ভার🐷তীয় ফুটবলে কালো দিন। অল ইন্ডিয়﷽া ফুটবল ফেডারেশনকে সত্যি সত্যি নির্বাসিত করল ফিফা। ফিফার তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই এই নির্বাসন। আসলে ফেডারেশনের নির্বাচনে সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া কমিটির হস্তক্ষেপ মোটেও ভালো ভাবে নেয়নি ফিফা। যার জেরেই এই শাস্তির মুখে পড়তে হল ফেডারেশনকে।
কয়েক মাস আগেই ফেডারেসনের সংবিধান সংশোধন করে দ্রুত নির্বাচন করার জন্য ৩ সদস্যের প্রশাসক কমিটি গড়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২৮ অগস্ট সেই নির্বাচন হওয়ার কথা ছিল। তবে স্বয়ংশাসিত ক্রীড়া ಌসংস্থায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ফিফার আইন বিরুদ্ধ। তাই এই কমিটির হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিল ফিফা।
আরও🎐 পড়ুন: ফেডারেশনের সভাপতির পদের জন্য খারিজ করা হল সুব্রত দত্তের মনোনয়ন
ফেডারেশনকে শুধু নির🧸্বাসিত করাই নয়, ভারত থেকে সরানো হচ্ছে অনূর্ধ্ব -১৭ মহিলা বিশ্বকাপ। চলতি বছরের ১১-৩০ অক্টোবর ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মেয়েদের অনূর্🦹ধ্ব -১৭ বিশ্বকাপ। ফিফার এই নির্বাসনের ফলে বিশ্বকাপও ভারতে হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
যতদিন না সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটি সমস্ত নিয়ন্ত্রণ পুনরায় ফিরে পাচ্ছে, ততদিন এই নির্বাসন বহাল থাকবে বলে ফিফার তরফে প্রꦚেস বিবৃতিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: AIFF-এর কপাল পুড়ল? নির্বাসনের হুমকি ফিফার, সরানো হতে পারে 🔥U-17 মেয়েদের বিশ্বকাপ
এ দিকে সূত্রের খবর, মেয়েদের বিশ্বকাপের বিষয়টি নিয়ে অবশ্য ফিফা পরবর্তীতে ভাববে। আগামীতে পরিস্থিতি কোনদিকে গড়ায় সেটা দেখেই পরবর্🉐তী পদক্ষেপ নেবে ফিফা।
এই মাসের শুরুর দিকেই সর্বভারতীয় ফেডারেশনকে নিষিদ্ধ করার পাশাপাশি, ভারতের কাছ থেকে আসন্ন অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনের অধিকারও কেড়ে নেওয়ার হুমকি দিয়েছিল ফিফা। আসলে ফেডারেশনের দুর্নীতি মুক্ত করে নতুন এবং স্বচ্ছ ভাবে নির্বাচন প্রক্রিয়া সম✅্পন্ন করার জন্য সুপ্রিম কোর্ট এক বিশেষ কমিটিকে দায়িত্ব দিয়েছে। আর ফিফার আপত্তি এই থার্ড পার্টিকে নিয়েই। তাদের হস্তক্ষেপ একেবারেই বরদাস্ত করেনি ফিফা। এর জেরেই ভারতকে শাস্তির মুখে পড়তে হল।
এ দিকে ভারতের কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ফিফা আশাবাদী, দ্রুত সমস্যার সমাধান হবে। সমস্যা মꦫিটলে অনূর্ধ্ব ১৭ ♓মেয়েদের বিশ্বকাপ ভারতে হলেও হতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।