India vs USA Highlights: প্রথমবার মহিলা বিশ্বকাপে খেলতে নেমেই লজ্জার নজির গড়ল ভারত। মঙ্গলবার মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে (FIFA U-17 Women's World Cup 2022) আমেরিকার বিরুদ্ধে ৮-০ গোলে হারের মুখে পড়ল। যা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের সর্বাধিক গোলে হারের লজ্জার মুখে পড়তে হল ভারতকে। সেই ম্যাচের হাইলাইটস দে🉐খতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
গ্রুপ ‘এ’-তে কে কত নম্বরে আছে ভারত?
প্রথমদিনের শেষে গ্রুপ ‘এ’-র শীর্ষে আছে আমেরꦦিকা। তারপর আছে ব্রাজিল। তিন নম্বরে আছে মরক্কো। শꦺেষে আছে ভারত।
বিশ্বকাপে নেমেই লজ্জার নজির ভারতের, আমেরিকার বিরুদ্ধে হারল ৮-০ গোলে
ভারত ০-৮ আমেরিকা। ৯ মিনিটে গোল করেন মেলিনা রেব🌊িমবাস, ১৫ মিনিটে গোল করেন শার্লট কোহলার, ২৩ মিনিটে গোল করেন ওনয়েঙ্কা গ্যামেরো, ৩১ মিনিট গোল করেন রেবিমবাস, ৩৯ মিনিটে গোল করেন জিসেলে থম্পসন, ৫১ মিনিটে গোল করেন এল্লা এমরি, ৫৯ মিনিটে গোল করেন টেলর স꧙ুয়ারেজ, ৬২ মিনিটে গোল করেন মিয়া বুটা।
হতাশাজনক পারফরম্যান্স ভারতের
হতাশাজনক পারফরম্যান্স ভারতের🥂। আমেরিকার বিরুদ্ধে ০-৮ গোলে উড়ে গেল ভারত। যা অনূর্ধ্ব-১৭ পর্যায়ে ভারতের সর্বাধিক গোলে হারের নজির।
বক্সের মধ্যে বল ভারতের
৯০+৩ মিনিট: ফ্রি-কিকে আমেরিকার বক্সের মধ্যে বল ফেলল ভারত। তবে লাভ হল না।&🀅nbsp;
বল নিয়ে ওঠার চেষ্টা ভারতের
৯০+১ মিনিট: বল নিয়ে ꧂ওঠার চেষ্টা ভারতের। কিন্তু মাঝমাঠের ঠিক আগে ফাউল আমেরিকার।
অতিরিক্ত সময় ২ মিনিট
৯০ মিনিඣটও: অতিরিক্ত সময় দু'মিনিট। আপাতত যা অবস্থা, ভারত চাইবে যে ম্যাচটা দ্রুত শেষ হোক।
সান্ত্বনার গোল করতে পারবে ভারত
৮৮ মিনিট: হাতে দু'মিনিট পড়ে। সান্ত্বনার ❀গোল করতে পারবে ভারত? তবে আপাতত যা অবস্থা, তাতে সেই সম্ভাবনা কার্যত নেই।
৮৫ মিনিটে একটা শটও আমেরিকার গোলে রাখতে পারেনি ভারত
৮৫💦 মিনিট হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত একটা শটও আমেরিকার গোলে রাখতে পারেনি ভারত। মাত্র দুটি শট নিয়েছে।
শুভাঙ্গীর মুখে জোরালো শট
৮৫ মিনিট: ভারতের পেনাল্টি বক্সের ঠিক বাইরে শুভাঙ্গীর মুখে জোরালো শট। শুয়ে পড়❀েছেন শুভাঙ্গী। তবে বড়সড় চোট নয়।
ভয়ঙ্কর শক্তিশালী আমেরিকার ডিফেন্ডাররা
৭৮ মিনিট: বাঁ-প্রাপ্ত থেকে বল নিয়ে ওঠার চেষ্টা🔯 নেহার। কিন্তু কোনও লাভ হল না। এতটাই শক্তিশালী মার্কিন ডিফেন্ডাররা, যেভাবে স্রেফ গায়ের জোরে ভারতীয়দের থেকে বল কেড়ে নিচ্ছেন।
