লাউতারো মার্টিনেজের জোড়া গোল, গ্রুপ পর্বের শীর্ষে থেকে♓ কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্তিনা। অন্যদিকে চিলি-পেরুকে পিছনে ফেলে শেষ আটে উঠল কানাডা। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই কোপা আমেরিকার কোয়🐼ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্তিনা। গ্রুপ লিগে নিজেদের শেষ ম্য়াচ জিতে অপরাজিত থাকল তারা। গুরুত্বের বিবেচনায় পেরুর বিরুদ্ধে আর্জেন্তিনার ম্যাচটা ছিল অনেকটা নিয়মরক্ষার। সে কারণেই গত ম্যাচের একাদশ থেকে ৯ জনকে পরিবর্তন করা হয়েছিল। লিওনেল মেসিও ছিলেন বিশ্রামে। নিষেধাজ্ঞা পাওয়ার কারণে ডাগআউটে ছিলেন না কোচ লিওনেল স্কালোনিও। পেরুর বিরুদ্ধে খেলতে নামে প্রায় অন্য আর্জেন্তিনা। যদিও এত বদলের পরেও জিততে কোনও অসুবিধা হয়নি তাদের।
আরও পড়ুন… IND vs SA: এটা আমাদের জন্য গর্বের মুহূর্ত- হেরে হতাশ গলায় 📖দলের পাশে দাঁড়ালেন এ💎ডেন মার্করাম
রবিবার মায়ামির হার্ডরক স্টেডিয়ামে পেরুর বিরুদ্ধে খেলতে নেমেছিল আর্জেন্তিনা। এই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা না পাওয়া গেলেও, দ্বিতীয়ার্ধে গোল করতে সফল হয় আর্জেন্তিনা। তাদের হয়ে জোড়া গোল করেন লাউতারো মার্টিনেজ। ম্যাচে ৭৪ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্তিনার। ১২টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়েছিল তারা। অপরদিকে, পের🍎ু ৬টি শটের মধ্যে লক্ষ্যে রেখেছিল মাত্র একটি।
শুরুতেই বল দখলে এগিয়ে থেকে পেরুর ওপর চাপ বাড়াতে থাকে আর্জেন্তিনা। ম🐷্যাচের ২১ মিনিটে প্রথম সুযোগ পায় পেরু। কার্লোস জামব্রানোর হেড টার্গেট মিস করে। ২৭ মিনিটে দারুণ একটা সুযোগ পায় আর্জেন্তিনা। পারেদেসের দূরপাল্লার ফ্রি-কিক দারুণভাবে তালুবন্দি করেন পেরু গোলরক্ষক গালেসে। বিরতির ঠিক আগে আবারও পেরুকে বাঁচিয়ে দেন গালেস। লা সেলসোর শট দারুণভাবে বাঁচিয়ে দেন তিনি। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।
আরও পড়ুন… IND vs SA Pitch Repo🌊rt: ফাইনাল হবে চার নম্বর পিচে! জেনে ꦕনিন বার্বাডোজের উইকেট কাদের সাহায্য করবে
বিরতি থেকে ফিরে এসে আক্রমণের ঝাঁঝ বাড়ায় আর্জেন্তিনাꦬ। যার সুফল আসে মিনিট দুয়েকের মধ্যেই। ডি'মারিয়ার পাস থেকে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি লাউতারো মার্টিনেজ। এই নিয়ে চলতি কোপা আমেরিকায় তাদের গ্রুপ ম্যাচের প্রত্যেকটিতেই গোলের দেখা পেলেন বিশ্বজয়ী তারকা। ৮৬ মিনিটে আরও একটা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিনেজ। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে গ্রুপের শীর্ষে থেকেই মাঠ ছাড়ে আর্জেন্তিনা।
তিন ম্যাচের পরে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্তিনা। এই গ্রুপের অন্য ম্যাচে 🤪কানাডার সঙ্গে গোলশূন্য ড্র করে চিলি। এরফলে চলতি কোপা আমেরিকা থেকে বিদায় নেয় চিলি। ৩ ম্যাচ🎐ে চার পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করেছে কানাডা। অন্যদিকে চিলি ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের তিনে থেকেই এবারের কোপা যাত্রা শেষ করে। এদিন আর্জেন্তিনার কাছে হারের ফলে পেরুর পকেটে রয়েছে ১ পয়েন্ট, তারাও কোয়ার্টারে উঠতে পারেনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।