মারাত্মক চাপে রয়েছেন সুনীল ছেত্রীদের কোচ ইগর স্টিমাচ। কারণ ভারত এশিয়া কাপে খেলার যোগ্যতাঅর্জন করতে না 🤡পারলেই, চাকরি যাবে স্টিমাচের। এ কথা সরাসরি জানিয়েও দেওয়া হয়েছে তাঁকে। তবে সুনীলদের কোচ কিন্তু আত্মবিশ্বাসী।
জুনের দ্বিতীয় সপ্তাহে এশিয়া কাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচগুলো হবে কলকাতায়। তার আগে প্রস্তুতি সারতে দলবল নিয়ে শহরে চলে এসেছে স্টিমাচ। এমন কী বুধবার এটিকে মোহ🅷নবাগানের সঙ্গে🤪 একটি প্র্যাক্টিস ম্যাচও খেলে ফেলেছেন সুনীলরা। যদিও সেই ম্যাচটি তারা হেরেছে।
এর পর ১৭ এবং ২০ মে আই লিগ অল স্টার্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। কলকাতায় এই তিনটে ম্যাচ খেলার পর ভারতীয় দল দোহা উড়ে যাব🅠ে। সেখানে জাম্বিয়া এবং জর্ডনের বিরুদ্ধে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। তাই স্টিমাচের ধারণা, যথেষ্ট তৈরি হয়েই নামতে পারবে দল।
মঙ্গ♋লবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এশিয়া কাপে কোয়ালিফাই করার ব🦹িষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী বলে মনে হল স্টিমাচকে। স্টিমাচ বলেন, ‘আমি সাফল্য পাওয়ার বিষয়ে আশাবাদী। যোগ্যতা অর্জন পর্বে আমাদের গ্রুপে আমরাই ফেভারিট। আমার ধারণা ভারত মূল পর্বে খেলবে। আশা করছি আমাদের সমর্থনে কলকাতার লোকেরা মাঠ ভরাবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।