বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএলে শীর্ষস্থান মজবুত করল মোহনবাগান সুপার জায়ান্ট। দুই ম্যাচের শেষে সবুজ-মেরুন ব্রিগেডের ঝুলিতে থাকল ছয় পয়েন্ট। যা জুয়ান ফেরান্দোকে অত্যন্ত স্বস্তি দেবে। কারণ গত ১৯ সেপ্টেম্বর ওড়িশা এফসির বিরুদ্ধে এএফসি কাপের ম্যাচে খেলেছিল মোহনবাগান। ২৩ সেপ্টেম্বর আইএসএলের রাউন্ডগ্লাস পঞ্জাবের বিরুদ্ধে নেমেছিল। বুধবার সামলাতে হয়ℱেছে বেঙ্গালুরুর চ্যালেঞ্জ। আবার আগামী ২ অক্টোবর এএফসি কাপে নামবে। অন্যদিকে, জামশেদপুর এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচে ড্র করে আইএসএলের তালিকায় পাঁচ নম্বরে আছে 🐲ইস্টবেঙ্গল। যে ইস্টবেঙ্গল আগামী শনিবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নামবে।
আরও পড়ুন: MBSG vs BFC Highlights: গোললাইন সেভের পরে ফিরল হুঁশ! কঠিন দিনে মোহনবাগানের🐼 বৈতরণী পার বৌমাসের
আইএসএলের পয়েন্ট তালিকা
আইএসএলের ম্যাচের ফলাফল (২৭সেপ্টেম্বর পর্যন্ত)
১) কেরালা ব্লাস্টার্স ২-১ বেঙ্গালুরু এফসি।
২) হায়দরাবাদ এফসি বনাম এফসি গোয়া: ম্🐈যাচ স্থগিত হয়ে গিয়েছে।
৩) ওড়িশা এফসি ২-০ চেন্নাইয়িন এফসি।
৪) ♛মোহনবাগান সুপার জায়ান্ট ৩-১ রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি।
৫) নর্থ-ইস্ট ইউনাইটেড ১-২ মুম্বই সিটি এফসি।
৬) ইস্টবেঙ্গল ০-০ জামশেদপুর এফসি।
৭) মোহনবাগান সুপার ১-০ জায়ান্ট বেঙ্গালুরু এফসি।
আইএসএলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের পরবর্তী ম্যাচ
১✨) ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি, ৩০ সেপ্টেম্বর (শনিবার), রাত ৮ টা, কলকাতা।
💞২) চেন্নাইয়িন এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট, ৭ অক্টোবর (শনিবা🍌র), (রাত ৮ টা), চেন্নাই।
৩) বেঙ্গালুরু এফসি বনাম ইস্টবেঙ্গল, 🍃৪ অক্টোবর (বুধবার), রাত ৮ টা, বেঙ্গালুরু।
৪) ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া, ২🥃১ অক্টোবর (শনিবার), বিকেল ৫ টা ৩০ মিনিট, কলকাতা।
৫) মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ𝄹্গল, ২৮ অক্টোবর (শনিবার), রাত ৮ টা, কলকাতা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।