শুভব্রত মুখার্জি: রবিবার অর্থাৎ ৩ সেপ্টেম্বরের দিনটি ছিল ভারত তথা বাংলার ক্রীড়াপ্রেমীদের কাছে নাটকীয়তায় পূর্ণ দিন। যেখানে সন্ধ্যাবেলাতেই ১০ জনে খেলেও ডুরান্ডের ফাইনালের ডার্বি জি♛তে নিল মোহনবাগান। সবুজ মেরুনের নাটকীয় জয়ের দিনই প্রিমিয়র লিগেও এক নাটকীয় ম্যাচের সাক্ষী থাকল দর্শকরা। প্রিমিয়র লিগের চলতি মরশুমের চতুর্থ দিনে মুখোমুখি হয় আর্সেনাল এবং ম্যাঞ্চেস্টার ইউনাইট🧸েড। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে এদিন ম্যাচে প্রথমে লিডও নেয় ইউনাউটেড। তবে পরমুহূর্তেই সমতা ফেরায় আর্সেনাল। একটা সময়ে যখন মনে হয়েছিল ম্যাচ ড্র হয়ে যাবে ঠিক সেই সময়ে স্টপেজ টাইম অর্থাৎ ম্যাচের অতিরিক্ত সময়ে পরপর দুটি গোল করে দলকে নাটকীয় জয় এনে দেন ডেকলান রাইস এবং গ্যাব্রিয়েল জেসুস।
ম্যাচের ২৭ মিনিটে লিড নেয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কাউন্টার অ্যাটাকে দলের হয়ে গোল ไকღরেন মার্কাস রাশফোর্ড। তবে বেশিক্ষণ এই লিড স্থায়ী হয়নি। এক মিনিট পরেই সমতা ফেরায় আর্সেনাল। মার্টিন ওডেগার্ডের গোলে ম্যাচে ১-১ ফলে সমতা ফেরায় আর্সেনাল। ম্যান ইউয়ের লিড স্থায়ী হয় মাত্র ১১০ সেকেন্ড। বিরতির সময়ে ও স্কোর ছিল ১-১। দ্বিতীয়ার্ধে দুই দল সুযোগ পেলে ও সেই ভাবে গোলের মুখ খুলতে পারেনি কোনও দল। একটা সময়ে মনে হচ্ছিল ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছে।
ইউনাইটেড কোচ এরিক টেন হাগও অনেকটা সেইরকম ভাবনা চিন্তা শুরু করেন। না হলে ম্যাচের ৮৪ মিনিটে কেন তিনি নর্দান আয়ারল্যান্ডের ডিফেন্ডার জনি ইভান্সকে নামাবেন? ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার এই মরশুমে ফিরে এসেছেন ইউনাইটেডে। ওই সময়ে তাঁকে নামানোই হয় যাতে দলꦜ ডিফেন্সকে মজবুত করে গোলটি ধরে রেখে বিপক্ষের মাঠ থেকে মূল্যবান পয়েন্ট কেড়ে নিয়ে যেতে সক্ষম হয়। তবে টেন হাগের ভাগ্য একেবারেই সুপ্রসন্ন ছিল না। আর্সেনাল অন্যদিকে তাদের ক্লাব ইতিহাসে রেকর্ড অর্থ ব্যয় করে ডেকলান রাইসকে দলে নিয়েছে। সেই অর্থের প্রতি এদিন যেন সুবিচার করলেন তিনি।
ম্যাচের অতিরিক্ত সময়ের ছয় মিনিটের মাথায় কর্নার থেকে এক𝄹টি বল পান রাইস। মিডফিল্ডার বলটিকে তাঁর বুকে নিয়ে নিয়ন্ত্রণ করে ডানপায়ের একটি জোরালো শট মারেন। সেই বল ইভান্সের পায়ে লেগে কাছের পোস্ট দিয়ে আন্দ্রে ওনানাকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। এর কয়েক মিনিটে পরে জেসুস দলের হয়ে তৃতীয় গোলটি করে দলের নাটকীয় জয় নিশ্চিত করেন। ৮৯ মিনিটে কাই হাভার্টজকে ফাউল করার অপরাধে পেনাল্টি দেওয়া হয়েছিল আর্সেনালকে। তবে ভিএআর দেখে রেফারি সেই সিদ্ধান্ত বাতিল করেন। শে💎ষ পর্যন্ত অতিরিক্ত সময়ে করা রাইস এবং গ্যাব্রিয়েল জেসুসের গোলেই ম্যাচে ইউনাইটেডের বিরুদ্ধে নাটকীয় জয় ছিনিয়ে নেয় সমর্থকদের আদরের 'গানার্স'রা অর্থাৎ আর্সেনাল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।