ফুটবল বিশ্বের অন্যতম বড় নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে তাঁর অসংখ্য ফ্যান। তেমনই এক ভক্তের কারনামা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। শুধুমাত্র একবার এই কিংবদন্তি ফুটবলারের সঙ্গে দেখা করার আশা নিয়ে চিন থেকে সাইকেলিং করে সৌদি আরবে গিয়ে উপস্থিত হন তিনি। সাইকেল চাܫলান প্রায় ১৩ হাজার কিমি।
চিনের এক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী, এবছরের ১৮ মার্চ বাড়ি থেকে রওনা হয়েছিলেন ওই যুবক। দীর্ঘ ৭ মাস সাইকেল চালিয়ে ২০ অক্টোবর তিনি গিয়ে পৌঁছন সৌদির আল নাসের ক্লাবে। জানা যাচ্ছে ওই যুবকের নাম গং। তিনি তাঁর পুরো যাত্রায় কাজাকিস্তান, জর্জিয়া, ইরান এবং কাতার সহ বিভিন্ন দেশের মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান। রোনাল্ডোর বর্তমান ক্লাব🔥 গং-এর অসাধারণ এই প্রচেষ্টার কথা জানার পর তারা ক্লাবের বাইরে একটি সাক্ষাতের আয়োজন করে।
এরপর গং এবং রোনাল্ডো যখন মুখোমুখি হন, তখন ক্রিশ্চিয়ানো তাঁর শার্টে স্বাক্ষর করেছিলেন এবং তাঁর সঙ্গে বেশ কয়েকটি ছবি তুলেছিলেন। সাউথ চায়না মর্নিং পোস্টের মতে, গং তাঁর যাত্রাপথে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। তিনি ভাষার বাধা, বিভিন্ন দেশে বাজেট-বান্ধব খাবার এবং এত বিশাল দূরত্ব সাইকেল চালানোর শারীরিক ক্লান্তির সঙ্গে লড়াই করেছিলেন। পায়ের চোটের কারণে ফেব্রুয়ারিতে রোনাল্ডো চিন সফর বাতিল করেছিলেন। ꦦএর পরেই গং রিয়াদ সফরের সি😼দ্ধান্ত নিয়েছিলেন।
গং তাঁর বাইসাইকেলে একটি চিত্তাকর্ষক ১৩ হাজার কিলোমিটার পথ কভার করেছেন। তি🎃নি সঙ্গে নিয়েছিলেন দু’টি ৬০ হাজার mAh পাওয়ার ব্যাঙ্ক, একটি তাঁবু, রান্নার পাত্র, জামাকাপড় এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র৷ যেসব জায়গায় খাবারের দাম বেশি, সেখানে তিনি রুটির উপর নির্ভর করতেন এবং স্থানীয়দের সঙ্গে যোগাযোগের জন্য অনুবাদ সফটওয়্যার ব্যবহার করতেন। অগাস্ট মাসে আর্মেনিয়ায় থাকাকালীন তিনি প্রচন্ড জ্বরে অসুস্থ হয়ে পড়েন এবং রাস্তার ধারে পড়ে যান, পরে বিনামূল্যে হাসপাতালে চিকিৎসা পান।
গং জানান, যাত্রার অভিজ্ঞতা তাঁকে আরও পরিপক্ক এবং ধৈর্যশীল করেছে এবং অনেক নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করেছে। ১০ অক্টোবর রিয়াদে পৌঁছানোর পর, তাঁকে রোনাল্ডোর সঙ্গে দেখা করার জন্য বেশ কিছু দিন অপেক্ষা করতে হয়, কারণ তখন ইউরোপে ছিলেন সিআর সেভেন। আল নাসের এফসির তরফে তাঁকে রোনাল্ডোর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়, ൲যেটি অবশেষে ঘটেও। গং যখন রোনাল্ডোর সঙ্গে দেখা করেন, তখন এই কিংবদন্তি ফুটবলার তাঁর সঙ্গে করমর্দন করেন এবং জড়িয়ে ধরেন। এরপর একটি ৭ নম্বর আল নাসের এফসির জার্সিও সই করে উপহার হিসেবে দেন রোনাল্ডো।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।