বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Gokulam Kerala vs Mohammedan SC: ইতিহাস গড়তে পারল না মহামেডান, অধরা থাকল আই লিগ, আবারও বাংলাকে মাত কেরালার
Gokulam Kerala vs Mohammedan SC: ইতিহাস গড়তে পারল না মহামেডান, অধরা থাকল আই লিগ, আবারও বাংলাকে মাত কেরালার
7 মিনিটে পড়ুন Updated: 14 May 2022, 08:59 PM ISTAyan Das
Gokulam Kerala vs Mohammedan: পড়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারল না মহামেডান স্পোটিং। সেইসঙ্গে গড়তে পারল না ইতিহাস। বরং ২-১ ব্যবধানে জিতে আই লিগ জিতল গোকুলাম কেরালা এফসি।
ইতিহাস গড়তে পারল না মহামেডান স্পোর্টিং। যুবভারতী ক্রীড়াঙ্গনে গোকুলাম এফসির বিরুদ্ধে ২-১ গোলে হেরে আই লিগ হাতছাড়া হল সাদা-কালো ব্রিগেডের। যদিও প্রথমার্ধে বল পজেশনে অনেকটা এগিয়ে ছিল মহামেডান। হাতে অবশ্য কোনও লাভ হয়নি। কারণ গোলের সামনে ভালো ক্রস আসছিল না। বল এলেও একা পড়ে যাচ্ছিলেন মার্কাস জোসেফ। দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে সেই সমস্যা কিছুটা কাটলেও ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে। তারইমধ্যে ৪৯ মিনিটে প্রথম গোল করে গোকুলাম। ৫৬ মিনিটে সমতা ফেরালেও মহ🍸ামেডানের আনন্দ স্থায়ী হয় মাত্র চার মিনিট। ৬০ মিনিটেই মহামেডানের জালে বল জড়িয়ে দেয় গোকুলাম।
14 May 2022, 08:59 PM IST
আবারও ইতিহাস গড়তে পারল না মহামেডান, অধরা থাকল আই লিগ, আবারও বাংলাকে মাত কেরালার
শেষ বাঁশি বাজল। ইতিহাস গড়তে পারল না মহামে🐷ডান স্পোর্টিং। ২-১ ব্যবধানে জিতে আই লিগ ধরে রাখল গোকুলাম। তার ফলে সন্তোষ ট্রফিতে ফাইনালে হারানোর পর আরও একবার বাংলা বা বাংলার কোনও দলকে মাত দিল ক𒅌েরালা বা কেরালার কোনও দল।
৮৮ মিনিট: ফয়সালের বল। গোলের সামনে থেকে ডান পা দিয়ে বলে টোকা দেওয়ার চেষ্টা মার্কোসඣ জোসেফের। কিন্তু গোলে গেল না। এটার সঙ্গে কি মহামেডানের ট্রফিও হাতছাড়া?
14 May 2022, 08:48 PM IST
রিয়াল মাদ্রিদ হতে পারবে মহামেডান স্পোটিং?
রিয়াল মাদ্রিদ হতে পারবে মহামেডান স্পোটিং? দ♈িনকয়েক আগেই ৮৮ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে শেষের দিকে ২ গোল করে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে সমতায় ফিরেছিল রিয়াল। তারপর জিতে ফাইনালে🅰 উঠেছে।
14 May 2022, 08:47 PM IST
কাউন্টারে বড্ড সময় নষ্ট, লাভ হল না মহামেডানের
৮৬ মিনিট: দ্রুত কাউন্টার অ্যাটাক মহামেডানের। কিন্তু পেন🐷াল🙈্টি বক্সের মধ্যে বড্ড সময় নিয়ে ফেলল।
14 May 2022, 08:46 PM IST
সুবর্ণ সুযোগ হাতছাড়া মহামেডানের
৮৪ মিনিট: সুবর্ণ সুযোগ হাতছাড়া মহামেডানের। 🌼বলটা ঠিক জায়গায় রাখতে পারলেন না বুয়াম। কর্নার লাইন থেকে দারুণ পাস দেন আজহার। ক𝐆িন্তু গোলে গেল না বল।
14 May 2022, 08:43 PM IST
ফ্রি-কিক মহামেডানের
৮২ মিনিট: ফ্রি-কিক মহামেডানের। না, লাভ হল না। গোলকিপারের নাগালে বল গেল। সহজেই বল ধ🧜রলেন গোকুলাম গোলকিপার।
14 May 2022, 08:40 PM IST
১০ মিনিট বাকি, মহামেডান কি প্রত্যাবর্তন করতে পারবে?
