ওড়িশা এফসি এবং মুম্বই এফসি ম্যাচ ড্র হওয়ায় সুবিধে পেয়ে গেল মোহনবাগান। বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠে মুম্বইয়ের বিꦅরুদ্ধে ম্যাচে আটকে গেল ওড়িশা। তিন পয়েন্ট পেল না মুম্বইও। কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ফল ২-২। দু'বার এগিয়ে গিয়েও পুরো পয়েন্ট না নিয়েই মাঠ ছꩵাড়লেন রয় কৃষ্ণরা। এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলে দুই দলকে।
আইএসএলের শুরুটা অবশ্য ওড়িশা দুরন্ত করেছিল। তাদের প্রথম ম্যাচে চেন্নꦫাইয়িন এফসিকে ২-০ গোলে হারিয়েছিল। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচেই আটকে গেল তারা। এদিকে মুম্বই এফসি-ও তাদের প্রথম ম্যাচে নর্থইস্টকে ২-১ হারিয়েছিল। তবে ওড়িশার কাছে তারাও এদিন আটকে 🌸গিয়েছে।
আরও পড়ুন: ডার্বি খেলতে মুখিয়ে রয়েছি- কলকাতায় আসার আগে হুঁশিয়ারি লাল-হলুদের নয়া ডিফেন্ডারে🧸র
আইএসএলে মুম্বই এফসি নিঃসন্দেহে যে কোনও দলের কাছেই শক্ত গাঁট। স্বাভাবিক ভাবেই গত মরশুমে লিগ শিল্ড জয়ী দলের বিরুদ্ধে জয় পাওয়াটা নিঃসন্দেহে কঠিন। এবার ওড়িশাও শক্তিশালী দল তৈরি করেছে। কোচ হিসেবে রয়েছেন সার্জিও লোবেরা। দলে রয়েছেন দিয়েগো মোরিসিও, রয় কৃষ্ণের মতো বিদেশি ফুটবলাররা। তারুণ্য এবং অভিজ্ঞতা মিলিয়ে বেশ ব্যালেন্সড দল ওড়িশা। 💦দুই দলের মধ্যেই তাই লড়াইটা শেয়ানে শেয়ানেই হল।
ম্যাচের শুরু থেকে অবশ্য আক্রমণাত্মক মেজাজেꦺ ছিল ওড়িশা। মুম্বইয়ের দুই উইং দিয়ে মূলত বিপিং সিং এবং ছღাংতে আক্রমণে ওঠেন। সেটা বন্ধ করেই বাজিমাত করতে চেয়েছিলেন লোবেরা। হিসেব মতো এগোচ্ছিল ওড়িশা। প্রথমার্ধে তারা ১-০ এগিয়েও গিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয় না।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জেরির গোলে ১-০ করে ওড়িশা। এক গোলে পিছিয়ে থেকেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে মুম্বই। ত💎ারাও গোলশোধের জন্য মরিয়া হয়ে উঠেছিল। ফলে আক্রমণের রাস্তায় হাঁটে মুম্বই। তার ফলও অবশ্য দ্বিতীয়ার্ধে শুরুতেই পায় তারা। ম্যাচের ৪৭ মিনিটের মাথায় সমতা ফেরায় মুম্বই। রোস্টিন গ্রিফিথসের গোলে ১-১ করে মুম্বই। এর পর ম্যাচের ৭৫ মিনিট পার হতে না হতেই ২-১ করে ফেলে ওড়িশা। ম্🥀যাচের ৬৩ মিনিটে পরিবর্তে নামা রয় কৃষ্ণ পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি।
১-২ পিছিয়ে পড়ে ফের গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় মুম্বই। একটা সময়ে মনে হচ্ছিল, ম্যাচে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে ওড়িশা। কিন্তু শেষ মুহূর্তে ৮৮ মিনিটে সম🦩তা ফেরায় মুম্বই। বিপিন সিংয়ের পাস থেকে গোল করে মু🅠ম্বইয়ের হার বাঁচান জর্জে পেরেইরা দিয়াজ। সাত মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলেও আর কোনও গোল হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ শেষ হয়।
এই ম্যাচ ড্র হওয়ায় সুবিধে হল মোহনবাগানের। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষ স্থান ধরে রাখল জুয়ান ফেরান্দোর টিম। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ওড়িশা। ২ ম্যাচ♏ খেলে ওড়িশার সমান পয়েন্ট নিয়ে তিনে রয়েছে মুম্বই। তবে এখনও অনেক ম্যাচ বাকি। পয়েন্ট টেবলের সাপ-লুডোর লড়াইও চলতে থাকবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।