শুভব্রত মুখার্জি: অনবদ্য একটি মরশুম সবেমাত্র শেষ করেছে পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি। এই মরশুমে যে ট্রফিতেই তারা খেলেছে সেখানেꦍই সাফল্য ধরা দিয়েছে তাদের কাছে। পড়শি ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ১৯৯৯ সালে যে কীর্তি গড়েছিল ২০২৩ সালে এসে সেই কীর্তিকেও স্পর্শ করেছে তারা। প্রসঙ্গত সবেমাত্র শেষ হওয়া মরশুমে প্রিমিয়র লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগের ত্রিমুকুট অর্থাৎ 'ট্রেবেল' জিতেছে তারা। আর এই ত্রিমুকুট জয়ের জন্য ম্যান সিটিকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের ওপেনার শুভমন গিল। শুভেচ্ছা জানানো শুধু নয় সিটির দুই তারকা আর্লিং হ্যালান্ড এবং কেভিন ডি-ব্রুইনার সঙ্গে সরাসরি সাক্ষাৎও করেছেন তিনি। যে সাক্ষাতের পরে স্বাভাবিকভাবেই তাঁকে বেশ উচ্ছ্বসিত দেখিয়েছে। সেই ছবিও নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করেছেন শুভমন গিল।
আরও পড়ুন… কোথায় দাঁড়াতে হবে সেট♏া জানা উচিত- কোহলি-পূজারারা অলস ফিল্ডার, সাফ কথা কাইফের
প্রসঙ্গত সম্প্রতি গিল ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে গিয়েছেন। ডব্লুটিসি ফাইনালে ইতিমধ্যেই ওভালে ভারতকে হারিয়ে দিয়েছে অজিরা। পরপর দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠেছিল ভারত। দুবার🃏েই তাদেরকে হারতে হয়েছে। প্রথমবার তাদের হারতে হয়েছে নিউজিল্যান্ডের কাছে। সেবার আট উইকেটে ভারতকে হারিয়েছিল কিউয়িরা। আর দ্বিতীয় ফাইনালে ভারতকে ২০৯ রানে হারালো অজিরা। এই দুটি ফাইনালই খেলেছেন নবীন তারকা ওপেনার শুভমন গিল। ডব্লুটিসি ফাইনালের আগে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার ডার্বিও দেখতে গিয়েছিলেন শুভমন। সেটি ছিল এফএ কাপের ফাইনাল। সে দিন ও ম্যান সিটির জয় চাক্ষুষ করেছিলেন তিনি।
আরও পড়ুন… ভারতের টেস্ট দলকে শক🅷্তিশালী করতে এখনই এই তিন তারকাকে দলে নিতে বললেন দীনেশ কার্তিক&🀅nbsp;
আরও পড়ুন… ২২ গজে অজিদের সঙ্গে বন্ধুত্ব নয়, সবসময় বিপক্ষ হিসেবেই🤡 দেখেন জেমস অ্যান্ডারসন
শুভমন গিল নিজের সোশ্যাল মিডিয়া অ্যাক🐠াউন্ট থেকে দুটি ছবি পোস্ট করেছেন। প্রিমিয়ার লিগের ক্লাব ম্যান সিটিকে ট্যাগ করেছেন সেই ছবি দুটিতে।তাদেরকে 'ট্রেবেল' অর্থাৎ ত্রিমুকুট জয়ের শুভেচ্ছা জানিয়েছেন। একটি ছবিতে তিনি কেভিন ডে ব্রুইনার সঙ্গে রয়েছেন। অপরটিতে তিনি রয়েছেন আর্লিং হ্যালান্ডের সঙ্গে। প্রিমিয়র লিগে অভিষেক মরশুমেই পারফর্ম করেছেন আর্লিং হ্যালান্ড। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে অবশ্য চোটের কারণে মাঝপথেই উঠে যেতে হয়েছিল ব্রুইনাকে। ম্যাচের আধঘন্টা খেলা হয়ে যাওয়ার পরেই হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। সেই কারণে বেশ কিছুটা সময় ম্যাচটি বেঞ্চে বসেই দ♎েখতে হয়েছিল তাঁকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।