নির্দিষ্ট সময়ের থেকে আর ১০ মিনিট বাকি। মহামেডান কি প্রত্যাবর্তন করতে পা🥃রবে?
৭৬ মিনিট: আরও একটা বাজে ♚কর্নার! কর্নারটা সল্টলেক থেকে শিয়ালদহ স্টেশনের দিকে চলে গেল। ফিরতি ব🎃লে আত্মঘাতী গোল হতে পারত। তবে ভাগ্য ভালো হল না মহামেডানের।
14 May 2022, 08:36 PM IST
চালাকির চেষ্টা নিকোলার
৭৪ মিনিট: চালাকির চেষ্টা নিকোলার। ক্রসও ভালো ছিল। মার্কোস জোসেফের হেড বাইরে গেল। গুড প্লে! তবে বড্ড দের๊ি হয়ে গেল?
14 May 2022, 08:34 PM IST
আরও একটা সুযোগ হাতছাড়া মহামেডানের
৭২ মিনিট: ডি বক্সের মাথায় ভালো বল ধরলেন মার্কাস জোসেফ। থ্রু দেওয়া꧅র চেষ্টা। ন🐼া! লাভ হল না। বলে গতি বেশি। গোকুলাম গোলকিপার আগেই বল ধরে নিলেন।
14 May 2022, 08:32 PM IST
কোনও লাভ হল না ফ্রিকিকে
৭১ মিন෴িট: রুডোভিচের ফ্রি-কিক। ও হো! এতক্ষণ বল ঠিকভাবে আসছিল না। এবার বেশি চলে গেল।
14 May 2022, 08:29 PM IST
পেনাল্টির জোরালো আবেদন মহামেডানের
৬৮ মিনিট: পেনাল্টির জোরালো আবেদন মহামেডানের। রেফারি কোনও ভ্♚রূক্ষেপ করলেন না। পেনাল্টি কি? না, নিকোলা। দুই গোকুলাম খেলোয়াড়দের মধ্যে ‘স্যᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚান্ডউইচ’ হলেও পেনাল্টি নয়।
14 May 2022, 08:28 PM IST
সামনের দিকে লোক বাড়াচ্ছে মহামেডান
৬৭ মিনিট: সামনের দিকে লোক বাড়াচ্ছে ম🐽হামেডান। পিছনের দিকে ফাঁকা তৈরি হচ্ছে। তারইমধ্যে আরও একটা সুযোগে ꧟দুর্বল শট মহামেডানের।
৪২ মিনিট: অবিশ্বা♕স্য ভুল করে ফেলছ🎃িলেন মহামেডান গোলকিপাক। ব্রেনফেড হয়ে গিয়েছিল? গোলকিপার পেনাল্টি এগিয়ে আসায় প্রায় মাঝমাঠ থেকে শট গোকুলামের। একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট।
14 May 2022, 07:43 PM IST
কর্নার মহামেডানের
৪১ মিনিট: কর্নার পেল মহামেডান। শর্ট কꦅর্নার।ꦚ কিন্তু কোনও লাভ হল না। ক্রস গেল না পেনাল্টি বক্সে।
14 May 2022, 07:37 PM IST
মহামেডানের ৫ গুণ ফাউল গোকুলামের
৩৬ মিনিট: পুরো ৩৬ মিনিটও 🌼হয়নি। তারইমধ্যে ১০ টি ফাউল করে ফেলেছে গোকুলাম। দুটি ফাউল মহামেডানের। সেটাই কি স্বাভাবিক? বিশেষত যখন ড্র করলেই আই লিগ জিতে যাবে গোকুলাম!
