পর♔িস্🧔থিতি যা, তাতে পরের মরশুমে এটিকে মোহনবাগানে খেলা হচ্ছে না রয় কৃষ্ণের। তবে অনেক আগে থেকেই ফিজির তারকা স্ট্রাইকারের পরিবর্ত খোঁজা শুরু করে দিয়েছে সবুজ-মেরুন। অনেকগুলো ফুটবলারের জীবনপঞ্জি হাতে রয়েছে এটিকে মোহনবাগান কর্তৃপক্ষের। আর এর মধ্যে অন্যতম বড় নাম সার্বিয়ার ফরোয়ার্ড আলেকজান্ডার প্রিজোভিচ।
৩২ বছরের এ♑ই সার্বিয়ান ফুটবলারের প্রতি আগ্রহ দেখিয়েছে এটিকে মোহনবা꧃গান। বর্তমানে অস্ট্রেলিয়ায় ‘এ’ লিগে ওয়েস্টার্ন ইউনাইটেডে খেলছেন প্রিজোভিচ। এ বার এই দীর্ঘকায় ফরোয়ার্ডকে দলে চাইছে সবু-মেরুন ব্রিগেড। এমন কী ময়দানে কান পাতলে এমনটাও শোনা যাচ্ছে, প্রিজোভিচকে নাকি দুই বছরের চুক্তিতে আনার ইচ্ছে প্রকাশ করেছেন এটিকে মোহনবাগান কর্তারা।
কিন্তু সমস্যা হল, ২০২৪ পর্যন্ত ওয়েস্টার্ন ইউনাইটেড🌊ের সাথে চুক্তি রয়েছে আলেকজান্ডার প্রিজোভিচের। আর তাই ট্রান্সফার ফি দিতে হবে এটিকে মোহনবাগানকে। যা খবর তাতে প্রায় ৪ কোটি ৬০ লক্ষ টাকা পর্যন্ত দি𓂃তে রাজি সবুজ-মেরুন।
আরও পড়ুন: ইউনাইটেডের জ▨ল্পনায় জল, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এবার ইস্টবেঙ্গলের হাত ধরল ইমামি
আরও পড়ুন: উইলিয়ামসের নাকি মুম্বইয়ের সঙ্গে চুক্তি পাকা, প্রবীরও 𝔍সম্ভবত ছাড়তে ♔চলেছেন ATK MB
২০১৬ সালে লেগিয়া ওয়ারশয়ের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গোল রয়েছে প্রিজোভিচের, তাও আবার জার্মান হেভিওয়েট বরুসিয়া ডর্ট🐟মুন্ডের বিরুদ্ধে। ফলে ইউরোপে পরীক্ষিত এক ফরোয়ার্ডকে এনে দল বদলের বাজারে বড় চমক দিতে মরিয়া এটিকে মোহনবাগান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।