বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ATKMB vs NEUFC: প্রথম ম্যাচেই উইনিং কোড ক্র্যাক ফার্নান্দোর, নর্থ ইস্টের বিরুদ্ধে টান টান ম্যাচ জিতল ATKMB
ATKMB vs NEUFC: প্রথম ম্যাচেই উইনিং কোড ক্র্যাক ফার্নান্দোর, নর্থ ইস্টের বিরুদ্ধে টান টান ম্যাচ জিতল ATKMB
5 মিনিটে পড়ুন Updated: 21 Dec 2021, 09:46 PM ISTRishav Roy
চার ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে তিন পয়েন্টের মুখ দেখল সবুজ-মেরুন শিবির।
চার ম্যাচ নাগাড়ে জয়হীন থাকার পর অবশেষে তিন পয়েন্টের মুখ দেখল এটিকে মোহনবাগান। অবশ্য ৯০ মিনিটেই দুর্ধর্ষ লড়াইয়ের পর কষ্টার্জিত জয়ের মুখ দেখলেন সবুজ-মেরুনের নতুন কোচ জুয়ান ফার্নান্দো। ম্যাচের শুরুতেই সুহেরের গোলে পিছিয়ে পড়লেও প্রথমার্ধের ঠিক শেষে এটিকে মোহনবাগানকে সমতায় ফেরান লিস্টন কোলাসো। দ্বিতীয়ার্ধে হুগো বৌমাসের জোড়া গলে এগিয়ে যায় সবুজ মেরুন। মাশহুর শেরেফ শেষ দিকে গোল করে হাইল্যান্ডার্সদের অক্সিজেন জোগালেও তা যথেষ্ট ছিলনা। ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় এটিকে মোহন🦩বাগান।
21 Dec 2021, 09:46 PM IST
ম্যাচ সেরা লিস্টন কোলাসো
ম্যাচে কোলাসোর গোলেই সমতায় ফেরে এটিকে মোহনবাগান। তবে গোল করা ছাড়াও প্রচুর দুরন্ত রান নিয়ে অনেক গোলের সুযোগও তৈরি করেন তরুণ কোলাসো। নিরন্তর গোটা ম্যাচে উইং ধরে খাটনির পরে এটিকে মোহনবাগানের ১৭ নম্বর জার্সিধারীকেই সেরা বাছা হ🃏য়।
21 Dec 2021, 09:31 PM IST
ম্যাচ শেষ, ৩-২ জয়ী মোহনবাগান
রুদ্ধশ্বাস, ফুটবলের পরিভাষায় একেবারে এন্ড টু এন্ড দ্বিতীয়ার্ধের পর অবশেষে তিন পয়েন্ট ঘরের তুলল মোহনবাগান। কোলাসো দুর্ধর্ষ খেলে গোল করলেও বৌমাসের জোড🐻়া গোলই পার্থক্য গড়ে দেয়।
21 Dec 2021, 09:29 PM IST
৯০+৩- ফের মিস মনবীরের
প্রতিআক্রমণে নর্থ ইস্টের একজন ডিফেন্ডারের বদলে এটিকে মোহনবাগানের তিনজন ফরোয়ার্ড দুরন্ত গতিতে আক্🔴রমণে যান। তবে ঠিক আগের কথাই সত্যি হল। গোল নেই আজ মনবীরের ভাগ্যে। শট নেওয়ার আগে পর্যন্ত সবটা একেবারে সঠিক করেও তাঁর বাঁ- পায়ের শট গোলের বহু বাইরে 🌳দিয়ে বেরিয়ে যায়।
21 Dec 2021, 09:26 PM IST
৯০+২- শেরেফের শট সেভ
ম্যাচে এক গোল করে আত্মবিশ্বাসী🐽 শেরেফ দূরপাল্লার শট নিলেও তা সেভ হয়ে যায়।
21 Dec 2021, 09:25 PM IST
৯০ মিনিট- সুযোগ হাতছাড়া
সাবস্টিটিউট সুসাইরাজ বক্সের ম⛦াঝখান থেকে হেডে গোল করে দলের জয় সুনিশ্চিত করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পার🔯েননি।
21 Dec 2021, 09:24 PM IST
৯০ মিনিট- গোল নেই মনবীরের ভাগ্যে
কাউকোর থ্রু বল পায়ে পেয়েও মনবীর ডান পায়ের শট জালে জড়াতে ব্যর্থ। আজ মনে হচ্ছেনা তিনি গোল করতে পারবেন।🍸 যদিও তাঁর স্বপক্ষে গোলের জন্য কোণটা একটু কঠিনই ছিল বলতে হবে।
21 Dec 2021, 09:22 PM IST
৮৭ মিনিট- অক্সিজেন পেল নর্থ ইস্ট
পরিবর্ত হিসেবে নামা শেরেফের গোলে স্কোর ২-৩ করল হাই𝔉ল্যান্ডার্সরা। ম্যাচে কী দুরন্তভাবে ফিরে এসে সবুজ মেরুনের চার ম্যাচ পরে তিন পয়েন্টের আশা চূর্ণ করতে পারবে নর্থ ইস্ট?