14 May 2022, 07:35 PM IST
আক্রমণভাগে একা পড়ে যাচ্ছেন মার্কাস
꧃৩২ মিনিট: সামনে একা পড়ে যাচ্ছেন মার্কাস জোসেফ। তাঁকে জায়গা ছাড়ছে না গোকুলাম।
২৮ মিনিট: গোলের সামনে হালকা সুযোগ মহামেডܫান। তাতে মার্কাস জোসౠেকে কি ঠেলে দেওয়া হল? রেফারি অবশ্য সেটা মনে করেননি।
14 May 2022, 07:26 PM IST
একটুর জন্য গোলে শট নিতে পারল না মহামেডান
২৪ মিন𝓀িট: দুর্দান্ত আক্রমণ মহ൲ামেডানের। ক্রস মনোজ মহম্মদের। কিন্তু বেশি এগিয়ে যান
14 May 2022, 07:24 PM IST
ডান প্রান্ত থেকে ক্রস শেখ ফৈয়াজে
২২ মিনিট: ডান প্রান্ত থেকে ক্রস শেখ ফৈয়াজের। তবে নির্বিষ ক্রস একেবার♛ে। থ্রো পেল গোকুলাম।
14 May 2022, 07:21 PM IST
কী অবস্থা আই লিগের?
আপাতত ১৭ ম্যাচে সাদা-কালো ব্রিগেডের পয়েন্ট ৩৭ (আজকের ম্যাচের আগে)। সেই পরিস্থিতিতে ড্র করলেই জিতে যাবে গোকুলꦑাম। কিন্তু আই লিগ জয়ের জন্য জিততেই হবে মহামেডান। আজ জিতলে সাদা-কালো ব্রিগেডেরও পয়েন্ট ৪০ হবে। তবে মুখোমুখি সাক্ষাতের বিচারে চ্যাম্পিয়ন হয়ে যাবে মহামেডান।
14 May 2022, 07:18 PM IST
ওপেন খেলা হচ্ছে যুবভারতীতে
ওপেন খেলা হচ্ছে। এক প্রান্ত থেকে অপর প্রান্তে খেলা ൲হচ্ছে। আপাতত ম্যাচের ফলাফল ০-০।
14 May 2022, 07:15 PM IST
৩৭,০০০ হাজার দর্শক এসেছেন যুবভারতীতে
ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকতেඣ ৩৭,০০০ হাজার দর্শক এসেছেন যুবভারতীতে। সেই দর্শকদের সামনে ইতিহাস গড়তে পারবে মহামেডান?
14 May 2022, 07:07 PM IST
দুর্ধর্ষ আক্রমণ গোকুলামের, ভালো ডিফেন্ডিং মহামেডানের
৬ মিনিট: দুর্ধর্ষ আক্রমণ গোকুলামের। মহামেডানের ডিফেন্সকে চাপে ফেলে🐽 দেয়। দৌড়টা দারুণ অ্যালেক্স সাজি💮র। তবে শেষে ভালো ডিফেন্ডিং ওয়েন ভাজের। কর্নার গোকুলামের।
14 May 2022, 07:06 PM IST
দুর্বল শট মার্কাসের, সমস্যা হল না মহামেডানের
৪ মিনিট: বাঁ প্রান্ত থেকে ফ্রি-কিকไ মহামেডানের। তবে তেমন ভালো হল না। বলಌ ক্লিয়ার করতে পারেনি গোকুলাম। সুযোগ আসে মার্কাসের কাছে। তবে দুর্বল শট অনায়াসে ধরে নেন গোকুলাম গোলকিপার।
14 May 2022, 07:04 PM IST
গোকুলামের পরীক্ষা নিল মহামেডান
৩ ๊মিনিট: উলটো দিকে দারুণ সুযোগ মহামেডানের। গোকুলামের ডিফেন্সে ফাঁক বের করে ফেলেছিল। মার্কাস জোসেফ চাপে ফেলে দেন গোকুলামকে।
14 May 2022, 07:03 PM IST
ম্যাচের প্রথম ফ্রি-কিক গোকুলামের