রেবিমবাসের হ্যাটট্রিক রুখে দিলেন অঞ্জলি
৭৭ মিনিট: রেবিমবাসের হ্যাট💛ট্রিক রুখে দিলেন অঞ্জলি। বাঁ-প্রান্ত থেক🦩ে উঠে এসে পাস আমেরিকার। রেবিমপাসের শট। অঞ্জলি এগিয়ে আসেন। তাঁর আঙুল লাগায় বল জালে যায়নি।
পঞ্চম এবং শেষ পরিবর্তন ভারতের
পঞ্চ🐭ম এবং শেষ পরিবর্তন করে ফেলেছে ভারত। অনিতা কুমারীর পরিবর্তে মাঠে এলেন বর্ষিকা। যিনি ভারতের কনি🍰ষ্ঠতম খেলোয়াড়।
আরও এক গোলের সুযোগ হাতছাড়া আমেরিকার
৭🧸১ মিনিট: আরও এক গোলের সুযোগ হাতছাড়া আমেরিকার। ডানপ্রান্ত থেকে বল এসেছিল। অঞ্জলি ঠিকভাবে ধরতেও পা❀রেননি, ক্লিয়ার করতে পারেননি। নিজের কিছুটা দূরে সরিয়ে দেন। ফিরতি পথে শট আটকে দেন অঞ্জলি।
আমেরিকার পেনাল্টি বক্সে সুধা
৬৭ মিনিট: আমেরিকার পেনাল্টি বক্সে সুধা। কিন্তু আমেরিকার উপর কোনও চাপই পড়ল না।ﷺ তবে আমেরিকার পেনাল্টি বক্সেও আজ পৌঁছাতে পারছিল না ভারত।
চতুর্থ পরিবর্তন ভারতের
৬৩ মিনিট: চতুর্থ পরিবর্তন ভারতের। লিন্ডাকে তুলে শৈলজাকে নামাল ভারত। নিদেন🧸পক্ষে এক 🥃গোল করতে পারবে ভারতে
বিশ্বকাপে নেমেই লজ্জার নজির ভারতের, ৬২ মিনিটেই হজম করল ৮ গোল
এই প্রথম যে কোনও ফিফা টুর্নামেন্টের ফাইনালসে খেলতে নেমেই লজ্জার নজির ভারতের। অনূর্ধ্ব-১৭ পর্যায়ে সর্বাধিক গোলে হারের নজির গড়লেন অনিতারা। এতদিন সর্বাধিক ৭-০ গোলে হেরে🅺ছিল ভারত। আজ ৬২ মিনিটেই সেটা ছাꦇপিয়ে গেল ভারত। দু'বার ভারতকে ৭-০ গোলে হারিয়েছিল দক্ষিণ কোরিয়া।
অষ্টম গোল আমেরিকার
৬২ মিনিট: অষ্টম গোল আমেরিকার। বক্সের বাইরে থেকে বাঁক খাওয়ানো শটে গোল করলেন ম🌠িয়া বুটা। বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের শট। অঞ্জলির মাথার উপর দিয়ে আছড়ে পড়ল ভারতের জালে।
কিছুটা আক্রমণে উঠল ভারত
৬০ মিন💝িট: বিরল মুহূর্ত ম্যাচের। এই প্রথম কিছুটা পিছনে পড়ে গেল আমেরিকা। নেহা বল নিয়ে বাঁ-দিক দিয়ে এগিয়ে এলেন। তবে দুর্দান্ত কভার শাবানা কিংয়ের। ট্যাকল করে বল বের করে দিলেন।
বিশ্বকাপে নেমেই লজ্জার রেকর্ড ছুঁল ভারত! খেল সপ্তম গোল
৫৯ মিনিট: পেনাল্টি থেꦉকে সপ্তম গোল আমেরিকার!! ঠান্ডা মাথায় টেলর সুয়ারেজ দারুণভাবে নিজের ডানদিকে বল রাখলেন। অঞ্জলি ঠিকদিকে ঝাঁপালেও তাঁর থেকে অনেকটাই দূরে ছিল। ভারত ০-৭ আমেরিকা। অর্থাৎ বিশ্বকাপে নেমেই লজ্জার রেকর্ড ছুঁল ভারত। অনূর্ধ্ব-১৭ পর্যায়ে এতদিন সর্বাধিক ৭-০ গোল⛄ে হেরেছিল ভারত।
