ভারতীয় ফুটবলে একটা সময়টা মোটেও ভালো যাচ্ছে না। একটার পর এ🐼কটা সমস্যা এসেই চলেছে। কিছু দিন আগে ফিফার নির্বাসনের ক💟ারণে অন্ধকার নেমে এসেছিল ভারতীয় ফুটবলে। সেই নির্বাসন উঠতে না উঠতেই বড় শাস্তির মুখে এআইএফএফ।
নতুন করে কী শাস্তি পেল ফেডারেশন?
ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে বড় জরিমানাꦑর মুখে পড়তে হল। আর সেই জরিমানা করেছে এএফসি। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মাঠে দর্শক ঢুকে পড়ার কারণেই মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে ফেডারেশনকেে। জুন মাসে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচে মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা ঘটেছিল। প্রসঙ্গত, আফগানিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে ২-১ জিতেছিল ভারত। আফগানিস্তানের পাশাপাশি হংকং ম্যাচেও এই ঘটনা ঘটেছিল যুবভারতী 🌳ক্রীড়াঙ্গনে। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে ৪-০ জিতেছিল ভারত।
আরও পড়ুন: কল্যাণকে কড়া ট্যাকেলে ফেললেন, AIFF-এꦅর প্রেসিডেন্ট পদের মনোনয়ন জমা দিলেন বাইচুং
সোমবার এএফসি-র শৃঙ্খলারক্ষা কমিটি এআইএফএফ-কে ই-মেল মারফত এই শাস্তির কথা জানিয়ে দিয়েছে। জরিমানার অঙ্ক কিন্তু অনেকটাই বেশি। মোট ১৮ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৪ লক্ষ ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার বেশির ভাগ অংশই অবশ্য সাসপেন্ডেড। অর্থাৎ, আগামী ২ বছরের মধ্যে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে তবেই এ💛ই জরিমানা দিতে হবে।
মোট দু’টি বিভাগে জরিমানা করা হয়েছে। প্রথমত, ম্যাচ চলার সময় যে ধরনের নিরাপত্তা থাকার দরকার ছিল, তা ছিল না🦂। দ্বিতীয়ত, স্টেডিয়াম এবং তার আশেপাশের আইনশৃঙ্খলা পরিস্🦋থিতি সঠিক ছিল না।
আরও পড়ুন: কেন্দ্রের চেষ্টাতেও গলেনি ফিফা, AFC Club Champions♒hips খেলা হল না গোকুল🥂মের মেয়েদের
এএফসির শৃঙ্খলারক্ষা এবং এথিকস কমিটির তরফে জানান♌ো হয়েছে, মাঠে সমর্থক ঢুকে যাওয়া নিয়ম বিরুদ্ধ। এটি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ভুল। ম্যাচ আয়োজনে সমস্ত নিয়ম মানার ক্ষেত্রে দুটি ম্যাচে করে উঠতে পারেনি এআইএফএফ। এতে আইনশৃঙ্খলা ভঙ্গ হয়েছ🥃ে। একই ঘটনার পুনরাবৃত্তি হলে জরিমানার অঙ্ক দাঁড়াবে ১৫ লক্ষ টাকার মতো। সাসপেন্ডেড জরিমানা বাদে বাকি যে ৪৫০০ ডলার জরিমানা হয়েছে, তা আগামী ৯০ দিনের মধ্যে জমা করতে হবে।
আফগানিস্তান, কম্বোডিয়া এবং হংকংকেﷺ হারিয়ে পরের বছরের এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করেছে ভারত।। অধিনায়ক সুনীল ছেত্রী টুর্নামেন্ট শুরুর আগে কলকাতার সমর্থকদের আবেদন করেছিলেন, মাঠে এসে দলের প⭕াশে থাকতে। সমর্থকেরা হতাশ করেননি। প্রতি ম্যাচেই প্রচুর সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। ভারতীয় দলও খুব ভালো খেলেছে। মূল পর্বের যোগ্যতা অর্জন করেছে ভারত। ২০২৩ এশিয়ান কাপে খেলবেন সুনীলরা। তবে অতি উৎসাহী কিছু দর্শকে মাঠে ঢুকে পড়েই যা ঝামেলা তৈরি করেছে। যার জেরে জরিমানার শাস্তি পেতে হল ফেডারেশনকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।