ম্যাচের প্রথম এগারোয় ম্যাকহিউ জায়গা নিয়েছিলেন কাউকোর। দ্বিতীয়🌳ার্ধে তাঁর জায়গায়ই নামলেন ফিনিশ মিডফিল্ডার।
21 Dec 2021, 08:57 PM IST
৬০ মিনিট- সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হাইল্যান্ডার্সদের
মাত্র ছয় গজ দূর থেকে প্যাটট্রিক ফ্লোটম্যানের হেডার গোলের ওপরܫ দিয়ে বেরিয়ে যায়।
21 Dec 2021, 08:56 PM IST
৫৫ মিনিট- কৃষ্ণর শট ব্লক
আক্রমে ঝড় তুলছে এটিকে💫 মোহনবাগান। 🥂লিড নিয়ে দুই মিনিটের মধ্যেই পরপর কোলাসো ও কৃষ্ণ দুটি শট ব্লক করে নর্থ ইস্ট।
21 Dec 2021, 08:54 PM IST
৫২ মিনিট- এগিয়ে গেল সুবজ-মেরুন
কৃষ্ণর ঠিকানা লেখা থ্রু বল কোলাসোর পা থেকে প্রায় বাঁচিয়ে দিলেও বল ফিরে চলে আসে শুভাশিসের পায়ে। ফাঁকা গোলে মাথা ঠান্ডা রেখে পেনাল্টি বক্সের ভিতরেই ট্যাপ ইন করে মরশুমের চতুর্থ গোলটি করেন🔯 হুগো বৌমাস।
21 Dec 2021, 08:50 PM IST
৪৭ মিনিট- সুবর্ণ সুযোগ মিস মাপুইয়ার
নর্থ ইস্টকে 🍬এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন মাপুইয়া। ফাঁকা গোলে বল জড়াতে ব্যর্থ হন তিনি।
21 Dec 2021, 08:40 PM IST
দ্বিতীয়ার্ধের খেলা শুরু
দুই দলই একই দল নিয়ে মাঠে নেমেছে। এখনও অব꧂ধি একটি নর্থ ইস্টই একটি পরিবর্তন করেছে প্রথমার্ধে।
21 Dec 2021, 08:27 PM IST
প্রথমার্ধের খেলা শেষ, স্কোর ১-১
প্রথমার্ধে একদম শুরুতে ও শেষে এখনও ম্যাচের দুই গোল হয়। দুই মিনিটেই সুহেরের গোলে পিছিয়ে পড়ার পর, ইনজুরি টাইমে কো🍎লাসোর হেডারেম্যাচে সমতায় ফেরে সবুজ-মেরুন।
21 Dec 2021, 08:25 PM IST
৪৫+৪ মিনিট- শট ব্লক
সমতায় ফিরে রক্তের স্বাদ পাওয়া মোহন💜বাগানকে প্রথমার্ধ শেষের আগেই এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন আশুতোষ মেহেতা। ♔তবে তাঁর শট ব্লক করে দেয় নর্থ ইস্ট।
21 Dec 2021, 08:24 PM IST
৪৫+২ মিনিট- গোওওওওললল
মির্শাদের ভুলের সুযোগ বৌমাস তুলতে ব্যর্থ হলেও, মাথা ঠান্ডা রেখে তিনি কৃষ্ণকে বল বাড়ান। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করার🔥 পর বাঁ-দিক থেকে লুপিং হেডারে এটিকে মোহনবাগানকে সমতায় ফেরান লিস্টন কোলাসো। এটি ২১ ম্যাচে কৃষ্ণর ১৯তম গোলের অবদান (গোল+অ্যাসিস্ট)।
21 Dec 2021, 08:19 PM IST
৪৪ মিনিট- ফাউল ফ্রি-কিকের বন্যা
পরপর সুহের, ম্যাকহিউ ফ🦩্রি-কিক প্রদান করেন। একের পর এক টেকটিক্যাল ফাউল করছে দুই দল।