পেনাল্টি আমেরিকার
৫৭ মিনিট: আমেরিকার গতির সঙ্🍸গে খাপ 🍸খাওয়াতে পারছে না ভারত। বক্সের মধ্যে কোহলারকে ফাউল কাজলের। পেনাল্টি আমেরিকার। সোজা সিদ্ধান্ত।
দুর্দান্ত আক্রমণ আমেরিকার
৫৬ মিনিট: দুর্দান্ত আক্রমণ আমেরিকার। মাঝমাঠ থেকে উঠে এলেন গ্যামেরো। ওয়ান-টু-ওয়ান খেললেন। দুর্দান্ত ব্যাকহিলে পাস ফেরত পেলেন গ্যামেরো। তাঁর শট গোলপোস্টের 🅺উপর দিয়ে উড়ে গেল। এটা এই টুর্নামেন্টের অন্যতম সেরা গꦦোল হতে পারত। দুর্দান্ত।
ষষ্ঠ গোল আমেরিকার
৫১ মিনিট: দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল আমেরিকার। আবারও সেই কর্নার থেকে গোল আমেরিকার💮। উচ্চতার সুযোগ কাজে লাগিয়ে হেড থেকে গোল এল্লা এমেরির।
ফ্রি-কিক নষ্ট ভারতের
৪৯ মিনিট: ফ্রি-কিক ভারতের। তবে নষ🐈্ট নাকেটার। আমেরিকার গোলকিপার পুরো ম্যাচে স্রেফ দর্🐻শক হয়ে আছেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ আমেরিকার
৪৭ মিনিট: রেবিমবাসের শট। দꦉুর্বল শট। সহজেই বল ধরলেন অঞ্জলি। তবে যেভাবে প্র🐭থমার্ধ শেষ করেছিল আমেরিকা, সেভাবেই দ্বিতীয়ার্ধ শুরু করল।
শুরু দ্বিতীয়ার্ধের খেলা
শুরু দ্বিতীয়ার্ধের খেলা। কিছুটা খেলায় ফিরতে পারবে ভারত? তিন পরিবর্তন🐟 ভারতের। তিরকে, লিশাম এবং নাকেটা নামলেন। তুলে নেওয়া হল লিনা, হেমাম এবং পূর্ণিমাকে।
পুরুষদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে হেরেছিল ভারত
২০১৭ সালে পুরুষদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্ไরথম ম্যাচেও আমেরিকার বিরুদ্ধে নেমেছিল ভারত। ৩-০ গোলে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। ৩০ মিনিট, ৫১ মিনিট এবং ৮৪ মিনিটে গোল করেছিল ভারত।
দুঃস্বপ্নের ৪৫ মিনিট কাটল ভারতের, ৫ গোলে এগিয়ে আমেরিকা
প্রথমার্ধে ভারতের দুঃস্বপ্ন শেষ হল। কোনও অতিরিক্ত সময় দেওয়া হয়নি। ৪৫ মিনিটের শেষেই বাঁশি বাজানো হয়। ভারত স্রেফ দাঁড়াতেই পারেনি🃏। বিরতিতে ভারত ০-৫ আমেরিক𒉰া।
আক্রমণে উঠতে পারছে না ভারত
ꦬভারত মাঝেমধ্যে আক্রমণে ওঠার চেষ্টা করছে। কিন্তু মাঝমাঠ থেকে পেনাল্টি বক্সের রাস্তাটা অতিক্রম করতে পারছে না। আমেরিকার ডিফেন্ডারদের সঙ্গে পাল্লা দিতে পারছেন না লিন্ডারা। তারইমধ্যে ছেলেদের মতো লং বলে খেলছে। ফলে আরও বল দখলে থাকছে না।
৩৯ মিনিটেই ৫ গোল হজম ভারতের
৩৯ মিনিট: একেবারে ছেলেখেলার মতো করছে আমেরিকা। সবাই 💧যেন গোল করতে চান। এবার গোল করলেন জিসেলে থম্পসন। ভারত ০-৫ আমেরিকা।
