়ুন: Fifa ban on AIFF: তিনি যত নষ্টের গোড়া বলে অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রফু♍ল্ল
তবে বুধবার নয়াদিল্লির সভায় কওার্যত নির্বাচনের আগে নির্বাচন হয়েই গিয়েছে বলে যাঁরা ধরে নিয়ছিলেন, তাঁরাও সম্ভবত গল্পের এই টুইস্টের কথা কল্পনাও করতে পারেননি। বুধবারের সভায় কল্যাণের প্রার্থীপদ নিয়ে কেউ আপত্তিটুকুও তোলেনি। বরং একপেশে ভাবে প্রেসিডেন্ট পদের জন্য সমর্থন ছিল তাঁর দিকেই। ধারণা করা হয়েছিল, যেহেতু কেন্দ্রীয় সরকারের সমর্থন কল্যাণের সঙ্গে রয়েছে, তাই আর কেউ প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তবে পুরো হিসেবটাই বদলে দিলেন বাইচুং।
জানা ౠগিয়েছে, কল্যাণকে সমর্থন করার জন্য বিভিন্ন রাজ্য সংস্থাতেও সর্বোচ্চ রাজনৈতিক স্তর থেকে ফোন গিয়েছে। তবে বাইচুং নির্বাচনের লড়াইয়ে দাঁড়িয়ে সব অঙ্কই ও🥀লটপালট করে দিলেন।
আরও পড়ুন: কেন্দ্রের চেষ্🍌টাতেও গলেনি ফিফা, AFC Club Championships খ🍬েলা হল না গোকুলমের মেয়েদের
তবে প্রেসিডেন্ট যিনিই হোন না কেন, দেশের ফুটবলপ্রেমীদের জন্য সব চেয়ে ভালো খবর হল, ভারতীয় ফুটবলের উপর থেকে খুব দ্রুত নির্বাসন উঠে যেতে পারে। ইতিমধ্যেই এআইএফএফের কার্যকরী সꦿাধꦗারণ সচিব সুনন্দ ধর ফিফাকে চিঠি লিখে নির্বাসন তোলার আর্জি জানিয়েওছেন।
সুপ্রিম কোর্ট নিষ্ক্রিয় করে দিয়েছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)-কে। অর্থাৎ, তৃতীয় পক্ষের🅷 হস্তক্ষেপ আর নেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে। যে কারণে নির্বাসনের সাজা দিয়েছিল ফিফা। এখন নির্বাচনও করা হচ্ছে ফিফা গঠনতন্ত্র মেনে। নির্বাচনের দিনক্ষণও ঘোষিত হয়ে গিয়েছে ২ সেপ্টেম্বর। বুধবার দিল্লিরꦐ সভাতেও এসে পৌঁছেছে এ রকমই ইঙ্গিত। মনে করা হচ্ছে, হয়তো আগামী দু’তিন দিনের মধ্যেই ফিফা নির্বাসন উঠে যেতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।