21 Dec 2021, 08:16 PM IST
৪১ মিনিট- সুযোগ নষ্ট মোহনবাগানের
নর্থ ইস্টের কর্ণার থেকে প্রতিআক্রমণে দারুণ সুযোগ পেয়েছিলেন কোলাসো। তবে মির্শাদ তা সেভ করে দেন। পরিবর্তে হ🎉ুগো বৌমাসের বল নর্থ ইস্ট ফুটবলারের হাতে লাগলে পেনাল্টির দাবি জানালো হলেও, হাত একেবারে শরীরের সঙ্গে লাগানো থাকায় পেনাল্টির দেওয়া হয়নি।
21 Dec 2021, 08:14 PM IST
৪০ মিনিট- অমরিন্দরের সেভ
রোছ🌟ারজেলার প্রায় ৪০ গজ দূর থেকে দুরন্ত শট বাঁ-দিকে ঝাঁপিয়ে সেভ🌊 করতে বাধ্য হন অমরিন্দর।
21 Dec 2021, 08:11 PM IST
৩৬ মিনিট- মাঠে মেডিক্যাল স্টাফ
কামারা ও কৃষ্ণ দুইজনেই বলের লক্ষ্যে ঝাঁপালে তাঁদের🦩 মাথার সংঘর্ষ হয়। দ্রুতই মাঠে মেডিক্যাল স্টাফ ছুটে আসেন। কৃষ্ণ এই সংঘর্ষে বেশি আহত হয়েছন বলে মনে হচ্ছে।
বারবার কোলাসোর দূরপাল্লার শট এবং তা♐ঁর টেকনিক বেশ চাপে ফেলছে নর্থ ই♚স্টকে। বক্সের বাইরে থেকে তাঁর শট ফের অল্পের জন্য গোলের বাইরে বেরিয়ে যায়।
21 Dec 2021, 08:06 PM IST
মোহনবাগানকে ম্যাচে ফেরানোর সুযোগ নষ্ট করেন মনবীর
21 Dec 2021, 08:06 PM IST
জলপানের বিরততে এগিয়ে নর্থ ইস্ট
ম্যাচের দুই মিনিটে সুহ✅েরের গোলই এখনও অবধি দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে।
21 Dec 2021, 08:03 PM IST
২৮ মিনিট- অল্পের জন্য গোলের বাইরে কোলাসোর ফ্রি-কিক
হুগো বৌমাসের জেতা ফ্꧂রি-কিক থেকে পেনাল্টি বক্সের বেশ কাছে গোল করার ভাল সুযোগ পেয়েছিল মোহনবাগান। লিসন্ট কোলাসোর ফ্রি-কিক দারুণ ডিপ করলেও গোলের ওপেরর জালে হালকা টাচ করে বাই💎রে চলে যায়।
21 Dec 2021, 08:01 PM IST
২৬ মিনিট- নর্থ ইস্টের পরিবর্তন
আহত গ♋ুরজিন্দরকে বাধ্য হয়েই তুলে নিল নর্থ ইস্ট। তাঁর জায়গায় মাঠে নামলেন টনডোন্বা।
21 Dec 2021, 07:57 PM IST
২৩ মিনিট- অল্পের জন্য দূরপাল্লার শট মিস মাপুইয়ার
প্রতিআক্রমণে নর্থ ⛄ইস্ট বেশ চাপে ফেলছে মোহনবাগানকে। মাপুইয়ার দূরপাল্লার শট মোহনবাগান গোলের খুব একটা 🍨ওপরে ছিল না।
21 Dec 2021, 07:53 PM IST
১৮ মিনিট- সাইড নেটিং কৃষ্ণর
ম্য💧াচে হাইল্যান্ডার্সরা লিডে থাকলেও নিরন্তর চাপ বজায় রেখেছে মোহনব൲াগান। কৃষ্ণ বক্সের ভিতরে শক্ত সুযোগ পেয়ে বল জালের ভুল দিকে জড়িয়ে দেন।
21 Dec 2021, 07:52 PM IST
১৮ মিনিট- সুযোগ নষ্ট নর্থ ইস্টের