বেঁচে গেল ভারত
৩৭ মিনিট: বেঁচে গেল ভারত। মার্কারকে টপকে বেরিয়ে গেলেন গ্যামেরো। কাট করে ঢুকে রেমিসবাসকে পাস। তবে বলের সঙ্গে ভালোভাবে সংযোগ করতে পারেননি হ্যাটট্রিকের লক্ষ্যে থাকা রেবিমবাস। তারইমধ্যে পিছনে থাকা কোহলারকে ফ্ল♛িক করেন। সুবর্ণ সুযোগ পেয়েও শূন্যে বল তুলে দেন কোহলার।
জাতীয় গেমসে সোনা জিতল বাংলা
ভারতের ম্যাচের মধ্যেই একবার জাতীয় গেমসের দিকে নজর রাখা যাক। কেরলকে ৫-০ গোলে উড়িয়ে দিল বাংলা। সন্তোষ ট্রফির মধুর প্রতিশোধ নিল বাংলা। রবি হাঁস🔯দা এবং নরহরি দুটি করে গোল করেন। অমিত চক্রবর্তী গোল করেন একটি। তার ফলে জাতীয় গেমসে সোনা জিতল বাংলা।
আবারও কর্নার আমেরিকার
৩৪ মিনিট: আবারও কর্নার পেল আমেরিকা। এবার ঠিকঠাক জায়গায় বল রাখতে পারেনি আমেꦏরিকা। বক্সের বাইরে বল। ক্রস আমেরিকার। ধরে নিলেন ভারতীয় গোলকিপার।
সুযোগ নষ্ট নেহার
তারইমধ্যে ২৯ মিনিটে আমেরিকার বক🌜্সে ফ্রি-কিক। কিন্তু বেশি জোরে মেরে ফেলেন নেহা। আজ ভারতের সাত নম্বর যা শট মারছেন, তাতে কোনও নিয়ন্ত্রণ থাকছে না।
আবারও গোল খেল ভারত
৩০ মিনিট: আমেরিকা তেকাঠিতে বলღ রাখলেই যেন গোল খাচ্ছে ভারত। আর🃏ও একটা গোল করল আমেরিকা। ম্যাচের দ্বিতীয় গোল রেবিমবাসের।
ভালো রক্ষণ ভারতের
২৮ মিনিট: ষষ্ঠ কর্নার পেল আমেরিকার। এবার ভালো ডিফেন্ডিং ভারতের। উচ্চতার সুযোগ কাজে লাগিয়ে হেড আমেরিকার। সেই শটেই ব্যাক হিল করার চেষ্টা গ্যামেরোর। পারেননি𓄧 তিনি। তবে অঞ্জলি ভালো ধরে দেন।
আক্রমণে ওঠার চেষ্টা ভারতের
২৭ মিনিট: আক্রমণেꦛ ওঠার চেষ্টা। কিন্তু না, মাঝমাঠ টপকেই বল হারাল ভারত। সবে কলিঙ্গের গ্যালারি কিছুটা চিৎকার শুরু করেছিল। কিন্তু বুট খুলে যায় অনিতার। বল কেড়ে নিল আমেরিকা।
ভেঙে পড়ছে ভারতের রক্ষণ, ২৩ মিনিটেই ৩ গোল আমেরিকার
২৩ মিনিট: ভয়ঙ্কর ভুল ভারতীয় রক্ষণের। অঞ্জলি গোল-কিকে বড় শট নেননি। পেনাল্টি বক্সের ঠিক মাথায় পূর্ণিমাকে বল ঠেলে দেন। পূর্ণিমার উপর চাপ𝔍 বাড়ান গ্যামেরো। চাপের মুখে ভুল করেন পূর্ণিমা। গ্যামেরা সহজেই গোল করে গেলেন। পুরোপুরি ভেঙে পড়ছে ভারতীয় রক্ষণ। আমেরিকা ৩-০ ভারত।
ভালো স্লাইডিং ট্যাকল কাজলের
২২ মিনিꦯট: আরও একটা কর্নার পেল আমেরিকা। তবে এবার বাঁ-প্রান্ত থেকে আমেরিকার আক্রমণ রুখে দিলেন কাজল। ভালো স্লাইডিং ট্যাকল।
টেক্কা দিতে পারছে না ভারত
