আগামী ২০ অগস্ট থেকে শুরু হবে টুর্নামেন্ট। এএফসির ঐতিহ্যশালী টুর্নামেন্টে অংশ নিতে ইতিমধ্যে🧜ই উজবেকিস্তানে পৌঁছে গিয়েছে গোকুলাম কেরালা এইফসির মহিলা দল। তবে হঠাৎ করেই মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা ক্লাব তথা ফুটবলারদের। ফিফা ভারতীয় ফুটবলের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় টুর্নামেন্টে মাঠে নামা হবে না গোকুলামের।
এএফসি ওমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার কথা গোকুলামের। সেই মতো ত☂ার🎶া যথা সময়ে পৌঁছে গিয়েছে উজবেকিস্তানে। এখন পরিস্থিতি বেগতিক হয়ে দাঁড়ানোর অথৈ জলে ফুটবলাররা।
যদিও ক্লাব প্রেসিডেন্ট ভিসি প্রবীণ এখনও আশাবাদী টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে। তাঁর দাবি ফিফা এআইএফএফ-কে নির্বাসিত করার পরে তাঁদের মাঠে নামার বিষয়ে কোনও বিশেষ নির্দেশ দেওয়া হয়নি। গোকুলাম সভাপতির ধারণা সর্বভারতীয় 🌳ফুটবল ফেডারেশনের চোখ খুলতেই হয়ত ফিফা সাময়িকভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়👍ুন:- কেন নির্বাসিত AIFF? এর জন্য কী সমস্যায় পড়বেন ছেত্রীরা? কতটা সঙ্কটে EB-MB?
উল্লেখ্য, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে এআইএফএফ-কে নির্বাসিত করে ফিফা। ফেডারেশনকে শুধু নির্বাসিত করাই নয়, ভারত থেকে সরানো হচ্ছে অনূর্ধ্ব -১৭ মহিলা বিশ্বকাপ। চলতি বছরের ১১-৩০ অক্টোবর ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মেয়েদের অনূর্ধ্ব -১🍃৭ বিশ্বকাপ। ফিফার এই নির্বাসনের ফলে বিশ্বকাপও ভারতে হবে না বলে জানিয়ে দেওয়া ൲হয়েছে।
যতদিন না সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটি সমস্ত নিয়ন্ত্রণ ღপুনরায় ফিরে পাচ্ছে, ততদিন এই নির্বাসন বহাল থাকবে বলে ফিফার তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।