গত ছ’বার মাথা নীচু করে ইস্টবেঙ্গলের কোচ-ফ🅰ুটবলারদের মাঠ থেকে ফিরেছেন। এ বারও ছবিটা বদলাল না।
টানা সাত নম্বর ডার্বি জিতল এটিকে মোহনবাগান
হুগো বুমৌস ও মনবীর সিং-এর গোলে ২-০🌳 ব্যবধানে জয় পেল এটিকে মোহনবাগান। টানা সাত নম্বর ডার্বি জিত🌺ল এটিকে মোহনবাগান
শেষ মুহূর্তের খেলা চলছে
এটিকে মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথ যেভাবে খেলছে তাতে সবুজ মেরুনকে অন♌েক বেশি শক্তিশালী মনে হচ্ছে
৯০ মিনিট: এটিকে মোহনবাগন-২, ইস্টবেঙ্গল-০
৪ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এখন দেখার এ𝓰ই চার মিনিটে এটিকেꦡ মোহনবাগান ব্যবধান বাড়াতে পারে কি না, না
৮৮ মিনিট: এটিকে মোহনবাগন-২, ইস্টবেঙ্গল-০
হাতে বাকি ♉আর কয়েকটা মিনিট। ম্যাচে কি ফিরতে পারবে ইস্টবেঙ্গল? সেই দিকেই তাকিয়ে লাল হলুদ সমর্থকেরা।
ক্লেটন সিলভার দারুণ চেষ্টা
৮৬ মি🌳নিটে ইস্টবেঙ্গলের হয়ে দারুণ ♚চেষ্টা করেছিলেন ক্লেটন। দুরপাল্লার শট তিনকাঠির উপর থেকে চ
ইস্ট এটিকে মোহনবাগানে ফুটবলার পরিবর্তন
বসলেন হুগো বুম📖ৌস। দলেꦜর গতি বাড়াতে বেশ কিছু পরিবর্তন করল এটিকে মোহনবাগান।
৭৮ মিনিট: এটিকে মোহনবাগন-২, ইস্টবেঙ্গল-০
হুগো ও মনবীরের গোলে ২-০ এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। এখ🎉ন কি ইস্টবেঙ্গল ম্যাচে ফিরতে পারবে?
গোল বাঁচালেন লেনি
৭৩ মিনিটে এটিকে মোহনবাগানের🧔 গোলের সামনে পৌঁছে গিয়েছিল ইসꦚ্টবেঙ্গল। শেষ পর্যন্ত লেনি রডরিগেজ শেষ এসে গোল
ইস্টবেঙ্গল তিনটে পরিবর্তন করল
সৌভ⛎িক মাঠে নামলেন। দলের গতি বাড়াতে তিনটি পরিবর্তন করল ইস্টবেঙ্গল।
গোললললল….
ম্যাচের ৬৫ মিনিটে মনবীরের গোলে ২-০ এ🐼গিয়ে গ🌠েল এটিকে মোহনবাগান। কমলজিৎ সিং-এর পারফরমেন্স নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
ISL-এর ডার্বিতে ATK মোহনবাগানের জয়ের রেকর্ড ১০০%
৬২ মিনিট: এটিকে মোহনবাগন-১, ইস্টবেঙ্গল-০
হুগোর গোলে এগিয়ে গেল এটিকে মোহনব💖াগান। তবে লাল হলুদের গোলরক্ষক কমলজিৎ সিং-এর পারফরমেন্স নিয়ে অনেকেই প্রশ্ন করতে পারে
গোলললললল…
কমলজিৎ সিং-এর ভুলে ম্যাচের♓ ৫৬ মিনিটে গোল করে এগিয়ে গেল এটিকে মোহনবাগান। দুরপাল্লার শট থেকে গোল পান হুগো বৌমসꦐ।
ইস্টবেঙ্গলের আক্রমণ
ম্যাচের ৫৪ মিনিটে দারুণ আক্🌸রমণ ক𒉰রেছিল লাল হলুদ ব্রিগেড। অনেক দিন পরে এত ভালো ডার্বি উপহার পেল ফুটবল ভক্
৫৩ মিনিট: এটিকে মোহনবাগন-০, ইস্টবেঙ্গল-০
খেল♒ার দ্বিতীয়ার্ধের এখনও পর্যন্ত খেলার গতি প্রথমার্ধের মতোই রয়েছে। তবে এখনও কোনও দল গোলের মুখ খুলতে পারেনি।
কর্ণার পেল এটিকে মোহনবাগান
ম্যাচের দ্বিতীয়ার্ধের দুই মিনিটের ম্যধেই দুটো দল কর্ণার পেল। খে✃লার গতি কিন🥀্তু একই
শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা
প্💧রথমার্ধে শুরুতেই গিয়েছিল এটিকে মোহনবাগান। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে 𝔍আক্রমণ শুরু করল ইস্টবেঙ্গল।
পরের অর্ধে কী হয় সেটাই এখন দেখার
ম্যাচের বাকি ৪৫ মিনিট। প্রথমার্ধে গোলশূন্য খেলা শেষ হয়🌄েছে। তবে খেলার গতি ছিল বেস। বল পজিশনে এটিকে মোহনবাগান কিছুটা এগিয়েছিল। সবুজ মেরুনের দখলে ছিল ৫৮ শতাংশ বলꦅ পজিশন, ইস্টবেঙ্গলের কাছে ছিল ৪২ শতাংশ ব
প্রথমার্থের খেলা শেষ
আক্রমণ-🍌প্রতিআক্রমণের খেলায় জমে উঠেছে শনিবারের যুবভারতী। দুই দলই বারবার আক্রমণ চালিয়েছে। এখনও পর্যন্ত নজর কেড়েছেন লাল হলুদের সার্থক। লিস্টন-বুমৌসরা কি কিছুটা স্বার🦂্থপর ফুটবল খেলছেন। উঠছে প্রশ্ন।
২ মিনিট অ্যাডেট টাইম
ম্যাচের গতি অনেকটাই বেশ। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের রক্ষণ সকলের ন 🧜;
ফের প্রতিপক্ষের বক্সে ঢুকে গিয়েছিল বুমৌস
বুমৌ🔜স-লিস্টনরা কি স্বার্থপর ফুটবল খেলছে। ব💫ারবার একা গোলের কাছে পৌঁছে গেলেও গোল করতে ব্যর্থ হন বুমৌস-লিস্ট
৪০ মিনিটের খেলা শেষ
৪০ মিনিটের খেলা শেষ, ম্যাচের ফল এখনও গোল শূনꦰ্য। দুই দলই গোলের 🐷খোঁজ চালাচ্ছে, তবে কেউই গোলের দরজা খুলতে পারেন
মাঠের উত্তেজনা বাড়ছে
বারবার ফুটবলাররা একে অপরের সঙ্গে ๊গ💞ণ্ডগোলে জড়িয়ে পড়ছেন।
আবার মিস…
ফের লাল হলুদের রক্ষণকে বাঁচালেন সার্থ🍌ক। ম্যাচের ৩৪ মিনিটে প্রতিআক্রমণে এটিকে মোহনবাগান এ𝓀গিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের বক্সের দিকে। কিন্তু সার্থকের জন্য লিস্টন সুযোগ কাজে
নিশ্চিত গোল মিস!!!!!!
তিন জনকে ডজ করে বক্সের মধ্ꦰযে ঢুকে গিয়েছিলেন হুগো বুমৌস। তবে সার্থকের কারণে নিশ্চিত গোল করতে পারল 𓆏না এটিকে মো
৩০ মিনিট খেলার ফল গোল শূন্য
খেলার গতি রয়েছে। দুই দলই 💦আক্রমণ চালাচ্ছে। তবে কোনও দলই এখনও গোল 𒁃পায়
হাড্ডাহাড্ডি লড়াই চলছে
জনি কাউকো চোট পয়েছেন। খেলা কিছুক্ষণ বন্ধ রয়েছে। সকলেই আশা করছেন জনির চোট যেন বড় না হয়।🎐
ইস্টবেঙ্গল বাঁ দিক থেকে আক্রমণ করছে
নিজেদের বাঁ-দিক থেকে আক্রমণ চালাচ্ছে ইস্টবেঙ্গল। ম্যাচেরౠ ১৫ মিনিট পরেই যেন খোলস ছেড়ে বেরিয়ে এসেছে লাল হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের মহেশ সিং নাওরেম সকলের নজর কাড়ছেন।
ফের আক্রমণে লিস্টন
ম্যাচের ২০ মিনিটে ইস্টবেঙ্গলের বক্সে ঢুকে গিয়েছিলেন লিস্টন। কিন্তু আক্রমণ আটকে দিল লাল হলুদ ডিফেন্স। খেলার ফল এটিকে মো🔯হনবাগান-০, ইস্টবেঙ্গল-০।
আক্রমণে ফিরছে ইস্টবেঙ্গল
ম্যাচের ১৫ ও১৬ মিনিটে মোহনবাগানের রক্ষণকে চাপ꧟ে ফেলেছিল ইস্টবেঙ্গল।
দুরন্ত সেভ…..
