ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) প্রথম রাউন্ডের সব ম্যাচ হয়ে গেল। সব দলই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় শুধুমাত্র এফসি গোয়া এবং হায়দরাবাদ এফসি এখনও মাঠে নামেনি। বাকি ১০টি দলই মাঠে নেমে খেলেছে। কেউ জিতেছে। কেউ হেরেছে। কেউ আবার ড্র করেছে। প্রথম রাউন্ডের ম্যাচে চারটি দল জিতেছে - মোহনবাগান সুপার জায়ান্ট, ওড়িশা এফসি, কেরল ব্লাস্টার্স এবং মুম্বই সিটি এফসি। ড্র করেছে ইস্টবেঙ্গল এবং জামশ𓃲েদপুর এফসি। হেরে গিয়েছে বেঙ্গালুরু এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড, রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি এবং চেন্নাইয়িন এফসি। সেই পরিস্থিতিতে এখনও পর্যন্ত কোন ম্যাচের ফলাফল কী হয়েছে এবং আইএসএলের প্রথম রাউন্ডের শেষে কোন দল লিগ তালিকার কত নম্বরে আছে, তা দেখে নিন।
আইএসএলের ম্যাচের ফলাফল (২৫ সেপ্টেম্বর পর্যন্ত)
১) কেরল ব্লাস্টার্স ২-১ বেঙ্গালুরু এফসি।
২) হায়দরাবাদ এফসি বনাম এফসি গোয়া: ম্যাচ স্থꦏগিত হয়ে গিয়েছে।
৩) ওড়িশা এফসি ২-০ চেন্নাইয়িন এফসি।
৪) মো൩হনবাগান সুপার জায়ান্ট ৩-১ রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি।
৫) নর্থ-ইস্ট ইউনাইটেড ১-২ মুম্বই সিটি এফসি।
৬) ইস্টবেঙ্গল ০-০ জামশেদপুর এফসি।
আইএসএলের পয়েন্ট তালিকা
আইএসএলের পরবর্তী ম্যাচ (শুধুমাত্র মোহনবাগান ও ইস্টবেঙ্গল)
১) মোহনবাগা♑ন সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি, ২৭ সেপ্টেম্বর (বুধবার), রাত ৮ টা, কলকাতা।&nbs🦩p;
২) ইস্টবꦕেঙ্গল বনাম হ𝓡ায়দরাবাদ এফসি, ৩০ সেপ্টেম্বর (শনিবার), রাত ৮ টা, কলকাতা।
(উল্লেখ🅘্য, যাবতীয় তথ্য ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসির ম্যাচ পর্যন্ত, যে ম্যাচ ২৫ সেপ্টেম্বর কলকাতায় হয়েছে।)
আরও পড়ুন: Mohun Bagan vs ൲Punjab FC: ৩-১ গোলের দাপুটে জয়ে ISL অভিযান শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়♛ন মোহনবাগানের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।