আমেরিকার সঙ্গে মোকাবিলা করতে পারছে না ভারত। বাবরার আক্রমণে♒ উঠে আসছে আমেরিকা। প্রবল চাপে ভারতীয় রক্ষণ।
প্রথম কর্নার ভারতের
১৬💧 মিনিট: দ্বিতীয় ইতিবাচক মুভমেন্ট ভারতের। তিন আমেরিকার ডিফেন্ডারের সামনে দাঁড়িয়ে এඣগিয়ে যাওয়ার চেষ্টা। বাঁ-প্রান্তে নেহাকে পাস। কিন্তু বাজে শট নেহার! ও না, কর্নার। ম্যাচের প্রথম কর্নার পেল ভারত।
প্রবল চাপে ভারতীয় রক্ষণ, ১৫ মিনিটেই ২ গোল দিল আমেরিকা
১৫ মিনিট: ২-০ আমেরিকা। আবারও কর্নার থেকে গোল খেল ভারত। বাঁক খাওꦑয়ানো কর্নার। কার্যত বিনা বাধায় গোল করে গেলেন শার্লট কোলহার। ভালো হেডার করেন অবশ্য।
প্রবল চাপে ভারত
১৪ মিনিট: প্রবল൲ চাপে ভারত। ডানপ্রান্ত দিয়ে আক্রমণ। দারুণ খেললেন গ্যামেরা। তৃতীয় কর্নার আমেরিকার।
আমেরিকার দখলে বল
বল নিজেদের দখলে রেখে খেলছে আমেরিকা। সেভাব🌃ে সুযোগ পাচ্ছে ভারত। আপাতত আমেরিকার পজেশন ৭৯ শতাংশ। ভারতের পজেশন ২১ শতাংশ।
রক্ষণের ভুলে শুরুতেই গোল খেল ভারত, এগিয়ে আমেরিকা
৯ মিনিট: প্রথম গোল আমেরিকার। এতক্ষণ ভালো রক্ষণ সামলালেও এবার বাজে ডিফেন্ডিং। দ্বিতীয় কর্নার থেকে বক্সে বল না রেখে কিছুটা নয়া কৌশল আমেরিকার। তারপর ডানদিক থেকে বক্সের মধ্যꦿে ক্রস জ্যাকসনের। একেবারে ফাঁকা দাঁড়িয়ে গোল করে গেলেন আমেরিকার মেলিনা রেবিমবাꦬস। ভলিতে গোল করলেন।
ভালো রক্ষণ আমেরিকার
৭ মিনিট: প্রথম কর্নার আমেরিকার। আরও একবার মজবুত রক্ষণ ভারতের। কর্নারে লাভ হল না আমেরিকার। বল বের করে দিলেন ভারতীয় খেলোয়াড়। 🌳দ্বিতীয় কর্নার।
ভালো রক্ষণ ভারতের
৬ মিনিট: চাপ বাড়ানোর চেষ্টা আমেরিকার। ভারতের বক্সে ঢুকে পড়ার চেষ্টা। তবে ভালো ব্লক পেনাল্টি বক্সের ⛦মাথায়। তারপর বক্সের বাইরে থেকে শট নেওয়ার চেষ্টা আমেরিকার। তাও ব্লক করলেন ভারতীয়রা।
প্রথম সেভ ভারতীয় গোলকিপারের
৪ মিনিট: বক্সের বাইরে থেকে থ্রু পাস আমেরিকার। বাঁ-দিক ঘেঁষে বল ধরে পাসের ♑চেষ্টা। প্রথম সেভ ভারতীয় গোলকিপার অঞ্জলির।
শুরুতেই সুযোগ ভারতের
২ মিনিট: শুরুতেই আমেরিকার ডিফেন্সের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিল ভারত। মার্কিন রক্ষণের ভুল বোঝাবুঝিতে গোলের সামনে (বক্সের মধ্যে) ♛সুযোগ ভারতের। তবে শেষপর্যন্ত বিপদ এড়াল আমেরিকার।
ভালো ট্যাকল পূর্ণিমার
১ মিনিট: বল নিয়ে বাঁ-দিক দিয়ে আক্রমণের চেষ্টা আমেরিকার। ভালো ট্যাকল পূ♍র্ণিমার। আত্মবিশ্বাস বাড়বে ভারতের।
ঐতিহাসিক ম্যাচ শুরু ভারতের, প্রথম পয়েন্ট তুলতে পারবে?
