ফিফার নির্বাসনের পর এক সপ্তাহও কাটেনি। এর মধ্যে না জানি কত ডামাডোল ঘটে গিয়েছে। তবে একাধিক টানাপোড়েনের মাঝে একটি স্বস্তির খবর পাওয়া গিয়েছে। বিদেশি ফুটবলার সই করাতে কোনও সমস্যা নেই ভারতের ক্লাবগুলির। আন্তর্জাতিক ম্যাচ খেলার ক𒁏্ষেত্রে ক্লাব বা জাতীয় দলের উপর নিষেধাজ্ঞা বহালই থাকলেও, বিদেশি ফ♏ুটবলা সই করনোর উপর থাকছে না কোনও নিষেধাজ্ঞা।
ফিফার এই সিদ্ধান্তে খুশি হতে পারে ইস্টবেঙ্গল। তাদের এশীয় কোট🎐ার বিদেশি সই করানো এখনও বাকি। ক্লাবের দাবি অবশ্য, যাঁরা শহরে এসেছেন এবং যাঁর আসা বাকি, সব༺াই নথিভুক্ত হয়ে গিয়েছেন।
আরও 𓆉পড়ুন: কে💎ন্দ্রের চেষ্টাতেও গলেনি ফিফা, AFC Club Championships খেলা হল না গোকুলমের মেয়েদের
ফিফার এক আধিকারিকের মন্তব্য অনুযায়ী এই বিষয়টি পরিষ্কার হয়েছে। ফিফার নিয়মে ১৬ নম্বর আর্টিকেলের ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ফিফার নির্বাসনের প্রভাব ফুটবলারদের উপর সরাসরি পড়বে না। যার ফলে ব্যান থাকলেও, ভারতীয় ক্লাবগুলোর ব🏅িদেশি খেলোয়াড় সই করাতে কোনও বাধা থাকছে না।
ফিফার এক মুখপাত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, নির্বাসনের প্রভাব সরাসরি কোনও ফুটবলারের উপর পড়ছে না। কারণ, ফুটবলার নথিভুক্তির উপরে কোনও নির্বাসন জারি করেনি ফিফা। সে রকম হলে, লিখিত আকারে তা জানিয়ে দেওয়া হত। কিন্তু ফিফার নি🐽র্দেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথাই বলা হয়েছে।
আরও পড়ুন: তিনি যত নষ্টের গোড়া বলে অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রফুল্🍷ল
ফিফার নির্বাসনে ভারতীয় ক্লাবগুলি বিদেশি ফুটবলার সইয়ের ক্ষেত্রে বিপাকে পড়ার কথা ভাবলেও, তেমনটা কিছু ঘটেনি⛎। নির্বাসনের পরেও ভারতীয় ফুটবলে বিদেশি খেলোয়াড় নথিভুক্ত করা হয়েছে। আই লিগের অন্যান্য দল বিদেশি সই করাচ্ছে। ফিফার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আপত্তি জানানো হয়নি।
সূত্๊রের খবর, গত মঙ্গলবার নির্বাসনের পর থেকে ছ’জন ফুটবলারকে সই করিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ)। তার মধ্যে নেপালের গোলকিপার কিরণ লিম্বুও রয়েছেন। তিনি মাজিয়া থেকে সই করেছেন রাউন্ডগ্লাস পঞ্জাবে। আই লিগ এবং আইএসএলের ক্লাবগুলি ছাড়াও বিভিন্ন রাজ্য সংস্থার অধীনে থাকা অনেক ক্লাব বিদেশি ফুটবলারদের সই করায়।ꦏ তাদের নতুন ফুটবলার নথিভুক্ত করাতে কোনও বাধা নেই। প্রসঙ্গত, আন্তর্জাতিক ট্রান্সফার উইন্ডো বন্ধ হচ্ছে ৩১ অগস্ট। তার পর থেকে চুক্তিহীন বিদেশি ফুটবলাররাই সই করতে পারবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।