ফু🥀টবল ছেড়ে ফটোগ্রাফিতে মন দিয়েছেন ক্♒রিশ্চিয়ানো রোনাল্ডো। বেশ অভিজ্ঞ ফটোগ্রাফারের মতোই ছবি তুলতেই তাঁকে দেখা গিয়েছে। তাঁর ছবি তোলার এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আসলে উয়েফা একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেখানে রোনাল্ডোকে ফটোগ্রাফারের ভূমিকায় দেখা গিয়েছে। পর্তুগাল টিমের কোনও ফটোশ্যুট চলছিল। রোনাল্ডো অপেক্🍬ষা করছিলেন নিজের ছবি তোলানোর জন্য। সে সময় ফটোগ্রাফার পেপের ছবি তুলছিলেন। হঠাৎ করে রোনাল্ডো এগিয়ে গিয়ে ফটোগ্রাফারকে বলেন, ‘আমাকে একটি ছবি তুলতে দাও।’ ফটোগ্রাফারের হাত থেকে ক্যামেরা নিয়ে পেপের ছবি তোলার সময়ে দক্ষ ফটোগ্রাফারের মতো তাঁকে হাসতে বলে। তার পর একটি ছবি তুলে ফটোগ্রাফারকে বলেন, ‘তোমার থেকে ভাল ছবি তুলেছি’।
তার পর পেপের সঙ্গে নিজেও ছবি তোলেন রোনাল্ডো। এই ভিডিয়োটি উয়েফার 🐭তরফে শেয়ার করে লেখা হয়েছে, ‘পর্তুগাল মিডিয়🃏া ডে-তে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন ফটোগ্রাফার!’ এরই সঙ্গে রোনাল্ডোর বলা ‘বেটার দেন ইউ’ কথাটিও জুড়ে দেওয়া হয়েছে। এই ভিডিয়ো পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়েছে।
শনিবার রাতে জার্মানির বিরুদ্ধে ৪-২ হেরেছে পর্তুুগাল। রোনাল্ডে⛦া নিজে একটি অসাধারণ গোল করেছেন। গোল করিয়েওছেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। জার্মানির বিরুদ্ধে হেরে উল্টে চাপে পড়ে গিয়েছে পর্তুগাল। প্রশ্ন উঠেছে, পর্তুগাল কি পারবে ইউরোর পরের রাউন্ডে পৌঁছতে? সময়ই এর উত্তর দেবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।