চলতি ইন্ডিয়ান সুপার লিগের চতুর্থ রাউন্ডের খেলা প্রায় শেষের পথে। সময়ের সঙ্গে সঙ্গে লিগ টেবিলে ক্রমশ পিছিয়ে যাচ্ছে এটিকে-মোহনবাগান। জোড়া জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করা সবুজ-মেরুন শিবির আপাতত প্রথম চারের বাইরে ছিটকে ♛গিয়েছে।
নিজেদের অবস্থান মজবুত༒ করার বদলে লিগ টেবিলে পিছিয়েছে এসসি ইস্টবেঙ্গলও। তারা রয়েছে একেবারে শেষের সারিতে। টুর্নামেন্টে দীর্ঘ পথ এখনও পেরিয়ে যেতে হবে সব দলকেই। নিঃসন্দেহে লিগ টেবিলে ওঠা-পড়া লেগেই থাকবে। আপাতত মুম্বই সিটি এফসি নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।
জামশেদপুর এফসি উঠে এসেছে দ্বিতীয় স্থানে। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ⛎চেন্নাইয়িন এফসি ও ওড়িশা এফসি। এটিকে-মোহনবাগান রয়েছে পাঁচ নম্বরে। ইস্টবেঙ্গল অবস্থান করছে দশে। একেবারে শ🐻েষে রয়েছে এফসি গোয়া।
আইএসএল ২০২১-২২'এর আপডেটেড পয়েন্ট টেবিল:-
১. মুম্বই সিটি এফসি: ম্যাচ-৪, জয়-৩, ড্র-০, হার-১, পয়েন্ট-৯, গোল পার্থক্য:+৭
২. জামশেদপুর এফসি: ম্যাচ-৪, জয়-২, ড্র-২, হার-০, পয়েন্ট-৮, গোল পার্থক্য:+৩
৩. চেন্নাইয়িন এফসি: ম্যাচ-৩, জয়-২, ড্র-১, হার-০, পয়েন্ট-৭, গোল পার্থক্য:+২
৪. ওড়িশা এফসি: ম্যাচ-৩, জয়-২, ড্র-০, হার-১, পয়েন্ট-৬, গোল পার্থক্য:+৩
৫. এটিকে-মোহনবাগান: ম্যাচ-৪, জয়-২, ড্র-০, হার-২, পয়েন্ট-৬, গোল পার্থক্য:০
৬. কেরালা ব্লাস্টার্স এফসি: ম্যাচ-৪, জয়-১, ড্র-২, হার-১, পয়েন্ট-৫, গোল পার্থক্য:-১
৭. হায়দরাবাদ এফসি: ম্যাচ-৩, জয়-১, ড্র-১, হার-১, পয়েন্ট-৪, গোল পার্থক্য:+১
৮. বেঙ্গালুরু এফসি: ম্যাচ-৪, জয়-১, ড্র-১, হার-২, পয়েন্ট-৪, গোল পার্থক্য:-২
৯. নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি: ম্যাচ-৪, জয়-১, ড্র-১, হার-২, পয়েন্ট-৪, গোল পার্থক্য:-২
১০. এসসি ইস্টবেঙ্গল: ম্যাচ-৪, জয়-০, ড্র-২, হার-২, পয়েন্ট-২, গোল পার্থক্য:-৫
১১. এফসি গোয়া: ম্যাচ-৩, জয়-০, ড্র-০, হার-৩, পয়েন্ট-০, গোল প🍸ার্থক্য:-৬
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।