শুরু ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ। 🥀সেইসঙ্গে ইতিহাস তৈরি হল। ঐতিহাসিক ম্যাচ꧑ে কি পয়েন্ট তুলতে পারবে ভারত?
৪-২-৩-১ ফর্মেশনে খেলবে ভারত
শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪-২-৩-১ ফর্মেশনে খেলতে নামছে ভারত। অর্থাৎ লক্ষ্যটা স্পষ্ট, ডিফেন্স সামলে 🌠প্রতি আক্রমণে গোল তুলে নেওয়া। ডিফেন্স মজবুত করতে চেয়েছেন ভারতীয় কোচ ভারতীয় কোচ থমাস দ🦩েনার্বি।
কিছুক্ষণ পরেই শুরু ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ
আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। তারপরেই শুরু হবে মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ভারত বনাম মার্কিন যু🃏ক্তরাষ্ট্র ম্যাচ।
‘টুর্নামেন্ট থেকে পয়েন্ট তুলতে চাই’
ম্যাচের আগেরদিন ভারতীয় দলের কোচ টমাস দেনার্বি বলেছেন, 💃'আমরা জানি যে ছেলেদের দল ভারতে খেলেছিল এবং ওরা তিনটি ম্যাচেই হেরেছিল (২০১৭ সালে ভারতে অনূর্ধ্ব-১৭ বি🐼শ্বকাপ হয়েছিল)। আমরা এই টুর্নামেন্ট থেকে পয়েন্ট পেতে চাই।'
ভারতের বাকি দুটি ম্যাচ কখন হবে?
ভারত বনাম মরক্কো: ১৪ অক্টোবর (কলিঙ্গ স্টেডিয়াম)। ভারত বনাম ব্রাজিল: ১৭ অক্টোবর (কলিঙ্গ স্টেডিয়াম)। দুটি ম্যাচই রাত আটটা থ🌠েকে শুরু হবে।
কোনও ম্যাচ পাইনি কলকাতা
পুরুষদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ কলকাতায় হলেও মহিলাদের ক্ষেত্রে কলকাতায় কোনও ম্যাচ হচ্ছে না। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম, মারগাঁওয়ের ♛জওহরলাল নেহরু স্টেডিয়াম এবং নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে খেলা হবে।
মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সূচি
আজ (🧔১১ অক্টোবর) থেকে শুরু হয়েছে মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ফাইনাল হবে আগামী ৩০ অক্টোবর। ১৮ 🐼অক্টোবর পর্যন্ত গ্রুপ লিগের ম্যাচ চলবে। ২১ অক্টোবর থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। সেদিন দুটি কোয়ার্টার-ফাইনাল ম্যাচ আছে। পরদিন (২২ অক্টোবর) আরও দুটি কোয়ার্টার-ফাইনাল ম্যাচ হবে। ২৬ অক্টোবর দুটি সেমিফাইনাল ম্যাচ পড়েছে।
আমেরিকার বিরুদ্ধে কারা কারা নামছেন?
