মোহনবাগান আইএসএলের শুরুটা দুরন্ত মেজাজে করেছিল। প্রথম ৬ ম্যাচে জয় দিয়ে শুরু করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু এর পরেই হয় ছন্দপতন। শেষ চার ম্যাচে জয়ের দে🍒খা নেই। তার মধ্যে আবার তিন ম্যাচে হার। আইএসএলের নিজেদের শেষ ম্যাচ মোহনবাগান খেলেছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। ডার্বি ২-২ ড্র হয়েছিল। এবার ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে ৩ পয়েন্ট পেতে মরিয়া হয়ে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড♋।
আসলে হায়দরাবাদের আর্থিক সমস্যার কারণে একাধিক ফুটবলার ক্লাব ছেড়ে দিয়েছেন। কয়েক জন তরুণকে নিয়ে লড়াই করার চেষ্টা করছেন কোচ থংবই সিংটো। ১৩ ম্যাচে একটাও জয় নেই। টেবলের লাস্টবয় এখন হায়দরাবাদ। মোহনবাগানের জন্য জয়ে ফেরার এটাই সেরা মঞ্চ। তবে বাগান কো🐼চ আন্তোনিয়ো লোপেজ হাবাস কিন্তু কোনও রকম ভুল করতে রাজি নন। বিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন সবুজ মেরুন কোচ। হাবাসের মাথায় ঘুরছে, সুপার কাপে হায়দরাবাদের পারফরম্যান্সꩲ। এই টুর্নামেন্টে নজর কেড়েছিল হায়দরাবাদ।
আরও পড়ুন: এখানে ঘুরতে আসিনি, নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছি- I💮SL-এ খেলতে নামার আগেই হুঙ্কার ভিক্টর ভাসকুয়েজের
হাবাস ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে তাই বলছিলেন, ‘হায়দরাবাদ ম্যাচ আমাদের কাছে কঠিন চ্যালেঞ্জ। ওরা যথেষ্ট ভালো দল। প্রতিটা ম্যাচের মতো এবারও আমরা তিন পয়েন্টের লক্ষ্যে নামব। আমি জানি, দল খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আত্মবিশ্বাসের অভাব রয়েছে ফুটবলারদের মধ্যে। মোটিভেশনও কম। তবে এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে হবে। পরিশ্রম ছাড়া এর কোনও বিকল্প নেই। সুপার কাপে আমরা যে মনোভাব নিয়ে নেমেছিলাম, একই চিন্তাধারা নিয়ে নামব। চাপ সব সময়েই থাকে। তি🔯ন পয়েন্টের টেনশন থাকে। তাই আমি বিপক্ষেকে সমীহ করছি। মানছি ওদের কিছু সমস্যা আছে, কিন্তু দিনের শেষে ওরাও পেশাদার।’
হায়দরাবাদ ম্যাচের আগে হাবাসকে চিন্তায় রেখেছে চোট এবং কার্ড সমস্যা। কার্ডের জন্য 🎀নেই লিস্টন কোলাসো, দীপক টাংরি এবং আর্মান্দো সাদিকু। চোট রয়েছে ব্রেন্ডন হ্যামিল এবং আনোয়ার আলির। আশিস রাইও চোটের তালিকায় থাকলেও, শুক্রবার সকালে পুরোদমে প্র্যাকটিস করেন বাগানের রাইট ব্যাক। হায়দরাবাদ ম্🐽যাচে হয়তো খেলবেন। হাবাস বলছিলেন, ‘আমরা পেশাদার। কে আছে, কে নেই, ভেবে লাভ নেই। সেরা একাদশ নামাব। কোনও অজুহাত দিতে চাই না।’
শুরুটা দারুণ হলেও, হঠাৎ-ই ছন্দপতন। তবে অতীত নিয়ে আর ভাবতে রাজি নন স্প্যানিশ কোচ🅘। তাঁর কোচিংয়ে মাত্র একটি ম্যাচ হয়েছে। এবার তাঁর পাখির চোখ হায়দরাবাদ। হাবাস বলেন, ‘অতীতে💯 কী হয়েছে এখন সেটা নিয়ে ভাবতে চাই না। বর্তমান নিয়ে ভাবতে হবে। আমাদের আরও উন্নতির প্রয়োজন আছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।