প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক বাইচুং ভুটিয়া রবিবার সুপ্রিম কোর্টে য♍ান। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নতুন সংবিধানকে সমর্থন করে। পাশাপাশি ৩৬ সদস্য বিশিষ্ট ফুটবল খেলোয়াড়দের কমিটি সাধারণ সভার দাবি♋তে তিনি সরব। বিশিষ্ট ফুটবলাররা সেই ইলেক্টোরাল কলেজের অংশ হবেন, যারা ওয়ার্কিং কমিটি নির্বাচন করবে।
বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের স🍎ামনে প্রাক্তন তারকা ফুটবলার অনুরোধ জানিয়েছেন, প্রশাসকদের কমিটি (সিওএ) যে খসড়া সংবিধানকে চূড়ান্ত করেছে, এবং সংশোধিত নিয়মের অধীনে থেকে নির্বাচন শেষ করার জন্য।
আরও পড়ুন: মাঠের পর বাইরে লড়াꦯই- বাইচুং হতে চান AIFF প্র✅েসিডেন্ট, সামনে কল্যাণ চৌবে
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য ফিফা অল ইন্ডিয়া ফুটবল ফেডারে♑শনকে নির্বাসিত করেছে। যার জেরে ঝড় উঠেছে ভারতীয় ফুটবলে। পাশাপাশি অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপও সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। এর মধ্যে সোমবার শুনানি রয়েছে। কেন্দ্রীয় সরকার গত সপ্তাহে মামলাটি স্থগিত করে বলেছিল যে, তারা নির্বাসন প্রত্যাহারের বিষয়ে ফি♚ফার সাথে আলোচনা করবে।
কয়েক মাস আগে, প্রশাসনিক কমিটি (CoA) অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) জন্য একটি নতুন সংবিধান তৈরি করেছে। এখন🧸 তা বাস্তবায়নের লড়াই চলছে। এটি বাস্তবায়নের জন্য অনেক প্রাক্তন ফুটবলার আবেদন করেছেন। এ বার তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়াও। প্রসঙ্গত, বাইচুং ভুটিয়া সহ আর🎉ও ৭ জন ফেডারেশনের নতুন সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন।
আরও পড়ুন: নির্বাসনের💯 গেড়ো- AFC Cup-এ ATK ♓MB-র কপাল পুড়লে, ভাগ্য খুলবে বাংলাদেশের ক্লাবের
'নতুন সংবিধান প্রাক্তন খেলোয়াড়দের স্বার্থে'
ফুটবল অ্যাসোসিয়েশনের মামলায় হস্তক্ষেপের আবেদনও করেছেন বাইচুং ভুটিয়া। ভুটিয়া তিনি তাঁর আবেদনে বলেছেন যে, সিওএ দ্বারা তৈরি সংবিধানকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন আইন হিসেবে গ্রহণ করা উচিত। কারণ নতুন সংবিধান শুধু আজকের যুগে যে পরিবর্তন এসেছে সেটা অনুযায়ী নয়, কার্যকারীতা ও প্রাক্তন খে๊লোয়াড়দের ব্যাপারেও বেশি সংবেদনশীল। তাঁদের স্বার্থে চিন্তা করা।
বাইচুং ভুটিয়ার দাবি, ‘এটি (খসড়া সংবিধান) প্রাক্তনদের অগ্রাধিকার দেয় এবং বর্তমান ও প্রাক্তন খেলোয়াড়দ🦋ের কল্যাণ এবং সুবিধার্থে তৈরি করা।’
উপযুক্ত আদেশ দেওয়ার জন্য বাইচুং আদালতে আবেদন💃 ꦛকরেছেন
ভুটিয়া বলেছিলেন যে, সুস্থ গণতান্ত্রিক, যুক্তিযুক্ত এবং সমান ভোটের অধিকারে♑র কারণে, ব্যবহারিক ব্যবস্থা ভারতীয়♎ ফুটবলের সোনালী ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে। এই কমিটি আধুনিক প্রয়োজন অনুযায়ী যথাযথ সংস্কার, পরিবর্তন এবং পদক্ষেপ গ্রহণ করবে। বাইচুং ভুটিয়া তার আবেদনে, ফুটবল ফেডারেশনে কোওন গোষ্ঠীর একচেটিয়া ক্ষমতা প্রদর্শন করার বিষয়টি থেকে চিরতরে মুক্ত করতে আদালতকে উপযুক্ত আদেশ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।