ইউরো কাপ শুরুর আগে থেকেই জল্পনা চলছিল, এই টুর্নামেন্টেই আলি দাইকে স্পর্শ করে ফেলবেন বা তাঁকে টপকে যাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেটাই ঘটলো। ইউরো কাপের গ্রুপ লিগ পর্বেই রোনাল্ডো স্প♐র্শ করে ফেললেন ইরানের স্ট্রাইকার আলি দাইকে।
ফ্রান্সের বিরুদ্ধে নিজেদের গ্রুপ লিগের শেষ ম্যাচে ১৫ বছর আগের রেকর্ডকে স্পর্শ করলেন সিআর সেভেন। আলি দাইয়ের সঙ�♕�্গে যুগ্ম ভাবে জাতীয় দলের জার্সিতে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা হিসেবে এক নম্বরে নাম লিখিয়ে ফেললেন পর্তুগীজ তারকা স্ট্রাইকার। ভারতীয় সময়ে বুধবার গভীর রাতে ফ্রান্সের বিরুদ্ধে রোনাল্ডো পেনাল্টি থেকে জোড়া গোল করেন। এই দু'গোলের হাত ধরে তিনি স্পর্শ করে ফেলেন ইরানের প্রাক্তন স্ট্রাইকারকে।
বায়ার্ন মিউনিখের প্রাক্তন স্ট্রাইকার আলি দাইয়ের ১০৯টি গোলের রেকর্ড ছিল। রোনাল্ডোর গোলসংখ্য়াও হল ১০৯ । এ বার আলি দাইকে ছাপিয়ে যাওয়ার অপেক্ষা। আলি দাই নিজেও চান, রোনাল্ডোকে তাঁকে ছাপিয়ে যাক। এটাই তাঁর কাছে বড় সম্মানের। ইনস্টাগ্রামে রোনাল্ডোর একটি ছবি পোস্ট করে আলি দাই লিখেছেন, ‘ক্রিশ্চিয়ানোকে অনেক অভিনন্দন। ছেলেদের বিভাগে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ড করার জন্য আর এক গোল পিছনে রয়েছে ও। এই অসাধারণ রেকর্ড এ বার থেকে রোনাল্ডোর দখলে থাকবে, এটা ভেবেই আমি সম্মানিত বোধ করছি। রোনাল্ডো গ্রেট চ্যাম্পিয়ন। মানবতার প্রতীক♈। সারা বিশ্ব ওকে দেখে অনুপ্রাণিত হয়। ভামোস!’ শেষে আলি দাই নিজের নাম লিখেছেন।
এই মুহূর্তে সর্বোচ্চ গোলের তালিকায় রোনাল্ডো বা আলি দাইয়ের কাছাকাছি কোনও ফুটবলার নেই। স্বাভাবিক ভাবেই একক ভাবে সর্বোচ্চ গোলদাতা হয়তো খুব শীঘ্রই হয়ে যাবেন সিআরসেভেন। হয়ত🔜ো এই ইউরোতেই। শেষ ষোলোর ম্যা✃চে বেলজিয়ামের বিরুদ্ধে। আর রোনাল্ডোর সেই রেকর্ড ভাঙাটাও খুব সহজ হবে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।