অমরিন্দেরের ভুলে সুযোগ পেয়ে গিয়েছিল নর্থ ইস্ট। তবে দ্রুত এটিকে মোহনಞবাগানের ফুটবলাররা ডিফেন্সে নেমে আসেন। কামাররা দূরপাল্লার শট ব্লক করে দেয় সবুজ-মেরুন।
21 Dec 2021, 07:48 PM IST
১৫ মিনিট- ৫০-৫০ সুযোগে হেড দিয়ে কৃষ্ণকে রুখলেন মির্শাদ
থ্রু বলে রয় কৃষ্ণ চোড়া গতির পরিচয় দিয়ে একেবারে পেনাল্টি বক্সের ধারে ৫০-৫০ বল জিতে নেন কৃষ্ণ। তবে ভাগ্যবশত তাཧঁর শট নর্থ♓ ইস্টের গোলরক্ষক মির্শাদের মাথায় লেগে বাইরে বেরিয়ে যায়।
21 Dec 2021, 07:45 PM IST
১২ মিনিট- সহজ সুযোগ নষ্ট মনবীরের
কর্ণার থেকে বক্সের ভিতরে একেবারে গোলরক্ষকের সামনে ওয়ান অন ওয়ান স꧃ুযোগ পেয়ে গিয়েছিলেন মনবীর। তবে সবাইকে অবাক করে মনবীরের শট গোলের অনেক ওপর দিয়ে চলে যায়।
21 Dec 2021, 07:41 PM IST
৮ মিনিট- পেনাল্টি জয়ের বৃথা চেষ্টা কৃষ্ণর
নর্থ ইস্টের পেনাল্টি বক্সে ব🧜ল পায়ে পেয়েও খারাপ টাচ নিয়ে বল দখলের বাইরে চলে যাওয়ায় পড়ে গিয়ে পেনাল্টি আদায়ের চেষ্টা করেন রয় কৃষ্ণ। তবে রেফারি তাঁর দাবি নাকচ করꦛে দেন।
21 Dec 2021, 07:35 PM IST
2 মিনিট- শুরুতেই পিছিয়ে গেল এটিকে মোহনবাগান
মাত্র দুই মিনিটে, কার্যত নিজেদের প্রথম আক্রমণে কর্ণার পাওয়ার পর, ভিপি সুহেরের ফ্লিক হেডারে পিছিয়ে গেল ম𓄧োহনবাগান।
21 Dec 2021, 06:50 PM IST
মাঠে উপস্থিত জুয়ান ফার্নান্দোর এটিকে মোহনবাগানও
21 Dec 2021, 06:49 PM IST
মাঠে চলে এসেছে নর্থ ইস্ট ইউনাইটেড
21 Dec 2021, 06:46 PM IST
নর্থ ইস্টের সাম্প্রতিক ফর্ম
সাত ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড ২টি ম্যাচ জিতলেও ৪টিতে হারতে হয়েছে। ড্র এসেছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। তবে হায়দরাবাদের বিরুদ্ধে পাঁচ গোলের লজ্জার পর গত ম্যাচে ইস্টবেঙ্গলকে হারিয়ে কিছুটা স্বস্তি ফিরেছে নর্থ ইস্ট শিবিরে। এবার কলকাতার আরেক জায়ান্ট এটিকে মোহনবাগানকে হারিয়ে নিজেদের জয়ের ধারা অব্যাহ🎉ত রাখতে বদ্ধপরিকর খালিদ জামিলের দল।
21 Dec 2021, 06:42 PM IST
মোহনবাগানের সাম্প্রতিক ফর্ম
এই মরশুমে এඣখনও অবধি ছয় ম্যাচের মধ্যে এটিকে মোহনবাগান ২টি ম্যাচ জিতেছে, ২টি ড্র করেছে, ২টি ম্যাচ হেরেছে। শেষ ম্যাচে বেঙ্গালুরুর সঙ্গে ড্র করার পর আন্তোনিও লোপেজ হাবাস বিদায় নিয়েছেন। এবার দলের দায়িত্ব আরেক স্প্যানিয়ার্ড জুয়ান ফার্নান্দো কাঁধে।