শুভব্রত মুখার্জি
বাহারিন সফর থেকে কার্যত খালি হাতে 🀅ফিরতে হচ্ছে ভারতীয় সিনিয়র ফুটবল দলকে। প্রথম ম্যাচে বাহারিনের কাছে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে হারের পরে দ্বিতীয় ফ্রেন্ডলিতেও বেলারুশের কাছে বড় ব্যবধানে হারতে হল ভারতকে। ৩-০ ফলে উদা🍰ন্তাদের কার্যত পর্যুদস্ত করল বেলারুশ।
এদিন ভারতের আক্রমণভাগে মনবীর সিং🎉 ভালো খেললেও গোল করতে পারেননি। বেলারুশের অসম্ভব ভালো ডিফেন্সের সামনে বারবার মুখ থুবড়ে পড়েছে ভারতের সমস্ত আক্রমণ। ফলস্বরূপ বাহারিনের রিফাতে ܫন্যাশনাল স্টেডিয়ামে ভারতকে কার্যত দাঁড়াতেই দেয়নি বেলারুশ। বড় ব্যবধানে ম্যাচ জিতেছে তারা।
প্রথম অর্ধে অবশ্য ভারতীয় ফুটবলারররা দারুণ লড়াই করেন। বিরতিতে খেলার ফল ছিল ০-০। বিরতির পরবর্তীতে তিন পরিবর্ত ফুটবলারের গোলেই ম্যাচ অনꦯায়াসে জিতে নেয় বেলারুশ। মাঠে আসার দু মিনিটের মধ্যেই গোল করেন আর্টেম বাইকভ।
এদিন স্টিম্যাচ তার প্রথম একাদশে আগের ম্যাচের দল থেকে ৭ ফুটবলারকে পরিবর্তন করে খেলিয়েছিলেন। দ্বিতীয়ার্ধে ভারতের ডিফেন্সকে ক্লান্ত দেখিয়েছে। যার সুযোগ নেয় ব🔯েলারুশের ফুটবলাররা। ৪৮ মিনিটে ভলি থেকে প্রথম গোল করেন আর্টেম। গোলরক্ষক গুরপ্রীত এবং ডিফেন্ডার সন্দেশ অসাধারণ খেলেও দলের পতন রুখতে পারেননি। আর্টেমের প্রথম গোলের তিন মিনিট পরেই আন্দ্রেই সোলোভে ব্যবধান দ্বিগুণ করেন। ভ্যালেরি গ্রোমকো বেলারুশের হয়ে তিন নম্বর গোলটি করে ম্যাচে দলে💝র জয় সুনিশ্চিত করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।