ক🐽রোনা পরবর্তীতে আইএসএলের পর আই লিগেও ফিরল হোম-অ্যাওয়ে ফর্ম্যাট। এই মরশুম থেকে ফের ঘরের মাঠে যেমন ম্যাচ খেলবে গোকুলম, তেমনই অ্যাওয়ে ম্যাচও খেলতে হ𝔍বে। যে ফর্ম্যাটে আগে খেলা হত। স্বাভাবিক ভাবেই নতুন লড়াই শুরু আই লিগ ক্লাবগুলোর।
আইএসএলে ইতিমধ্যে হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে খেলা ꦍহচ্ছে। এবং দর্শকপূর্ণ স্টেডিয়ামে খেলা হচ্ছে। আই লিগও সেই ভাবেই হবে। স্বাভাবিক ভাবে ভারতীয় ফুটবলের উত্তেজনা পুরোদমে এ বার ফিরতে চলেছে। ২০২২ সালের ১২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে আই লিগ। ২০২৩ সালের ২ মার্চ পর্যন্ত সূচি দেওয়া আছে। শেষ ১২টি ম্যাচের কোনও সময়সূচি দেওয়া নেই।
আ📖রও পড়ুন: ইস্টবেঙ্গলকে ২-০ হারিয়ে টানা ৭ নম্বর ডার্বি জিতল এটিকে 🌼মোহনবাগান
আই লিগে মোট ১২টি দল অংশ নেবে। দলগুলি হল- আইজল এফসি, চার্চিল ব্রাদার্﷽স, গো♎কুলম কেরালা, কেনক্রে এফসি, মহমেডান স্পোর্টিং, নেরোকা এফসি, রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি, রাজস্থান ইউনাইটেড এফসি, রিয়েল কাশ্মীর এফসি, শ্রীনিধি ডেকান এফসি, সুদেভা দিল্লি এফসি এবং তারু এফসি।
১২ নভেম্বর প্রথম ম্যাচেই মহমেডান মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গোকুলম কেরালার। নিঃসন্দেহে তারা প্রথম ম্যাচেই কঠিন লড়াইয়ের মুখো꧂মুখি হবে। গত বছর গোকুলাম এফসির কাছে হেরেই আই লিগ হাতছাড়া হয়েছিল সাদা-কালো ব্রিগেডের। এ বার তাই সেই হারের বদলা নেওয়ার সুযোগ থাকবে।
এ দিকে মহমেডান স্পোর্টিং কিন্তু আরও একবার আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। এই নিয়ে পরপর দু'বার। রবিবার সুপার সিক্সের ম্যাচে এরিয়ানের সঙ্গে ভবানীপুর ১-১ গোলে ড্র করতেই এক ম্যাচ বাকি থাকতে টানা দ্বিতীয়বার কলকাতা প্রিমিয়ার লিগে চ্💛যাম্পিয়ন হ𒐪ল মহমেডান স্পোর্টিং। সেই সঙ্গে গুরুত্বহীন হয়ে পড়ল মঙ্গলবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মার্কাস জোসেফদের দ্বৈরথও।
আরও পড়ুন: যুবভারতীতে ডার🌟্বি দেখতে এসে হৃদরোগে আক্রান্ত, মৃত্যু ইস্ꦚটবেঙ্গল সমর্থকের
গত শুক্রবার খিদিরপুরের বিরুদ্ধে ৩-০ গোলে জয়ের পরেই কার্যত খেতাব নিশ্চিত হয়ে গিয়েছিল মহমেডানের। কারণ, তিন ম্যাচে নয় পয়েন্ট ছিল তাদের। এক ম্যাচ বেশি খেলে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ভবানীপুর। রবিবার শেষ ম্যাচে এরিয়ানের বিরুদ্ধে জিতলে তাদেরও নয় পয়েন্ট হত। তাতেও মহমেডানের লিগ জয়ের সম্ভাবনা উজ্জ্বল ছিল। মঙ্গলবার ইস্টবেঙ্গলের কাছে হারলেও সমস্যা হত না।🤡 ভবানীপুরের সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে অনেক এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হত মহমেডানই। তবে সে সব আর প্রয়োজন হয়নি। সরাসরি চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে সাদা-কালো ব্রিগেড।
আইলিগের আগে এই সাফল্য নিঃসন্দেহে বড় অক্সিজেন হবে মহমেডানের🥂। গত বার খুব অল্পের জন্য শিরোপা হাতছাড়া হয়েছে। এ বার আর সেই ভুল করতে চায় না সাদা-কালো ব্রিগেড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।