প্রিমিয়র লিগে মরশুমের শুরুটা তীব্র প্রতিদ্বন্দ্বী লিডস ইউনাইটেডকে দুরমুশ করে দু🌃রন্তভাবে করলেও সপ্তাহের মাঝপথেই দুঃসংবাদ অপেক্ষা করেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থকদের জন্য। সদ্যই কিংবদন্তী ফুটবলার ডেনিস লয়ের অ্যালজাইমার ও ভাসকিউলার ডিমেনশিয়ার মতো কঠিন রোগে আক্রান্ত হওয়ার খবর জানা যায়।
৮১ বছর বয়সী ল বৃহস্পতিবার (১৯ অগস্ট) এক বিবৃতিতে এই রোগকে ‘অত্যন্ত চ্যালেঞ্জিং’ হিসাবেই ব্যাখা করেন। এরপরেই ক্লাবের কিংবদন্তি ও প্রাক্তন ব্যালন ডি'র বিজেতা লয়ের প্রতি নিজের সাপো🐓র্ট জানিয়ে রেড ডেভিলস ম্যানেজার ওলে গানার সোল্কজায়ের দাবি করেন গোটা ক্লাব এই দুঃসময়ে তাঁর পরিবারের মত🧸োই পাশে রয়েছে।
এই বিষয়ে কথা বলতে গিলে ওলে জানান, ‘গোটা বিষ💙য়টা খুবই দুঃখজনক। তবে আমি নিশ্চিত ওঁর পরিবার ওঁর যত্ন নেবে। আমরাও ওঁর পরিবারের অঙ্গ এবং ওঁ ম্যাচে দেখতে আসবে। আমি যতদূর শুনেছি ಌএই বিষয়ে গবেষণা চলছে এবং আশা করি ভবিষ্যতে এই জঘন্য রোগে যেন কেউ আর কাউকে আক্রান্ত হতে না হয়।’
গত সপ্তাহে লিডসের বিরুদ্ধে দুরন্ত জয়ের পরেই লয়ের সঙ্গে কথা বলেন বলেও জানান ওলে। প্রসঙ্গত, ডেনিস🍨 ল-এর আগে তাঁরই একসময়ের সতীর্থ স্যার ববি চালর্টনও গ🔯ত বছর নভেম্বরে একই রোগে আক্রান্ত হন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।