২🐼 মিনিট: ম্যাচের প্রথম ফ্রি-কিক গোকুলামের। তবে কোনও লাভ হল না ꦑকেরালা দলের।
14 May 2022, 07:02 PM IST
বাজল বাঁশি, আই লিগ জয়ের লক্ষ্যে লড়াই শুরু মহামেডানের
Gokulam Kerala vs Mohammedan SC Live Updates: পড়ে পাওয়া সুযোগ কা𒈔জে লাগিয়ে ইতিহাস গড়বে মহামেডান স্পোর্টিং? নাকি টানা দু'বার আই লিগ জয়ের নজির গড়বে গোকুলাম কেরালা এফসি? উত্তর মিলবে কিছুক্ষণ পরেই। যুবভারতীতে শুরু হয়েছে আই লিগের (I League 2021-22) ‘ফাইনাল’ ম্যাচ। এই ম্যাচে জিতলেই আই লিগ চ্যাম্পিয়ন হবে মহামেডান। ড্র করলেই আই লিগ ট্রফি ফের যাবে কেরালায়।
14 May 2022, 06:55 PM IST
মাত্র কয়েক মিনিটের অপেক্ষা
সেজে উঠেছে যুবভারতী। 🍎কয়েক মিনিট পরেই শুরু হবে গোকুলাম কেরালা এফসি বনাম মহামেডান স্পোর্টিং ম🃏্যাচ।
14 May 2022, 06:40 PM IST
Gokulam Kerala FC vs Mohammedan SC: 'ফাইনাল' জিতলেই আই লিগ! ইতিহাসের মুখে মহামেডান, কোথায় লাইভ দেখবেন সেই ম্যাচ?
'ফাইনাল' শুরুর আগে মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ বলেন, 'এটা অত্যন্ꦰত গুরুত্বপূর্ণ ম্যাচ। এটা আমাদের জীবনের 🌊ম্যাচ। আমরা খেতাবের জন্য লড়াই করছি।'
14 May 2022, 06:17 PM IST
আই লিগ জয়ের লক্ষ্যে মহামেডানের প্রথম এগারো কী হল?
মহামেডান স্পোর্টিংয়ের প্রথম একাদশ: মহামেডান স্পোর꧑্টিংয়ের প্রথম একাদশ: জোথান মাওইয়া, সইফুল রহমান, ওয়েন ভাজ, শাহের শাহিন, মনোজ মহম্মদ, মনোজ মহম্মদ, আশির আখতার, নিকোলা (অধিনায়ক), আন্দেলো রুডোভিচ, শেখ ফৈয়াজ, ব্রেন্ডন ভানলালরেমডিকা এবং মার্কাস জোসেফ
14 May 2022, 06:07 PM IST
আই লিগের স্বপ্ন মহামেডানের
প্রত🐟িপক্ষ গোকুলাম কেরালা এফসির চাই এক পয়েন্ট। মহামেডান স্পোর্টিংয়ের তিন পয়েন্ট চাই। সেই তিন পয়েন্ট পেলেই নিজেদের ইতিহাসে প্রথমবার আই লিগ জিতবে সাদা-কালো ব্রিগেড। সেইসঙ্গে মোহনবাগানের পর কলকাতার দ্বি⛄তীয় দল হিসেবে আই লিগ ট্রফি ঢুকবে মহামেডান স্পোর্টিংয়ের তাঁবুতে (আই লিগ নাম হওয়ার পর জাতীয় লিগ জেতেনি ইস্টবেঙ্গল)।
14 May 2022, 06:01 PM IST
ইতিহাস গড়তে পারবে মহামেডান?
Gokulam Kerala vs Mohammedan LIVE Updates: ইতিহাসের মুখে দাঁড়িয়ে আ♔ছে মহামেডান স্পোর্টিং ক্লাব। নিজেদের ক্লাবের ইতিহাসে প্রথমবার 🌳আই লিগ জয়ের সুযোগ আছে সাদা-কালো ব্রিগেডের সামনে। ভার্চুয়াল ফাইনালে প্রতিপক্ষ গোকুলাম কেরালা এফসি। যে দল ড্র করলেই আই লিগ জিতে যাবে।