শনিবার কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে ০-১ গোলে হেরে ফিফা বিশ্বকাপ ২০২২ থেকে ছিটকে গিয়েছে পর্তুগাল। ম্যাচের ৪২ মিনিটে এন নাসেরির একমাত্র গোলেই জয় ছিনিয়ে নেয় মরক্কো। এই জয়ের ফཧলে মরক্কো প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠল।
যাইহোক বিশ্বকাপ থেকে এই ভাবে মরক্কোর কাছে হেরে ছিটকে যাওয়াটা হজম করতে পারেননি পর্তুগালের তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোলান্ডো। এই নিয়ে পাঁচ বার বিশ্বকাপ খেলে ফেললেও, কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারেননি তিনি। ৩৭ বছর হয়ে গেল সিআরসেভেনের। পরের বিশ্বকাপে আদৌ কি তাঁর পক্ষে খেলা সম্ভব? এই সব নিয়ে জল্পনা চলছে। তবে শনিবার রাতে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর নিজেকে সামলাতে পারেননি রোনাল্ডো। প্রকাশ্যেই হাপুস নয়নে কেঁদে✱ ফেলেন তিনি।
আরও পড়ুন: WC-এর স্বপ্নে ইতি,দলকে জেতাতে না পেরে বাচ্চাদের মতো কেঁদꦓে ভাসালেন রোনাল্ডো
তাঁকে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও রিজার্ভ বেঞ্চেই বসতে হয়েছিল। ৫১ মিনিটে তাঁকে নামান পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস। তবে রোনাল্ডো কিছু করে উঠতে পারেꦉননি। প্রসঙ্গত, সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও একাদশের বাইরে তাঁর জায়গা হয়েছিল। বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর, রোনাল্ডোর বান্ধবী জিওর্জিনা রদ্রিগেস ইনস্টাগ্রামে পর্তুগাল দলের ম্যানেজার স্যান্টোসকে তীব্র কটাক্ষ করেছেন।
আরও পড়ুন: খারাপ রক্ষণ, আত্মতুষ্টি- চোকার্স তকমা নিয়েই ব🅷িদায় কেনদের, জিতল ফরাসিদের আগ্রাসন
তিনি সেই পোস্ট লিখেছেন, ‘আজ তোমার বন্ধু এবং কোচ ভুল সিদ্ধান্ত নিয়েছেন। সেই বন্ধু, যাঁর জন্য তুমি প্রশংসা করো এবং শ্রদ্ধা রয়েছে। তুমি যখন খেলতে নেমেছিলে, তিনি দেখেছিলেন কী ভাবে সব কিছু বদলে গিয়েছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। বিশ্বের সেরা খেলোয়াড়, যিনি দলের সেরা অস্ত্র, তাঁর অব🌌মূল্যায়ন করা ঠিক নয়। কিংবা আপনি কাউকে বলতে পারেন না যে, সে এটির যোগ্য কিনা। জীবন আমাদের শিক্ষা দেয়। আজ আমরা হারিনি, আমরা শিখেছি। ক্রিশ্চিয়ানো, আমরা তোমাকে শ্রদ্ধা করি।’
এর আগেღ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে তাঁকে প্রথম একাদশে না রাখার জন্য কোচ স্যান্টোসের সঙ্গে তীব্র ঝামেলা হয়েছিল রোনাল্ডোর। এ🌳বং তিনি পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড ছাড়ার হুমকিও দিয়েছিলেন।
তবে মরক্কোর বিরুদ্ধে ম্যাচে রোনাল্ডোকে প্রথম একাদশে না রাখা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্♛যান্টোস অবশ্য দুই নকআউট ম্যাচে রোনাল্ডোকে রিজার্ভ বেঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়ে যে সমালোচনা চলছে, তার জবাব দিয়ে বলেছেন, ‘না এতে আমার কোনও আফসোস নেই। এটি এমন একটি দল, যারা সুইৎজারল🎀্যান্ডের বিপক্ষে খুব ভালো খেলেছে। ক্রিশ্চিয়ানো একজন দুর্দান্ত খেলোয়াড়, আমরা যখন প্রয়োজন বলে মনে করেছি, তখন ওকে নামিয়েছি। আমার কোন অনুশোচনা নেই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।