ফুটবলপাগল বাঙালির ঘরে ঘরে তরুণরা একদিন ইউরোপ👍ের সেরা দলগুলিতে খেলার স্বপ্ন দেখে। সেই স্বপ্নই এবার বাস্তবে রূপান্তরিত হতে চলেছে হাওড়🙈ার সালকিয়ার শুভ পালের জন্য। তরুণ এই ফুটবলার জার্মানির রেকর্ড চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের অনূর্ধ্ব-১৯ বিশ্ব দলে সুযোগ পয়েছেন।
৬৪টি দেশের ১২০০-র বেশি জনের ভার্চুয়াল অ্যাপ্লিকেশনের মধ্যಌে থেকে বিশ্বখ্যাত বায়ার্ন ১৫জন তরুণ ফুট🍌বলারকে তাঁদের অ্যাকাডেমিতে অনুশীলন করার সুযোগ করে দিয়েছে যার মধ্যে শুভ অন্যতম। কোচেদের প্রভাবিত করতে পারলে পাকাপাকিভাবে বাভেরিয়ার ক্লাবের অ্যাকাডেমিতেও যোগ দেওয়ার সুযোগ থাকছে তাঁর কাছে।
অভাবের সংসারে ছোট থেকেই ফুটবলই শুভর ধ্যানজ্ঞান। ছোট থেকেই প্রতিভাশালী শুভ, ভা🔯রতের একাধিক বড় দলে সুযোগ পেয়েছেন। ব্যাঙ্গালুরুর অনূর্ধ্ব-১৩ দলে সুযোগ পেয়েও যাওয়া হয়নি। তবে হতাশ না হয়ে নিজের পরিশ্রম চালিয়ে যান এই স্ট্রাইকার।
এক ⛄বছর পর ইস্টবেঙ্গল ও নতুন আইলিগ দল সুদেবা এফসির অনূর্ধ্ব-১৩ দলেও সিলেক্ট হন। তবে কিছুটা আশ্চর্যজনকভাবেই লাল-হলুদের বদলে দিল্লির দলে যোগ দেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে এ বছর আইলিগে আটটি ম্যাচে দু'টি গোল করে নিজের দক্ষতার পরিচয় দেন এই ফরোয়ার্ড। দীর্ঘদিনের পরিশ্রম ও প্রতিভার ফল মিলল অবশেষে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এই অনন্য কไৃতিত্বের জন্য তরুণ ফুটবলারকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘বায়ার্ন মিউনিখের বিশ্ব দলে সুযোগ পাওয়ার জন্য শুভ পালকে অনেক অভিনন্দন। ১৭ বছরের তরুণ বয়সেই ও বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলার কাছে ফুটবলের মানেটা ঠিক কী। শুধু খেলা নয়, এটা আবেগ। আমাদের দেশের জন্য এটা খুবই গর্বের ব্যাপার।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।