প্রায় ২ বছর পর আবা🧸রও কলকাতায় ফিরছে ডার্বি। ডুরান্ড কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল মুখোমুখি 🎶হবে রবিবার। একদিকে যেমন ভারত-পাক ম্যাচ ঘিরে তুমুল উন্মাদনা রয়েছে। তেমনই অন্য দিকে আবার কলকাতা ময়দান জুড়ে ডার্বির উত্তেজনা।
বহু কাল পর শহরে ডার্বি হতে চলেছে। আর সেই ম্যাচের টিকিট নিয়ে কাড়াকাড়ি হবে না, তা হয় নাকি! ইতিমধ্যেই অনলাইনে টিকিট শেষ হয়ে গিয়েছে। ভরসা শুধুমাত্র অফলাইন। আর সেটাও পাওয়া যাবে একম🌟াত༒্র ক্লাব থেকেই। তাতেও চাহিদায় কোনও ভাঁটা পড়ছে না।
আরও পড়ুন: পরপর দুই ম্যাচ ড্র ইস্ট🔜বেঙ্গলের, এ বার আটকে গেল ATK MB-কে হারানো রাজস্থানের কাছ
শুক্রবার দুপুর থেকেই ডার্বি ম্যাচের অফলাইন টিকিট দেওয়া শুরু হয়েছে। মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু থেকে সেই টিকিট পাওয়া যাচ্ছে। আর সেই টিকিটের জಌন্য কার্যত মারামারি লেগে যাওয়ার উপক্রম। ইতিমধ্যে কলকাতা ডার্বির টিকিট নিয়ে এটিকে মোহনবাগান সমর্ꦅথকদের মধ্যে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। জানা গিয়েছে, সকাল সাতটা থেকে ক্লাব তাঁবুর সামনে সমর্থকেরা লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু অভিযোগ, মাত্র ১০০ টিকিট দেওয়ার পরেই বিক্রি বন্ধ করে দেওয়া হয়।
এর পরেই বাগান সমর্থকেরা কার্যত ক্ষোভে ফেটে পড়েন এবং রাস্তা অবরোধ করেন। মোহনবাগান গেট থেকে আকাশবাণী ভবন পর্যন্ত রাস্তা আটকে এই বিক্ষোভ চলতে থাকে। পরে অবশ্য পুলিশ এসে এই অবরোধ তুলে দেয়। এই ম্যাচের টিকিটের চাহিদা যেমন তুঙ্গে তেমনﷺই কালোবাজারের আশঙ্কাও থাকছে।
আরও পড়ুন: সস্তার পোগবা-নতুꦺন উপাধি জুটল ATK MB তারকার, পারফরম্যান্স নিয়ে বইছে সমালোচনার ঝড়
টিকিটের মূল্য অত্যন্ত কম। ৫০ এবং ১০০ টাকাতেই পাওয়া যাচ্ছে ডুরান্ড কাপের ডার্বির টিকিট। আ🦩গে এলে আগে পাওয়া যাবে, এই ভিত্তিতে জন প্রতি ১টি করে ৫০ কিংবা ১০০ টাকার টিকিট দেওয়া হচ্ছিল দুই ক্লাবেই। তবে টিকিটের চাহিদা যা, তাতে অল্প টিকিটে সেই চাহিদা পূরণ হওয়ার নয়। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত আগেই বলেছিলেন, ‘মাত্র ষাট হাজার দর্শকের বসার ব্যবস্থা করা হয়েছে। যার মধ্যে ৩৮ হাজার টিকিট দেওয়া হয়েছে দুই প্রধানকে।’ স্বাভাবিক ভাবেই টিকিটের জন্য হাহাকার তীব্র। আর তার জেরেই শুরু হয়ে গিয়েছে বিক্ষোভ, ঝামেলা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।