অষ্টম আইএসএল-এ জয় দিয়ে অভিযান শুরু করেছে এটিকে মোহনবাগান। মরশুমের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ৪-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। তবে ছেলেদের খেলায় খুব একটা খুশি নন এটিকে মোহনবাগানের কোচ আন্তেনিও লোপেজ হাবাস। শুক্রবার ম্যাচের পরে হাবাসকে দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এখনও অনেক উন্নতি কর🅷তে হবে। দ্বিতীয়ার্ধের খে𝐆লায় খুশি নই। তখন দলের মধ্যে ঢিলেমি চলে এসেছিল। অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল ছেলেরা। আরও গোল করতে পারতাম আমরা। অনেক গোলের সুযোগ পেয়েছিলাম। পারিনি। এটা ঠিক নয়। এই জায়গাটায় আরও উন্নতি করতে হবে। তিন পয়েন্ট পেলেও দ্বিতীয়ার্ধে আরও ভালো ফুটবল খেলা উচিত ছিল। জাতীয় দলে সুযোগ পেতে গেলে আরও ভালো খেলতে হবে ওদের।’
শুক্রবার প্রথম ম্যাচেই জোড়া গোল করে ম্যাচের নায়ক ছিলেন হুগো বোমাস। দল-দর্শনে বিশ্বাসী হাবাস আলাদা করে বোমাসকে নিয়ে কিছু বলতে চাননি। তাঁর বক্তব্য, ‘আমরা একটা দল হিসেবে জিতেছি। কোনও একজনের জন্য জিতিনি। বোমাস অবশ্যই ভালো খেলোয়াড়। কিন্তু ওর মতো এক ঝাঁক ভালো ফুটবলার আছে আমাদের। কোনও একজন-দুজনের ওপর নির্ভর করতে চাই না। দল হিসেবে খেলতে হবে। আমাদের দলের ভারসাম্য খুব ভাল। ব🎶েশির ভাগই সমবয়সি। শুভাশিস, প্রীতম সবাই ২৬-২৭ বছর বয়সি, টাঙরি ওদের চে👍য়েও ছোট।’
আগামী শনিবার এটিকে মোহনবাগানের সামনে এসসি ইস্টবেঙ্গল। মরসউমের প্রথম ডার্বি স্বাভাবিক ভাবেই সেই ম্যাচ নিয়ে প্রশ্ন ওঠেছে। হাবাস বলেন, ‘ওটাও তো আর পাঁচটা ম্যাচের মতোই। ওই ম্যাচে জিতলে তো আর পাঁচ-ছ পয়েন্ট পাওয়া যাবে না, তিন পয়েন্টই পাওয়া যাবে। ম্যাচের আগে ম্যাচ খেলতে রাজি নই। মাঠে নেমেই খেলব।’ তিনি আরও বলেন, ‘আপাতত ছেলেদের বিশ্রাম দরকার। আমার ফুটবলারদের রিকভারি প্রয়োজন। সেটা হওয়ার পরেই এসসি ইস্টবেঙ্গলকে নিয়꧟ে ভাবা শুরু করব আমরা।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।