বাংলার ফুটবলারদের আইএসএল দলে সে ভাবে জায়গাই হয় না। অথচ শুক্রবার আইএসএলের এসসি ইস্টব꧋ে♏ঙ্গল বনাম চেন্নাইয়িন এফসি ম্যাচে বাংলার চার ফুটবলারের অসাধারণ পারফরম্যান্স সকলের মন জয় করে নিল।
এসসি ইস্টবেঙ্গলের সাইড ব্যাক হীরা মন্ডল অসাধারণ খেলেছেন। হীরা এ দিন ম্যাচের সেরাও হন। এ ছাড়াও তাঁর সতীর্থ মহম্মদ রফিকও অসাধারণ পারফরম্যান্স করেন। দলের সিনিয়র গোলকিপার অরিন্দম ভট্টাচার্যের বদলে খেলছেন শুভম সেন। আগের ওড়িশা এফসি ম্যাচে ৬ গোল খেলেও এই ম্যাচে দুরন্ত খেলেছেন তিনি। যার নিট ফল ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এ দিকে চেন্নাইয়িনের ফরোয়ার🅠্ড রফিক আলিও মন জয় করে নেওয়ার মতো পারফরম্যান্স করেন।
এই নিয়ে আইএসএলের চার ম্যাচ খেলে ফেললেও এখনও একটিতেও জয় পায়নি এসসি ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে জামশেদপুর এফসি-র সঙ্গে ১-১ ড্র করে তারা। ডার্বিতে ০-৩ হারে লাল-হলুদ ব্রিগেড। ওড়িশার এফসির কাছে তারা ৬ গোল খায়। তবে ৪ গোল দেয় ইস্টবেঙ্গল। প্রথম তিন ম্যাচে হেরে ১০ গোল খায় ইস্টবেঙ্গল। এই প্রথম কোনও ম্যাচে গোল খেল না লাল-হলুদ বাহিনী। তবে তারা গোল দিতেও পারেনি। তাই ম্যাচট🍎ি গোলশূন্য ড্র হয়ে যায়। এই ড্রয়ের ফলে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে উঠে এল চেন্নাইয়িন এফসি। এসসি ইস্টবেঙ্গল চতুর্থ ম্যাচে দ্বিতীয় ড্র করে লি তালিকায় দশ নম্বর থেকে এক ধাপ ওপরে উঠে এল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।