ম্যাচের ১৬ মিনিটে দারুণ আক্﷽রমণ চালালো ইস্টবেঙ্গল। বিশাল কাইথের জন্য নিশ্চিত🍃 গোল হজম করা থেকে বাঁচল এটিকে মোহনবাগান।
১০ মিনিট
লিস্টন বাঁদিক থেকে গোলে শুট কর๊লেন, ক🌱িন্তু বল সাইড-নেটে লাগল।
৮ মিনিট শেষ, আক্রমণ চালাচ্ছে এটিকে মোহনবাগান
ATKMB দ্বারা বক্♈সের ভিতরে আরেকটি বিপজ্জনক বল 🌺কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স যথেষ্ট সজাগ। বাগানের আক্রমণকে দূরে সরিয়ে দেয়।
৫ মিনিট শেষ খেলার ফল গোল শূন্য
এটিকে মোহনবাগান বাঁশি বাজার পর শুরুর থেকে আক্রমণে রয়েছে। প্রাথমিক ATKMB চাপ সামলাতে ইস্টবেঙ্গল তাদের রক্ষণকে সামলে রেখেছেন। শুভাশিস বোসকে ভালো কাটব্যাক দিয়েছিলেন পেট্রাটোস। শুভাশিসের লক্ষ্য একটুর জন্য ব্যর্থ হয়েছেন। কিন্তু শুভাশ💦িসের চেষ্টা
শুরু হয়ে গেল কলকাতার ডার্বি….
কেরালা♉ ব্লাস্টার্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করে যিনি সবুজ-মেরুন সমর্থকদের মন জয় করে নিয়েছেন, সেই অস্ট্রেলিয়া থেকে আসা পেট্রাটসের ওপর নজর থাকবে।
আপনারা তৈরি তো!!!!
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে খে✅লা। দুই দলের ফুটবলাররাই মাঠে উপস্থিত হয়েছেন। নির্ধারিত সময়♛ের ২০ মিনিট পরেই খেলা শুরু হবে।
পিছিয়ে গেল ডার্বির সময়
৭.৩০ মিনিটের পরিবর্তে ৭.৫০ মিনিটে শুরু হবে খেলা। মোট ২০ মিনিট পিছিয়ে গেল এবারের আইএসএল-এর প্রথম ডার্বির সময়। উদ্যোক্তারা নিজেদের সোশ্যাল মিডিয়াতে সেই খবর জানিয়েছেন। সূত্রের খবর হায়দরাবাদ বনাম গোয়া আইএসএল ম্যাচে ফ্লাড লাইট সমস্যার কারণে সেই খেলা কিছুক্ষণ বন্ধ থাকে, তাই টেলিকাস্টে যাতে সমস্যা না হয় সেই কারণেꦍ ডার্বিকে ২০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে।
দেখে নিন ইস্টবেঙ্গলের প্রথম একাদশ
কমলজিৎ সিং, সার্থক গলুই, লালচুঙনুঙ্গা, ইভান গঞ্জালেজ🌜, জেরি লালরিনজুয়ালা, চারালাম্বোস কিরিয়াকু, জর্ডান ও’ডোহার্টি, মহেশ সিং নাওরেম, সেম্বয় হাওকিপ, ভিপি সুহে✨র, ক্লেটন সিলভা
দেখে নিন এটিকে মোহনবাগানের একাদশ
বিশাল কয়েথ, ﷺপ্রীতম কোটাল, ব্রেন্ডান♔ হ্যামিল, দীপক টাঙরি, হুগো বুমৌস, জনি কাউকো, দিমিত্রিয়স পেট্রাটস, লিস্টন কোলাসো, মনবীর সিং, আশিস রাই, শুভাশিস বোস
দেখুন ইস্টবেঙ্গল স্কোয়াড-
গোলকিপার- পওয়ান কুমার, কমলজিৎ সিং, নভিন কুমার; ডিফেন্ডার- সার্থক গলুই, মহম্মদ রফিক, ইভান গঞ্জালেজ, চারালাম্বোস কিরিয়াকু, অঙ্কিত মুখার্জি, লালচুঙনুঙ্গা, জেরি লালরিনজুয়ালা, প্রীতম কুমার সিং, নবি হুসেন খান; মিডফিল্ডার- অমরজিৎ সিং কিয়াম, তুহীন দাস, আঙ꧙্গুসানা ওয়াহেংবাম, অ্যালেক্স লিমা, শৌভিক চক্রবর্তী, জর্ডান ও’ডোহার্টি, মহেশ সিং নাওরেম, মোবাশির রহমান, অনিকেত যাদব, সুমিত পাসি, হিমাংশু জাঙরা; ফরোয়ার্ড- এলিয়ান্দ্রো, ক্লেটন সিলভা, সেম্বয় ꦦহাওকিপ, ভিপি সুহের।
