জဣল্পনা প্রবল ছিল। এ বার জানা গিয়েছে, প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড প্লেয়ার ক্রিশ্চি🐟য়ানো রোনাল্ডো সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে ২ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। এমনটাই দাবি করেছে সৌদি আরবেরই সংবাদ মাধ্যম।
আল আরাবিয🐬়া একটি টুইটে দাবি করেছে, ‘সৌদি আরবের ꦅআল-নাসের আনুষ্ঠানিক ভাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছে।’
বিশ্বকাপে🏅র মাঝে প্রাক্তন ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ এবং কর্তাদের সঙ্গে ঝামেলায় জড়ান সিআরসেভেন। শেষ পর্যন্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বিচ্ছেদ হয় ত🍸াঁর। রোনাল্ডো ফ্রি-ফুটবলার হয়ে যান।
বিশ্বকাপের মাঝেই শোনা গিয়েছিল, সৌদির ক্লাব আল নাসেরে যাচ্ছেন পর্তুগীজ তারকা। তবে এই প্রসঙ্গে ধোঁয়াশাই রেখেছিলেন তিনি। বলেছিলেন, আল নাসের নিয়ে নাকি তিনি ভাবেনইনি না। বিশ্বকাপ মিটতেই আবার খবরের কেন্দ্রে সিআর সেভেন। সৌদি আরবেই তিনি নতুন করে লড়াই শুরু করছেন, এমন খবরে চ🧸াঞ্চল্য তুঙ্গে।
আরও পড়ুন: একদি🏅ন আকাশে ফুটবল খেলব আমরা- মারাদোনার মৃত্যুতে লিখেছিলেন পেলে,ꦯ দ্বৈরথ তবে শুরু?
এরিক টেন হ্য়ꦺাগ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পরই কড়া হাতে দলের রাশ নিয়েছিলেন। তাঁর কাছে সব প্লেয়ার সমান। যাঁকে যে পজিশনে, যেমন ভাবে প্রয়োজন, সে ভাবেই খেলাবেন। তারকা, অতীত পরিসংখ্য়ান নিয়ে মাথা ঘামাননি ম্য়ান ইউ কোচ। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। তার মধ্যে রোনাল্ডোর ফর্ম না থাকায় বহু ম্🍸যাচেই তাঁকে রিজার্ভ বেঞ্চে বসতে হয়েছে। হাতে গোনা কিছু ম্য়াচে পরিবর্ত হিসেবে নামানো হয়েছিল তাঁকে। যা মানতে পারেননি পর্তুগীজ তারকা। তবে কোচের পাশে ছিল ক্লাব।
আরও পড়ুন: ১৯৭৭-এ প্রথম শহর🍷ে আসা পেলের,২০১৫-তেও ভালোবাসার টানে ফেরা,স্মৃতিতে ডুবল তিলোত্তমা
কাতার বিশ্বকাপের আগে পিয়ের্স মর্গ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাব সম্পর্কে নানা ♕মন্তব্য করেন রোনাল্ডো। দাবি করেন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তাঁর সঙ্গে প্রতারণা করেছে। ঝামেলার জেরে বিশ্বকাপের মাঝেই ম্যান ইউয়ের সঙ্গে তাই বিচ্ছেদ হয় রোনাল্ডোর। যাইহোক ইউরোপের কোনও ক্লাবে সে অর্থে ঠাঁই না পেয়ে, মধ্যে এশিয়ার ক্লাবেই সম্ভবত পাড়ি🧔 দিচ্ছেন রোনাল্ডো।
আল নাসেরের ক্রীড়া♕ পরিচালক মার্সেলো সালাজার♌ এর আগে ধোঁয়াশা রেখে সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আমার হ্যাঁ বা না বলার অনুমতি নেই। আসুন অপেক্ষা করি বছরের শেষ পর্যন্ত এবং কী ভাবে কী ঘটে, তাই দেখতে হবে। এটি (রোনাল্ডোর আল নাসেরে যোগ দেওয়া) শুধুমাত্র ক্লাবের জন্য নয়, দেশ এবং বিশ্ব ফুটবলের জন্য একটি বিশাল চর্চার বিষয়।’
তিনি আরও যোগ করেন, ‘আমি যা বলতে পারি, তা হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফুটবল ইতিহাসের সেরাদের একজন। একজন অ্যাথলিট হিসেবে তিনি স♔ব সময়েই আমার কাছে উদাহরণ হয়ে আছেন। তবে সবটা সঠিক সময়ে প্রকাশিত হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।