বিশ্বকাপে ইতিহাসে প্রথমবার কোনও আফ্রিকার দলের বিরুদ্ধে হেরেছে ব্রাজিল। যে লজ্জা চিরকাল বয়ে বেড়াতে হবে বলে জা൲নালেন ব্রাজিলের কোচ তিতে। সেইসঙ্গে তিনি জানান, গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হারের কষ্ট থেকে বেরোতে ২৪ ঘণ্টা লাগবে।
শুক্রবার (কাতারের সময় অনুযায়ী) গ্রুপ ‘ই’-র শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে ১-০ গোলে হেরে গিয়েছে ব্রাজিল। সেই হারের পর তিতে বলেন, ‘এই বোঝাটা চিরকাল আমায় বইতে হবে - আমরা হেরে গিয়েছি - ব্রাজিলের প্রথম কোচ হিসেবে (বিশ্বকাপে) আফ্রিকার কোনও দলের বিরুদ্ধে হেরেছি। ২৪ ঘণ্টা আমাদের কষ্ট পেতে হবে। তারপর (নক-আউটের জন্য)𒁏 আমাদের প্রস্তুতি শুরু করতে হবে। আমরা হারটা অনুভব করতে পারছি। আমরা যখনই হারব, তখনই আমাদের হারটা অনুভব করতে হবে। এটা পুরো বিষয়টার অংশ।’
আরও পড়ুন: FIFA WC 2022 Group G: ক্যামেরুনের কাছে হেরেও ꧃টপার ব্রাজিল,নকআউটে সুইৎজারল্যান্ডও
তবে হারের জন্য দলের কাউকে দায়ী করেননি ব্রাজিলের কোচ। বরং এই হারটা প্রত𓂃্যেকের বলে জানিয়েছেন। তিতেরের কথায়, ‘কারা হেরেছে? আমরা সবাই। আমাদের প্রস্তুতিটা সকলের ছিল, আমাদের জয়টা সকলের, আমাদের 💖হারটাও সকলের। এই প্রতিযোগিতা আমাদের ভাবতে বাধ্য করেছে।’ সঙ্গে তিনি দাবি করেন, ম্যাচের মধ্যে ব্যবধান কম আছে।
‘রাউন্ড অফ ১৬’-তে ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া
আগামী সোমবার (ইংরেজি মতে মঙ্গলবার তথা ৬ ডিসেম্বর) রাত ১২ টা ৩০ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী) দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নামবে ব্রাজিল। তবে সেই ম্যাচে নেইমার খেলতে পারবেন কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ব্রাজিলের কোচ বলেন, 'নেইমার ও অ্যালেক্স স্যান্দ্রোকে নিয়ে বলতে পারি যে আমাদের হাতে এখনও সময় আছে। এখনও সুযোগ আছে। 🦋দেখা যাক, কী হয়। ওরা এখনও বল নিয়ে অনুশীলন শুরু করেনি, তাই ওদের পর্যবেক্ষণ করতে হবে। কেমনভাবে সেরে উঠছে, সেটা দেখতে হবে।'
সেইসঙ্গে ব্রাজিলের কোচ বলেন, 'দানিলো (এবার বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে চোট পেয়েছিলেন দানিলো, তার জেরে গ্রুপ লিগের শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি জুভেন্টাসের খেলোয়াড়) দ্রুত সেরে উঠছ⛎ে। বল নিয়ে কঠোর পরিশ্রম করেছে। ইতিবাচকভাবে সেরে উঠছে। বাকি খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করতে পারা উচিত ওর।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।