ফ্রান্সের জাতীয় দলের ফুটবলার কিলিয়ান এমবাপের সময়টা ভালো যাচ্ছে না দীর্ঘ কয়েকমাস ধরেই। কখনও মাঠে ফর্ম পাচ্ছেন না। ইউরো থেকেও ফাইনালের আগেই ছিটকে গেছিল তাঁর দল ফ্রান্স। রিয়াল মাদ্রিদের জার্সিতেও ভিনিসিয়াস জুনিয়র , রদ্রিগোদের পাশে কেমন যেন নিষ্প্রভ লাগছে ফরাসি স্ট্রাইকারকে। এরই মধ্যে তাঁর পাশেই দ꧙াঁড়ালেন ফ্রান্সের জাতীয় দলের কোচ দিদিয়ের দেশঁ।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশীল🌠নে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ꦐল্যাজেগোবরে অবস্থা সরফরাজের!
ইগোর সমস্যা রোনাল্ডোর সঙ্গে-
কিছু কোচ হয় যারা রোনাল্ডোর মতো ফুটবলারকে বিশ্বকাপের মঞ্চে বসিয়ে রেখে দেন ইগো সমস্যার জেরে। আর কিছু কোচ হয়, যারা ফুটবলাররা রাগ করলেও তাঁদের সন্তান স্নেহেই রাখে। এই যেমন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ। কদিন আগে তাঁর কোচিংয়েই খেলবেন না বলে জ🥂ানিয়েছিলেন এমবাপে। সেই এমবাপেরই খারাপ সময় তাঁর পাশে দাঁড়ালেন ফরাসি কোচ।
আরও পড়ুন-প্রথম T20তে ৬৪ রান করতেই ৯ উইকেট হারাল পাকিস্তান! অজিদের কাছে লজ্জার হ✨ার! IPL নিলামের আগেই ফর্মে ম্যাক্সওয়েল…
এমবাপেকে সময় দিলেন দেশঁ-
ইতালি এবং ইজরায়েলের বিপক্ষে উয়েফা নꦓেশনস ম্যাচ থেকে বাদ দেওয়া হয় ফ্রান্সের স্ট্রাইকার এমবাপেকে। এরই কারণ জানালেন দলের কোচ দেশঁ। তিনি বলছেন, ‘ও একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এমবাপে নিজের কেরিয়ারের সুখের সময় গুলোর মধ্যে দিয়ে এই মূহূর্তে যাচ্ছে না। ও দলে আসতে চেয়েছিল,কিন্তু আমি ওকে সময় দিয়েছি ’।
আ🌺রও পড়ুন- শীঘ্রই বাবা হবেন! মিস করছেন প্রথম টেস্ট! ত𝓀বু মুম্বইতে হার্ড ট্রেনিং রোহিতের…
মানসিক দিক থেকে ওকে ভালো জায়গায় থাকতে হবে-
দেশঁ আরও বলছেন, ‘আমার মনে হয়ে স্কোয়াডে সুযোগ না পাওয়াটা ওর জন্যই ভালো। সবারই খারাপ সময় যায়। শারীর♐িক বিষয়ের সঙ্গে সঙ্গে মানসিক বিষয়ও তো থ✃েকে যায়’। অর্থাৎ একপ্রকার তাঁর ভালোর জন্যই তাঁকে দলে নেওয়া হয়নি বলছেন দেশঁ। তাঁর কথায় পরিষ্কার টানা খেলতে গিয়ে ব্যর্থ হলে মানসিক চাপ আরও বাড়বে, তাই এই মূহূর্তে একটা বিরতি নেওয়া উচিত এমবাপের।
আরও পড়ুন-IPL নিলামের আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র 𓂃প্রাকಞ্তন তারকার…
ধর্ষণের অভিযোগ এমবাপের বিরুদ্ধ-
প্রসঙ্গত কিছ🧸ুদিন আগেই সুইডেনে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে কিলিয়ান এমবাপের বিরুদ্ধে। কদিনের জন্য সুইডেনে তিনি গেছিলেন, সেখানেই তাঁর বিরুদ্ধে🐻 এমন অভিযোগ রুজু হয়। এদিকে এমবাপের তরফে সেই সব অভিযোগই নস্যাৎ করে দেওয়া হয়েছে। ক্লাবের হয়ে গত সাত ম্যাচেও মাত্র ১টি গোলই করেছেন এমবাপে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।