বিগত দশকে বহুবার বার্সেলোনাকে পরাজয়ের মুখ থেকে টেনে তুলেছেন দলের ১০ নম্বর জার্সিধারী। রবিবার রাতে ফের একবার সেই ঘটনা🐽র সাক্ষী থাকল ফুটবলবিশ্ব🌞। পার্থক্য একটাই, লিওনেল মেসির বদলে এদিন ১০ নম্বর জার্সি পরিহিত আনসু ফাতির দাপটে জিতল দল। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচের পাঁচ মিনিটেই পিছিয়েও পড়েও ৩-১ জেতে কাতালান ক্লাবটি।
প্রায় ১০ মাস চোটের কারণে মাঠের বাইরে থাকার পর নিজের প্রথম ম্যাচে ফিরেই গোল করেছিলেন ফাতি। এদিন সেই চোটের পর নিজের প্রথম স্টার্টেই ফের গোল করে জেতালে🌄ন তিনি। আন্তর্জাতিক বিরতির আগে নাগাড়ে দুই ম্যাচ হারা বার্সা গত ছয় ম্যাচে মাত্র একটিতে জিতেছে। দলের নাজেহাল অবস্থায় এদিন শুরুটা ফের একবার চরম হতাশাজনকভাবে হয়। শুরুতেই ভ্যালেন্সিয়া ফুলব্যাক হোসে গায়ার দূরপাল্লার শটে পিছিয়ে পড়ে বার্সা। তবে ম্যাচের ১৩ মিনিটে মেমফিস ডিপাইয়ের পাসে বক্সের বাইরে থেকে দুরন্ত গোল করে সমতা ফেরান ফাতি।
এরপর দলের হয়ে পেনাল্টিও জিতে নেন বার্সা টিনএজার। ৪১ মিনিটে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে সেই পেনাল্টি থেকে বার্সাকে এগিয়ে দিতে কোন ভুল♛ করেননি মেমফিস ডিপাই। বার্সার অবস্থা আর দলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপে কুতিনহোর অবস্থা🌳 অনেকটা একই ধরনের। এক সময়ে গোটা ফুটবলবিশ্বে দাপট দেখালেও বর্তমানে তারা অতীতের ছায়ামাত্র। তবে গত বছর নভেম্বরের পর নিজের প্রথম গোলে কিছুটা হলেও স্বস্তি পাবেন কুতিনহো। ৮৫ মিনিটে তাঁর গোলই বার্সার জয় সুনিশ্চিত করে।
গ্রীষ্মে ম্যাঞ্চেস্টার সিটি থেকে বার্সাতে আসার পর চোটের কারণে একটাও ম্যাচ খেলা হয়নি আর্জেন্তাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর। এদিন ম্যাচের একেবারে শেষের মুহূর্তে সার্জিনিয়ো ডেস্টের বদলে মাঠে নেমে তিনি নিজের অভিষেক ঘটান। তবে ম্যাচ জিতলেও লিগ তালিকায় কাতালান ক্লাবেꩲর♏ উন্নতি ঘটেনি। ১৫ পয়েন্ট নিয়ে তারা সাত নম্বরেই রয়েছে। এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া রয়েছে নবম স্থানে। পরবর্তী ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে ডিনামো কিয়েভের মুখোমুখি হবে বার্সা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।