ভারতের প্রথম একাদশ: অঞ্জলি মুন্ডা, পূর্ণিমা কুমারী, শিলকি দেবী, ওঁরাও (অধিন♔ায়ক), নেহা, কাজল ডি'সুডা, লিন্ডা কম, অনিতা কুমারী, শুভাঙ্গি সিং, নীতু লিন্ডা এবং কাজল।
প্রথম ম্যাচেই জয় চিলির
গ্রুপ 'বি'-র প্রথম ম্যাচে গ🔯োয়ার মারগাঁও স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চিলি এবং নিউজিল্যান্ড। ৩-১ গোলে জিতে গিয়েছে লাতিন আমেরিকার দেশ।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ বিন্যাস
এবার মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মোট চারটি গ্রুপ আছে - গ্রুপ '෴এ', গ্রুপ 'বি', গ্রুপ 'সি' এবং গ্রুপ 'ডি'। গ্রুপ 'এ'-তে আছে ভারত, ব্রাজিল, মরক্কো এবং আমেরিকা। গ্রুপ 'বি'-তে আছে জার্মানি, নাইজেরিয়া, চিলি এবং নিউজিল্যান্ড। গ্রুপ 'সি'-তে আছে স্পেন, কলম্বিয়া, মেক্সিকো এবং চিন। গ্রুপ 'ডি'-তে আছে জাপান, তানজানিয়া, কানাডা এবং ফ্রান্স।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের পুরো স্কোয়াড
২৩ সদস্যের স্কোয়াড বেছে নেওয়া হয়েছে। গোলকিপার- মোনালিসা দেবী মইরাঙ্গথেম, মেলোডি চানু কেইশাম, অঞ্জলি মুন্ডা। ডিফেন্ডার- ওঁরাও, কাজল, নাকেতা, পূর্ণিমা কুমারী, বর্ষিকা, শিলকি দেবী হেমাম। মিডফিল্ডার- ববিনা দেবী লিশাম, নীতু লিন্ডা, শৈলজা, শুভাঙ্গী সিং। ফরোয়ার্ড- অনিতা কুমারী, লিন্ডা কম, বনেহা, রেজিয়া দেবী, শিলা দেবী, লোকটঙ্গবা𒁃ম, কাজল ডি'সুজাꦜ, লাবণ্য উপাধ্যায় এবং সুধা অঙ্কিতা তিরকে।
কীভাবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট পেয়েছে ভারত?
আয়োজক দেশ হিসেবে সরাসরি মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট পেয়েছেন ভারত। শুধু তাই নন, যে কোনও পর্যায়ে এই প্রথমবার ভারতীয় মহিলা দল ফিফার টুর্নামেন্টের ফাইনা🦋লসে খেলছে। অর্থাৎ মূল টুর্𝄹নামেন্টে খেলছে।
জয় দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে দ🐟িয়েছে ব্রাজিল। জনসনের গোলে সাম্বার দেশের মেয়েরা তিন পয়েন্ট ঘরে তুলেছ🎉েন।
ভারতের গ্রুপে কোন কোন দল আছে?
ফিফা মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারত গ্রুপ ‘এ’-তে আছে। যে গ্রুপে আꦍছে - ভারত, ব্রাজিল, আমেরিকা এবং মরক্কো। আজ আমেরিকার বিরুদ্ধে নামছে ভারত। বিকেলে মরক্কোর বিরুদ্ধে কলিঙ্গ স্টেডিয়ামে নেমেছিল ব্রাজিল।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ নামছে ভারত
India vs USA Live Score: আজ বোধন হয়ে গিয়েছে মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের (FIFA U-17 Women's World Cup 2022)। প্রথম দিনেই মাঠে নামতে চলেছে আয়োজক দেশ ভারত। ওড়িশার🔯 কলিঙ্গ স্টেডিয়ামে ভারতের প্রতিপক্ষ শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্র।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।