ইউরো কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মানির বিরুদ্ধে হারলেও আবারও নিজের শ্♕রেষ্ঠত্ব প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শনিবার ইউরো কাপের এফ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল পর্তুগাল এবং জার্মানি। ১৫ মিনিটের মাথায় অনবদ্য একটি গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যা ইতিমধ্যেই চর্চায় রয়েছে। মাত্র ১৪ সেকেন্ডে ৯৭ মিটার দৌড🔜়ে গোল করেন ৩৬ বছরের এই ফুটবলার। ইতিমধ্যেই ভাইরাল হয়েগেছে সেই গোলের ভিডিও। অনেকে তো নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারছেন না।
ম্যাচের বয়স তখন ১৪ মিনিট। পর্তুগালের রক্ষণে আক্রমণে উঠে আসে জার্মানি। পর্তুগাল ততক্ষণে নিজেদের রক্ষণে লোক বাড়িয়ে নিয়েছে। সেই সময় ꧅নিজেদের বক্সে নেমে এসে ছিলেন রোনাল্ডোও। জার্মানির টনি ক্রুসের বাড়ানো ক্রস হেড করে বিপদমুক্ত করেন তিনি। সেখান থেকেই শুরু হয় পর্তুগালের ফিরতি আক্রমণ। রোনাল্ডোর হেড থেকে বল পান বার্নার্ডো সিলভা। ডান প্রান্ত ধরে বল নিয়ে এগিয়ে যান তিনি। মাঠের মাঝখান দিয়ে দৌড়ে যান রোনাল্ডো। মাত্র ১৪ সেকেন্ডে ৯৭ মিটার দৌড়ে জার্মানির বক্সে পৌঁছে যান সিআরসেভেন। এই সময় রোনাল্ডোর সব চেয়ে বেশি গতি ছিল ঘন্টায় ৩২ কিলোমিটার। গﷺোলের করার জন্য নিজের জায়গা নিয়ে নিয়েছিলেন পতুর্গাল অধিনায়ক। তখনই সিলভা ক্রস বাড়ান দিয়েগো জোটাকে। বুক দিয়ে সেই বল নামিয়ে জোটা সেই বল পাস করেন রোনাল্ডোকে। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন সিআরসেভেন। এরপরেই এই গোল নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করতে থাকেন।
শুধু এই গোলই নয়, মাঠের মধ্যে রোনাল্ডোর ঘ🗹াড় না ঘুরিয়ে পাস দেওয়া দেখেও চমকে ওঠেন ফুটবল সমর্থকরা। তবে এত কিছু করেও জয় পায়নি পর্তুগাল। জার্মানির বিরুদ্ধে ২-৪ গোলের ব্যবধানে হারতে হয় পর্তুগালকে। কিন্তু রোনাল্ডোর খেল☂ায় ফুটবল প্রেমীদের মন জয় করেছে। ৫টি ইউরো কাপ খেলে ১২টি গোল করে ফেললেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।