ফের মোহনবাগানে ফিরেছেন আন্𝕴তোনিও লোপেজ হাবাস। সবুজ-মেরুনকে চ্যাম্পিয়ন করা কোচ বাগানের টেকনিক্যাল ডিরেক্টর। কিন্তু প্রশ্ন হল জুয়ান ফেরান্দোর ঘাড়েই কি চাপানো হয়েছে হাবাসকে?
মোহনবাগানের তরফে বলা হচ্ছে, জুয়ান ফেরান্দোর কাজ▨ে কোনও রকম হস্তক্ষেপ করবেন না হাবাস। তবে প্লেয়ারের সই করা থেকে, ট্রান্সফার ফি, এজেন্ট সামলানো, যুব ফুটবলের দায়িত্ব, ক্লাবের স্টাফেদের দায়িত্ব সবটাই নাকি সামলাবেন স্প্যানিশ কোচ। তবে ফেরান্দো নিজের মতো সিনিয়র টিম সামলাবেন। ⛎সেখানে নাক গলাবেন না হাবাস। এমনই দাবি করা হচ্ছে মোহনবাগানের তরফে।
তবে প্রশ্ন হল, এতেই কি নিশ্চিন্ত হতে পারবেন ফেরান্দো। চাপটা 🌊কিন্তু তাঁর থাকছেই। যদি নিয়ম অনুযায়ী, একজন করে টেকনিক্যাল ডিরেক্টর দলের সঙ্গে রাখতে হবে। তবে সূত্রের খবর অনুযায়ী, হাবাস সিনিয়র টিমটাও তৈরি করে দিচ্ছেন। মোহনবাগান যে আলবানিয়ার স্ট্রাইকার আর্মান্দো সাদিকুকে সই করিয়েছে, সেটাও কিন্তু হাবাসের পছন্দেই। সিনিয়র দলের ফুটবলার সই হচ্ছে হাবাসের পছন্দে। দল তৈরি হচ্ছে হাবাসের সঙ্গে আলোচনা করে। আর এই দল নিয়ে ফেরান্দো খারাপ পারফরম্যান্স করলেই, যখন-তখন তাঁর চাকরি যাবে। কারণ দলের দায়িত্ব নেওয়ার জন্য আলাদা করে কোচ খোঁজার দরকার নেই বাগানের। কারণ হাবাস দলের সঙ্গেই রয়েছেন। তাই ফেরান্দোর ঘাড়ে বড় চাপ থাকবে।
আরও পড়ুন:♎ ২ গোল করল ভারত,🧸 তবু গ্রুপের শেষ ম্যাচ ১-১ ড্র করলেন সুনীলরা
এর আগে হাবাসের কোচিংয়ে দু’বার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে আর এটিকে মোহনবাগান। ২০১৪ আর ২০১৯–২০ মরশুমে। তবে এখন মোহনবাগানের থেকে সরে গিয়েছে এটিকে। জুয়ান ফেরান্দোর কোচিংয়ে ২০২২-২৩ আইএসএলে মোহ♋নবাগান চ্যাম্পিয়ন হওয়ার পরেই নাম পরিবর্তন করা হয়েছে। এখন সবুজ-মেরুন ব্রিগেডের নাম মোহনবাগান স💫ুপার জায়ান্টস।
ভারতীয় ফুটবল এবং কলকাতায় অতীতে কাজ করার ফলে হাবাসের অভিজ্ঞতাকে সব ক্ষেত্রেই কাজে লাগাতে চাইছে সবুজ মেরুন। ফের এক বার সবুজ মেরুনের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত হাবাসও। তিনি বলেছিলেন, ‘আমি সম্মানিত এবং খুশি এটা ভেবে যে, দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা আমাে আবার কলকাতায় কাজ করার জন্য নির্বাচিত করেছেন। কোচিং জীবনের সেরা সময়টা কলকা🃏তায় কেটেছে। এখানকার ফুটবলপ্রেমী মানুষ যে ভাবে আমাকে স্বাগত জানিয়েছিলেন, তা ভোলার নয়। এ বার আমি মোহনবাগান সুপার জায়ান্টসের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দিচ্ছি। মোহনবাগানের ফুটবল স্ট্র্যাটেজি থেকে উন্নতির জন্য ম্য়ানেজমেন্ট এবং টেকনিক্যাল স্টাফদের সঙ্গে কাজ করব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।