শুভব্রত মুখার্জি: কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্তিনা এবং ফ্রান্স। কাকাতলীয় ভাবে দুই দেশের ঝুলিতেই রয়েছে দু'টি করে বিশ্বকাপ। ফলে এ বারের ফাইไনালে যে দল জয়ী হবে, সেই দল তাদের তৃতীয় বিশ্বকাপ ট্রফি ঘরে তুলবে। ফ্রান্সের তৃতীয় বিশ্বকাপ ট্রফি জয়ের পথে একমাত্র 'কাঁটা' লিওনেল মেসি। তবে মেসিকে যে ভয় পাচ্ছে না ফ্রান্স, তা স্পষ্ট করে দিয়েছেন ফরাসি তারকা ফুটবলার থিও হার্নান্ডেজ।
আরও পড𝔉়ুন: প্রথম বার গোল্ডেন বু🎃টের লড়াইয়ে একই ক্লাবের দুই তারকা!মেসি না এমবাপে- জিতবেন কে?
প্রসঙ্গত সেমিফাইনা♚লে মরক্কোর বিরুদ্ধে ফ্রান্সের হয♛়ে গোল করেছিলেন থহার্নান্ডেজ। ম্যাচের পাঁচ মিনিটের মধ্যেই গোল করেছিলেন তিনি। দুই দেশের কাছেই ফাইনালের পথ একেবারে সহজ ছিল না। একদিকে আর্জেন্তিনা তাদের প্রথম ম্যাচে সৌদি-আরবের কাছে হেরে যাওয়ার পরে দুরন্ত কামব্যাক করেছিল। আর অন্য দিকে গ্রুপ ম্যাচে তিউনিশিয়ার কাছে হারতে হয়েছিল ফ্রান্সকে।
সেমিফাইনাল ম্যাচে জয়ের পর ফরাসি তারকা হার্নান্ডেজ রাই স্পোর্টসকে বলেন, ‘সেমিফাইনালে জেতাটা সব সময়েই আনন্দের। তবে রবিবার আমাদেরকে ১০০ শতাংশ উজাড় করে দিতে হবে। মেসিকে নিয়ে আমরা ভীত বা আতঙ্কিত নই। আর্জেন্তিনা দলটা খুব ভালো। আমরাও হাতে কয়েকটা দিন সময় পেয়েছি নিজেদের প্রস্তুত করার। নিজে🍌দেরকে পুরোপুরি গুছিয়ে নেওয়ার।’
আরও পড়ুন: পোলিশ রেফারির হাতে ফাইনালের দꦛায়িত্ব, নাম শুনে♔ স্বস্তি পাচ্ছেন না আর্জেন্তাইনরা
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।