নিষিদ্ধ ড্রাগ গ্রহণের দায়ে চার বছরের জন্য নির্বাসিত হলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা পল পোগবা। এই নিষেধাজ্ঞা ক্লাব ও জাতীয় দল সহ সব ধরনের ফুটবলে কার্যকর থাকবে। তবে রায়ের বিরুদ্ধে ক্রীড়া আদালতে আপিল করতে পারবেন জুভে🌜ন্তাসের এই তারকা ফুটবলার। গত সেপ্টেম্বরে প্রাথমিকভাবে নির্বাসিত হয়েছিলেন পল পোগবা। তবে সকলে তাঁর দ্বিতীয় রিপোর্টের অপেক্ষা করছিলেন। এবার সেই রিপোর্টও সকলের সামনে এসেছে। এই রিপোর্টেও নিষিদ্ধ ড্রাগ সেবনের প্রমাণ পাওয়া গিয়েছে। ফলে বৃহস্পতিবার নির্বাসিত করা হয় পল পোগবাকে। ফ্রান্সের বিশ্বজয়ী মিডফিল্ডারকে চার বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। জানা গিয়েছে টেস্টোস্টেরন সেবনের জন্যই পল পোগবাকে নির্বাসিত করা হল।
আরও পড়ুন… IPL 2024: দায়িত্ব থেকে সরিয়ে 🧸দেওয়া হল ক্রুণাল পান্ডিয়াকে! LSG-র নতুন সহ অধিনায়ক কে?
৩০ বছর বয়সী পল পোগবা ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় গত সেপ্টেম্বরে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিলেন। রয়টার্স জানিয়েছে, পগবার চার বছরের নিষেধাজ্ঞা চেয়ে ইতালির অ্যান্টি–ডোপিং প্রসিকিউটর কার্যালয় দেশটির অ্যান্টি–ডোপিং ট্রাইব্যুনালে অনুরোধ জানিয়েছিল। আদালত সেটি গ্রহণ করা হয়েছে। গত ২০ অগস্ট ইতালিয়ান সিরি এ লিগে উদিনেসের বিরুদ্ধে জুভেন্তাস ৩-০ গোলে জয় পেয়েছিল। সিরি এ মরশুমের এই ম্যাচের পর পোগবার বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ উঠেছিল। ফরাসি ফুটবলার ওই ম্যাচ🌜টি অবশ্য খেলেননি। কিন্তু ম্যাচ পরবর্তী মাদক পরীক্ষার অংশ হিসেবে সেই দিন তাঁর নমুনা নেওয়া হয়েছিল। এরপর পরীক্ষা করে পোগবার দেহে অতিরিক্ত মাত্রার টেস্টোটেরোন পেয়েছিল ইতালির ডোপিং বিরোধী সংস্থা এনএডিও।
এরপরে সংস্থার তরফে জানানো হয়েছিল, পোগবা ডোপিং বিরোধী আইন ভঙ্গ করেছেন। ফরাসি ফুটবলারের শরীরে ‘নন-এনডোজোনোস টেস্টোস্টেরন মেটাবোলিটস’ পাওয়া গিয়েছে বলে তারা জানিয়েছিল। এর জেরে ১১ সেপ্টেম্বর পগবাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। গত সেপ্টেম্বরে প্রাথমিকভাবে ✅নির্বাসিত হয়েছিলেন পল পোগবা। তাঁকে আর খেলতে দেখা যায়নি। প্রথম পরীক্ষার পর প্রাথমিকভাবে তাঁকে নি🍒র্বাসিত করা হয়েছিল। জুভেন্তাসের তরফে এই সময়ে পোগবাকে যত কম বেতনে রাখা সম্ভব, সেই বেতনে রাখা হয়েছিল। তবে 'বি' নমুনাতেও ফল পজিটিভ আসায় তাঁকে এবার চার বছরের নির্বাসনের মুখে পড়তে হয়েছে।
আরও পড়ুন… সবার জন্য নিয়ম স🌱মান হবে না কেন? হার্দিককে নিয়ে BCCI-এর কাছে ইরফান পাঠানের বড় প্রশ༒্ন
২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা পল পোগবা ২০২২ সালে যোগ দেন জুভেন্তাসে। বর্তমানে ক্লাবটির সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি আছে তাঁর। নিষেধাজ্ঞার মেয়াদ না কমলে জুভেন্টাসে তাঁর আর খেলা হবে না। চোটের কারণে ♛কাতার বিশ্বকাপ মিস করা পল পোগবা খেলতে পারবেন না ২০২৬ বিশ্বকাপেও। এখন পর্যন্ত ফ্রান্সের হয়ে ৯১টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন পোগবা। তিনি গোল করেছেন ১১টি। ক্লাব ফুটবলে ম্যাঞ্চেস্ট🍬ার ইউনাইটেড ও জুভেন্তাসের হয়ে মোট ৪২৩টি ম্যাচে করেছেন ৭৩ গোল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।