ফ্রান্সের জাতীয় দলের ফুটবলার কিলিয়ান এমবাপের সময়টা ভালো যাচ্ছে না দীর্ঘ কয়েকমাস ধরেই। কখনও মাঠে ফর্ম পাচ্⛦ছেন না। ইউরো থেকেও ফাইনালের আগেই ছিটকে গেছিল তাঁর দল ফ্রান্স। রিয়াল মাদ্রিদের জার্সিতেও ভিনিসিয়াস জুনিয়র , রদ্রিগোদের পাশে কেমন যেন নিষ্প্রভ লাগছে ফরাসি স্ট্রাইকারকে। এরই মধ্যে তাঁর পাশেই দাঁড়ালেন ফ্রান্সের জাতীয় দলের কোচ দিদিয়ের দেশঁ।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশ𓃲ীলনে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পি💛চে ল্যাজেগোবরে অবস্থা সরফরাজের!
ইগোর সমস্যা রোনাল্ডোর সঙ্গে-
কিছু কোচ হয় যারা রোনাল্ডোর মতো ফুটবলারকে বিশ্বকাপে﷽র মঞ্চে বসিয়ে রেখে দেন ইগো সমস্যার জেরে। আর কিছু কোচ হয়, যারা ফুটবলাররা রাগ করলেও তাঁদের সন্তান স্নেহেই রাখে। এই যেমন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ। কদিন আগে তাঁর কোচিংয়েই খেলবেন না বলে জানিয়েছিলেন এমবাপে। সেই এমবাপেরই খারাপ সময় তাঁর পাশে দাঁড়ালেন ফরাসি কোচ।
এমবাপেকে সময় দিলেন দেশঁ-
ইতালি এবং ইজরায়েলের বিপক্ষে উয়েফা নেশনস ম্যাচ থেকে বাদ দেওয়া হয় ফ্রান্সে💞র ✤স্ট্রাইকার এমবাপেকে। এরই কারণ জানালেন দলের কোচ দেশঁ। তিনি বলছেন, ‘ও একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এমবাপে নিজের কেরিয়ারের সুখের সময় গুলোর মধ্যে দিয়ে এই মূহূর্তে যাচ্ছে না। ও দলে আসতে চেয়েছিল,কিন্তু আমি ওকে সময় দিয়েছি ’।
আরও পড়ুন-✨ শীঘ্রই বাবা হবেন! মিস করছেন প্রথম টেস্টꦑ! তবু মুম্বইতে হার্ড ট্রেনিং রোহিতের…
মানসিক দিক থেকে ওকে ভালো জায়গায় থাকতে হবে-
দেশঁ আরও বলছেন, ‘আমার মনে হয়ে স্কোয়াডে সুযোগ নাꦦ পাওয়াটা ওর জন্যই ভালো। সবারই খারাপ সময় যায়। শারীরিক বিষয়ের সঙ্গে সঙ্গে মানসিক বিষয়ও তো থেকে যায়’। অর্থাৎ একপ্রকার তাঁর ভালোর জন্যই তাঁকে দলে নেওয়া হয়নি🌟 বলছেন দেশঁ। তাঁর কথায় পরিষ্কার টানা খেলতে গিয়ে ব্যর্থ হলে মানসিক চাপ আরও বাড়বে, তাই এই মূহূর্তে একটা বিরতি নেওয়া উচিত এমবাপের।
আরও পড়ুন🍌-IPL নিলামের আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন তারকার…
ধর্ষণের অভিযোগ এমবাপের বিরুদ্ধ-
প্রসঙ্গত কিছুদিন আগেই সুইডেনে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে ক𒀰িলিয়ান এমবাপের বিরুদ্ধে। কদিনের জন্য সুইডেনে তিনি গেছিলেন, সেখানেই তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ রুজু হয়। এদিকে এমবাপের তরফে সেই সব অভিযোဣগই নস্যাৎ করে দেওয়া হয়েছে। ক্লাবের হয়ে গত সাত ম্যাচেও মাত্র ১টি গোলই করেছেন এমবাপে।
দিদিয়ের দেশঁকে নিয়ে কদিন আগেই এক খবর প্রকাশ্যে এসেছিল যে কিলিয়ান এমবাপে এবং তাঁর ফ্রান্স দলের কিছু সতীর্থ ন⛎া🍰কি আর এই কোচির অধিনে খেলতে চাইছেন না। এক্ষেত্রে তাঁরা প্রকাশ্যে কিছুই বলেননি। টানা ১২ বছর ধরে ফ্রান্সের কোচের পদে রয়েছেন দেশঁ। এর মধ্যে রয়েছে একটি বিশ্বকাপ জয় এবং আরেকটি বিশ্বকাপ ফাইনাল খেলার নজিরও। ফলে কোচ হিসেবে মোটেই ব্যর্থ নন দেশঁ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।