মাস্কাটের রয়্যাল ওমান পুলিশ স্টেডিয়ামে ভারতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দল এবং ওমান অনূর্ধ্ব-১৭ দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ খেলা হয়েছিল। এই ম্যাচে স্বাগতিক ওমানকে ৩-১ গোলে হারাল ভারতের তরুꦕণরা। বর্তমানে ফুটবলের কিছুটা পিছিয়ে থাকা দেশের মধ্যে ভারত অন্যতম। কিন্তু অনূর্ধ্ব-১৭ দলের এমন পারফরম্যান্স স্পষ্টই বোঝায় যে ভারতীয় ফুটবলের আগামী দিনটি সোনালী হতে চলেছে।
এদিনের ম্যাচে ভারতের অনূর্ধ্ব-১৭ ছেলেদের ফুটবল দল দুটি পেনাল্টি গোল করেছিল। মাস্কাটের একটি প্রীতি ম্যাচে ১০ জন ওমানকে সহজেই ৩-১ গোলে পরাজিত করেছে ভারত। সৌদি আরবের দাম্মামে ৩ অক্টোবর থেকে শুরু হওয়াAFCঅনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার ভারতীয় দল ওমানের মুখোমুখি হয়েছিল। ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে ওমানের হয়ে একমাত্র গোলটি করেন আলহাইথাম আলশুকাইলি। ম্যাচের প্রথমার্ধের শুরু থেকেই আধিপত্য ব💎িস্তারের চেষ্টা করেছিল ভারতীয় দল। সপ্তম মিনিটে ড্যানির পাসে লালপেখলুয়ার শট গোলের বাইরে চলে যায়। তিন মিনিট পর পেনাল্টি পায় ভারত। গংতে লিড নেন এবং ভারতকে লিড দিতে কোনও ভুল করেননি। ম্যাচের ১৮ মিনিটে গুইটের পাসে থোকচম ব্যবধান দ্বিগুণ করেন।
আরও পড়ুন… ‘করন-অর্জুন!’ কোহলি-বাবরের ছোট বয়সের ছবি দেখলে নিশ্চিত আপনিও চমকে যা💟বেন
ভারত আরও কয়েকটি সুযোগ মিস করেছিল। হাফটাইমের আগে ফ্রি কিকে কোরোর শক্তিশালী শট পোস্টে লেগে যায়। দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই আক্রমণাত্মক কৌশল নিয়ে আসে বিবিয়ানো ফার্নান্দেজের ছেলেরা। ভারত কিছু ফ্রি কিক পেলেও সে সুবিধা নিতে পারেনি দল। ৪৮ মিনিটে গুইতের ফ্রি কিক প্রতিপক্ষ দল ব্যর্থ করে দেয়। কোরো সিং ওমানের রক্ষণভাগকে ক্রমাগত সমস্যায় ফেলেছিলেন। প্রতিপক্ষ গোলরক্ষককে ভালোভাবে শট দিয়ে পরীক্ষা করেন তিনি। কোরোর ৬১তম মিনিটে লালপেখলুয়ার ক্রসে গোলের সুযোগ পেলেও তিনি ব্যর্থ হন। নয় মিনিট পর লালপেখলুয়ার বিপক্ষের বক্সের ভিতরে তামিম আলবুরাকি ফাউল করলে ꦰভারত আরেকটি পেনাল্টি পায়। লালপেখলুয়া গোল করে ভারতকে ৩-০ তে এগিয়ে দেয়। ৮৮তম মিনিটে ফ্রি কিকে ওমানের হয়ে একমাত্র গোলটি করেন আলশুকাইলি। তামিম আলবুরাকিকে লাল কার্ড দেওয়ার পর ওমান দলকে বাকি সময় ১০ জন খেলোয়াড় নিয়ে খেলতে হয়েছিল।
আগামী বছর ফুটবলের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এবারের বিশ্বকাপ খেলা হবে পেরুতে। এবারಞের বিশ্বকাপে মোট ২৪টি দল অংশ নিতে চলেছে। স্বাগতিক পেরু ছাড়া এখন পর্যন্ত কোনও দলই এই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন কর꧂তে পারেনি। ২০১৭ সালে, ভারতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আয়োজন করা হয়েছিল। সেবারের বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংল্যান্ড দল। যেখানে রানার আপ হয়েছিল স্পেন দল। সর্বশেষ অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ খেলা হয়েছিল ২০১৯ সালে। এতে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল দল। একই সময়ে,২০২১ করোনা অতিমারীর কারণে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আয়োজন করা হয়নি। গত কয়েক মাসে ভারতে ফুটবল আলোচনার বিষয় ছিল।
আরও পড়ুন… IND v🃏s SA: চোট🧸ের জেরে বাদ দীপক হুডা, দলে এলেন বাংলার শাহবাজ সহ তিন
সম্প্রতি,এআইএফএফ অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে চলতি কার্যকলাপের কারণে ফিফা কর্তৃক ভারতকে নিষিদ্ধ করা হয়েছিল। একই সময়ে,ফিফা এই বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব ২৩ মহিলা বিশ্বকাপের হোস্টিংও ভারতের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এরপরেই ভারতীয় ফুটবল ফেডারেশনের তীব্র সমালোচনা করেন মানুষ। সুপ্রিম কোর্টে যাওয়ার পর বিষয়টি মিটে যায়। এর পর ফিফা ভারতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এবং মহিলা বিশ্বকাপের আয়োজক ভারতের হꦚাতে তুলে দেওয়া হয়। ফিফা সহ সম♊স্ত বড় ফুটবল সংস্থাগুলি ভারতে ফুটবলের প্রচারে কাজ করছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।