ডুরান্ড কাপের ডার্বি নিয়ে উত্তেজনায় মেতে গোটা ময়দান। ইস্টবেঙ্গল-এটিকে ♏মোহনবাগান ম্যাচ নিয়ে চড়ছে উন্মাদনার পারদ। তখন ময়দানের তৃতীয় প্রধান মহমেডান স্পোর্টিং ডুরান্ড কাপের তৃতীয় ম্যাচেও দুরন্ত জয় ছিনিয়ে নিল। তারা এই টুর্নামেন্টে পরপর তিন ম্যাচে দাপটের সঙ্গে জিতে জয়ের হ্যাটট্রিক করে ফেলল। শনিবার কিশোরভারতী স্টেডিয়ামে ভারতীয় বিমান বাহিনীকে ২-০ হারাল সাদা-কালো ব্রিগেড।
গত বারের ডুরান্ডে রানার্স টিম মহমেডান এ বারও দুরন্ত ছন্দে রয়েছে। আইএসএলের দল এফসি গোয়া এবং জামশেদপুর এফসি-কে হারানোর পর এ দিনের ম্যাচেও এয়ারফোর্সকে হারিয়ে এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্টের নকআউটে পৌঁছে গেল তারা। এ দিন সাদা-কালো ব্রিগেডের হয়ে গোল করলেন ওসমানে এনদিয়ায়ে এবং রাহুল কু🦩মার পাসওয়ান। ম্যাচের ৩৩ মিনিটে প্রথম গোলটি করেন ডিফেন্ডার ওসমানে। ৮৭ মিনিটে পরিবর্ত হিসেবে নামা রাহুল ম্যাচের দ্বিতীয় গোলটি করে ভারতীয় বিমান বাহিনীর কফিনে শেষ পেরেকটি পোঁতেন। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে একটি ম্যꦍাচ বাকি রয়েছে তাদের। তবে তার আগেই প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মহমেডান।
আরও পড়ুন: দল পুরোপুরি গুছিয়ে নিতে পারিনি- ডার্বিতে A🌜TK MB-কেই এগিয়ে রাখছেন EB কোচ স্টিফেন
রক্ষণ শক্তিশালী করার লক্ষ্যে এ দিন ক্রিস্টি ডেভিসের জায়গায় আভাস থাপাকে প𒊎্রথম একাদশে রেখেছিলেন মহমেডান কোচ আন্দ্রে চেরনিশভ। ছ’মিনিটের মাথায় প্রথম সুযোগ পায় মহমেডান। তবে নুরুদ্দিন দাভরোনভের শট বারের উপর দিয়ে বেরিয়ে যায়। ১৪ মিনিটের মাথায় প্রীতম সিং-এর শট বাঁচিয়ে দেন বিপক্ষ গোলকিপার শুভজি🐻ৎ।
আরও পড়ুন: ডার্বি জেতার বিষয়ে একশো শতাংশ আশাবাদী- হুঙ্কার ATK MB কোচ🐬 ফেরান্দ🃏োর
প্রথমার্ধে কর্নার থেকে ফজলু রহমানের ক্রস থেকে হেডারে গোল করে মহমেডানকে এগিয়ে দিয়েছিলেন ওসমানে। তবে এ দিনের ম্য়াচ জিতলেও বেশ কিছু সহজ সুযোগ নষ্ট কর🔥েছে মহমেডান। ১-০তে এগিয়ে থাকা অবস্থায় ম্যাচের ৪১তম মি🍷নিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ফজলু। ভারতীয় বায়ুসেনার গোলরক্ষক তার শট বক্সের ভেতর থেকে আটকে দেন। ৫৭তম মিনিটে ভারতীয় বায়ুসেনার ডিফেন্ডারের ভুলের কারণে বক্সে বল পেয়ে যান রাহুল পাসওয়ান। গোলরক্ষককে পরাস্ত করেও গোল করতে ব্যর্থ হন তিনি। ৮৭তম মিনিটে ওসমানের ক্রস থেকে হেড করে মহামেডানের স্কোর ২-০ করেন রাহুল।
এ দিন বেশ কিছু সুযোগ নষ্ট করায় খুশি নন মহমেডানের রাশিয়ান কোচ। নক আউটে পৌঁছে গেলেও তিনি বেশ চিন্তাতে🍌ই পড়ে গিয়েছেন। কারণ টুর্নামেন্টে আরও কঠিন লড়াই অপেক্ষা করছে। শেষ ম্যাচ বেঙ্গালুরুর বিরুদ্ধে ফলাফল যাই হোক না কেন, এর জেরে গ্রু🐎প এ-তে মহমেডানের অবস্থানে কোনও পরিবর্তন হবে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।