শুরু হয়ে গেল দলবদলের খেলা। জানা গিয়েছে চলতি বছরেই শꦺেষ হচ্ছে মোহনবাগানের সঙ্গে ‘ডার্বি বয়’ কিয়ান নাসিরির চুক্তি। শোনা যাচ্ছে এই খবর পেতেই কিয়ানকে ঘরে তুলতে ঝাঁপিয়েছে চেন্নাইয়িন এফসি। নিঃশব্দে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ঘর ভাঙতে তৈরি চেন্নাইয়িন এফসি। আগামী মরশুমের কথা মাথায় রেখে দলগঠনে নেমে পড়ছে দক্ষিণের এই ফুটবল দল। বর্তমান পত্রিকার খবর অনুযায়ী, মোহনবাগানের কিয়ান নাসিরিকে নিজেদের জালে প্রায় তুলে ফেলেছে চেন্নাইয়িন এফসি। জানা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের মন্দার রাও দেশাইকেও নাকি ইতিমধ্যেই পাকা করে ফেলেছে চেন্নাইয়িন ম্যানেজমেন্ট। পরের মরশুমে তাঁদের যোগ দেওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা।
মোহনবাগান অ্যাকাডেমির নায়ক কিয়ান নাসিরি। সিএফসি’র হয়ে নজর কাড়ার পর সবুজ মেরুনের সিনিয়র স্কোয়াডে তাঁকে রিক্রুট করা হয়েছিল। ২০২২ সালে আইএসএলের ডার্বি তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট আসে। সুপার-সাবཧ হিসেবে নেমে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন কিয়ান। শুধু হ্যাটট্রিক করাই নয়, ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। ওই ম্যাচের পরেই রাতারাতি তারকার মর্যাদা পেয়েছিলেন জামশেদ নাসিরির পুত্র।
খেলায় ধারাবাহিকতার অভাব রয়েছে কিয়ানের মধ্যে। তারকা সমৃদ্ধ মে🦩াহনবাগানে ইদানীং সেভ🌠াবে ম্যাচ টাইম পাচ্ছেন না তিনি। জানা গিয়েছে সেই কারণেই নাকি অন্য ক্লাবে যেতে চাইছেন কিয়ান। জানা গিয়েছে, চেন্নাইয়িন থিঙ্কট্যাঙ্ক প্রথম একাদশে তাঁকে আরও বেশি সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সেই কারণেই নাকি মোহবাগান ছাড়তে চলেছেন কিয়ান নাসিরি।
চলতি মরশুমের শেষেই মোহনবাগানের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে কিয়ান নাসিরির। ফ্রি ফ💟ুটবলার হওয়ার ফলে অন্য দলে যেতে কোনও সমস্যা হবে না তাঁর। জানা যাচ্ছে, তিন বছরের চুক্তিতে চেন্নাইয়িন এফসি যোগ দেবেন ২২ বছর বয়সী এই ফুটবলার। পুত্রের দলবদলের বিষয়ে অবশ্য পুরোপুরি অন্ধকারে রয়েছেন জামশেদ নাসিরি। বর্তমান পত্রিকার সঙ্গে কথা বলার সময়ে জামশেদ নাসিরি জানিয়েছেন, ‘কিয়ান এখন অনেক পরিণত। নিশ্চয়ই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে। কলকাতার বাইরে অনেক বেশি খোলা মনে খ🅘েলতে পারবে। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল।’
আরও পড়ুন… WPL 2024: ছয় মেরে ভেঙে দিলেন গাড়ির জানলা! দেখেছেন কি পেরির কাঁচ ভাঙা ছক্কার𝔉 এই ভিডিয়ো
শুধু মোহনবাগান নয়। একইসঙ্গে মুম্বই সিটির স্ট্রাইকার গুরকিরাত সিংকে পেতেও নাক𝔉ি তারা ঝাঁপিয়েছে। জানা গিয়েছে ইস্টবেঙ্গলের ঘরও ꧒ভাঙতে চলেছে চেন্নাইয়িন। লাল-হলুদের লেফট উইং ব্যাক মন্দার রাও দেশাইয়ের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি এক বছরের। জানা গিয়েছে তাঁর এজেন্টের সঙ্গেও পাকা কথা সেরে ফেলেছে চেন্নাইয়িন এফসির কর্তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।