দেখুন এটিকে মোহনবাগান স্কোয়াড-
গোলকিপার- বিশাল কয়েথ, অর্শ শেখ, দেবনাথ মন্ডল; ডিফেন্ডার- আশিস র꧒াই, ব্রেন্ডান হ্যামিল, দীপক টাঙরি, ফ্লোরেন্তিন পোগবা, প্রীতম কোটাল, রবি রাণা, শুভাশিস বোস, সুমিত রাঠি; মিডফিল্ডার- অভিষেক সূর্যবংশী, কার্ল ম্যাকহিউ, ইঙ্গসন সিং, হুগো বুমৌস, জনি কাউকো, লালরিনলিয়ানা হ্নামতে, লেনি রড্রিগেজ, আশিক কুরুনিয়ান, রিকি সাবং; ফরোয়ার্ড- দিমিত্রিয়স পেট্রাটস, কিয়ান নাসিরি, লিস্টন কোলাসো, মনবীর সিং, মহম্মদ ফারদিন আলি মোল্লা।
ডার্বির সব টিকিট শেষ!
শনিবাসরীয় সন্ধ্যায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে ৬০ হাজার ফুটবলপ্রেমীর ঢল নামবে এবং তাদের গগনচুম্বী শব্দব্রহ্মে মুখর হয়ে উঠবে শহরের আনাচ-কানাচ। দু’বছর ঘরের গ্যালারিতে বসে হিরো আইএসএলের ডার্বি দেখতে পাননি দুই দলের সমর্থকেরা। অভুক্ত ফুটবলপ্রেমীদের ভীড় যে শনিবার গ্যালারিত♛ে উপছে পড়বেই, এই নিয়ে কোনও সন্দেহই নেই। দু’দিন আগেই ঘোষণা হয়ে গিয়েছে, বিক্রির জন্য আর একটিও টিকিট পড়ে নেই।
কলকাতা ডার্বি নিয়ে লাল-হলুদ কোচের চিন্তা-ভাবনা কী?
আমার কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে কলকাতা ডার্বি ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ এবং বিশেষ ম্যাচ। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে আমরা খুবই উত্তেজিত। ওরা ভাল দল। আমাদের পক্ষে ম্যাচটা কঠিন হবে। তবে আমরা পুরো তিন পয়েন্ট পাওয়ারই চেষ্টা করব। আমরা এখানে জিততেই এসেছি। ডার্বিতে ফর্মই শেষ কথা নয়। সারা সপ্তাহ ভাল প্রস্তুতি নিয়েছি আমরা। শনিবারের ম্য꧒াচে তার প্রতিফ🅘লন নিশ্চয়ই দেখা যাবে।
ডার্বিতে নামার আগে কী বললেন ATK মোহনবাগানের কোচ?
আমি আমার দল নিয়েই বেশি ভাবি। ꦫকারণ, প্রতিপক্ষ কেমন, তা তো আর আমার হাতে নয়। প্রতিপক্ষ ভাল দল। ওদের ভাল ভাল খেলোয়াড় আছে। কিন্তু আমি নিজের দলের উন্নতি নিয়ে বেশি ভাবি। সামন🌱ে অনেক ম্যাচ আছে। এটাই এখন আমাদের লক্ষ্য। ছোটখাটো ব্যাপারগুলোতে আরও উন্নতি করতে হবে আমাদের। তবে প্রতিপক্ষদের নিয়ে বেশি চিন্তা করছি না।
এটিকে মোহনবাগানের আক্রমণ বনাম ইস্টবেঙ্গলের রক্ষণ!
এদিনের ম্যাচে এটিকে মোহনবাগানের আক্রমণের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের রক্ষণের লড়াই দেখা যেতে চলেছে বাংলার ফুটবল প্রেমীরা। মোহনবাগানের রক্ষণকে সাম্প্রতিক কালে দুর্বল মনে হয়েছে। একটানা আক্রমণ করেই রক্ষণের দুর্বলতা ঢেকে দিতে চাইছে তারা। অন্য দিকে, স্টিভন আবার রক্ষণ শক্তিশালী করে আক্রমণে উঠতে চাইবে। সমস্যা হল, রক্ষণ যে সব সময় তাঁকে ভরসা দিতে𒁃 পারছে এমনটা নয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।